![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সদ্য সন্তানহারা মা
ছেলের অকাল মৃত্যুর কারন জানতে চাইল
শ্রীশ্রীঠাকুরের কাছে। শ্রীশ্রীঠাকুর
বললেন এর জন্য দায়ী তুমি, শোকাতুর মা অবাক
হয়ে বললেন- সেকি, মা হয়ে ছেলেকে
কেমন করে মারলাম? শ্রীশ্রীঠাকুর বললেন -
শোন, ১২বৎসর আগে একদিন স্বামীকে থলে
হাতে দিয়ে বাজার করতে পাঠিয়েছিলি মনে পড়ে?
তখন বলেছিলি-বাজার এলে রান্না হবে, তাড়াতাড়ি
আসবে। থলে হাতে দাদাটি বাজারে যেতে পথ
মধ্যে একজায়গায় কীর্ত্তন শুনতে শুনতে
বাজারের কথা ভুলে যায়। কীর্ত্তন যখন ভেঙে
গেল তখন বাজারের কতা মনে পড়ে, কিন্তু তখন
বাজার বন্ধ হয়ে যাওয়ায় খালি থলি নিয়ে ফিরে আসে।
তা দেখে তুই কি বলেছিলি মনে পড়ে । বলেছিলি
না, আজ মরন খাওয়া খাওয়াব। বাজার না পেয়ে দুজনের
মধ্যে ভীষন কলহ হয়। দুজনে রাগ করে
দু'জায়গায় শুয়েছিলি, মনে পড়ে ? উভয়ের মনে
সংশয় হয়েছিল এমন সংসারের চেয়ে মরলে বাঁচতাম।
অধিক রাত্রিতে স্বামীর রাগ থামাতে গিয়ে দুজনের
মিলন হয়। ঐ মিলনের মনোভাব অনুযায়ী স্বল্পায়ু
আত্নার শোলটি নেমে আসে গর্ভে। তাই আজ
অকাল মৃত্যু হয়েছে তোর ছেলের।
"স্ত্রীর বিরাগ কমাতে গিয়ে কামাসক্ত হবে না।
শিশু হলে ক্ষীন হবে তুমিও ভাল থাকবে না।
★ শ্রীশ্রীঠাকুর ★
২| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৪২
আহলান বলেছেন: ওয়াও! নতুন মাত্রা দিলেন .... ধন্যবাদ! তবে এতে মা একা কেনো দায়ী হলো? সংসার ফেলে কেত্তন শোনা কি দায়িত্ব জ্ঞ্যনের কাজ?
৩| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৭
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: মনগড়া কথা। অবৈজ্ঞানিক কথা।
৪| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: মনগড়া কথা। অবৈজ্ঞানিক কথা।
৫| ২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: মনগড়া কথা। অবৈজ্ঞানিক কথা।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৩
চাঁদগাজী বলেছেন:
আজগুবি মাল ছাড়ছেন?