নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুতুল আলতাব

জীবনটাকে চেনা জন্য অনিশ্চিত গন্তব্যে পথ চলা।

পুতুল আলতাব › বিস্তারিত পোস্টঃ

অসত্য তথ্য বিভ্রান্তকর।

২৮ শে জুন, ২০১৪ রাত ৯:২৭

মাঝে মাঝে অসত্য তথ্য বিভ্রান্তকর করে বিজ্ঞাপন।

পণ্যে যেমনই হোক বিজ্ঞাপনের মাঝে মানসম্পন্ন সার্টিফিকেট দেখায়। তবে সহজে বুঝার কোন উপায় থাকেনা তাই মানুষের মন কেড়েনিতে সময়েরও প্রয়োজন পড়েনা। যেখানে মানুষকে আকৃষ্ট করার কৌশল, কথার ফাঁদ উপস্থাপনা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। কিছু কিছু বিজ্ঞাপন হচ্ছে পূর্ণ মিথ্যাকে কিছু সত্যের সাথে মিশ্র করে রূপান্তর করার কলাকৌশল।



যেমন কিছুদিন আগে আগে চোখের সামনে একটি বিজ্ঞাপন পড়েছে-

নিম্নমানে ব্যাটারি ও চার্জার হবে পারে মোবাইলের মৃত্যুর কারণ।

কিন্তু তাদের বিজ্ঞাপনে যে তথ্য দিয়েছে তা ভুল তথ্য দেয়নি ,সত্য তথ্য দিয়েছে কারণ তাদের কোম্পানির পণ্যে ব্যবহারে পর মোবাইলের মৃত্যুর কারণ হিসাবে প্রমাণ করেছে।



অন্যদিকে অনলাইনে রয়েছে কিছু প্রতারণার বিজ্ঞাপন। এইগুলি বেশ চলছে বিজ্ঞাপনের মাধ্যমে যেমন- ফেসবুকে ৫০০ টাকা ইনকাম করুন, খুব সহজে মাত্র ৫-১০ মিনিটের এর মধ্যে । প্রথমে আমি নিজেও বিশ্বাস করিনি কিন্তু আমি যখন নিজে টাকা পেয়েছি ঠিক তখনই আমার বিশ্বাস হয়েছে । আপনি ও টাকা ইনকাম করুন । → প্রথমে নিচের লিংকে



আমার জানামতে আজ পযর্ন্ত কেউ ফেসবুকে এমন লিংকে টাকা ইনকাম করছে বলে জানা নেই। বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা ছড়িয়ে যাচ্ছে প্রতিদিন। আর এইসক ভাওতাবাজির শিকার বিভিন্ন মানুষ। মানুষের বিরক্তির একটা অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞাপন। যদিও পণ্য বা সেবার প্রসারের জন্য যে বিজ্ঞাপনের ভুমিকা অপরিহার্য এটা অস্বীকার করার উপায় নাই। তবে আমাদের দেশে বর্তমানে এমন বিজ্ঞাপন খুঁজে পাওয়া খুবই মুষ্কিল যেখানে মিথ্যা কথা নাই। বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ভোগান্তির সাধারণ মানুষ। বিজ্ঞাপনে পণ্যের প্রচারনার সাথে চলছে প্রতারণা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২৮

শরৎ চৌধুরী বলেছেন: ভালো পোস্ট।

০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:২৯

পুতুল আলতাব বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১১:২৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এগুলি খুবই বিরক্তিকর ...
আসলে হয়েছে কি, আমরা গা সওয়া জাতি! দেখতে দেখতে এগুলোও গা সওয়া হয়ে গেছে ...
প্রতিকার, প্রতিবাদ করে কি হবে!

০২ রা জুলাই, ২০১৪ রাত ৮:৩৮

পুতুল আলতাব বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.