![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুত্বের ধারাবাহিকতা বেড়েই চলেছে।
সম্পর্কের প্রয়োজন আছে বলেই সম্পর্ক সাথে জড়িত। ঋতু পরিবর্তনের মতো মানুষেও পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ বদলে যাচ্ছে ঋতুর মতো। সম্পর্ক রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা কোন কমতি নেই। অপরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার অভাবের কারনেও বিভিন্ন সংকট তৈরি হতে পারে।
মাঝে মাঝে অদ্ভূত রকমের বোধ হয় নিজের মাঝে। কেনো বন্ধুত্বের সম্পর্ক ভেঙ্গে চুরমার হয়ে যায়। হতো বা প্রেমে স্বার্থ আর আবেগ জড়িত থাকার কারণে। যেমন প্রেমে ঘুন ধরলে ক্রমে ক্রমে দুরত্ব বাড়ে। তেমনি বন্ধুত্বের মাঝে বিশ্বাস নষ্ট হলেই সম্পর্কে ফাটল বেড়ে যায়।
ইদানিং কিছু সম্পর্ক দেখাযায় রহস্যময় হয়ে উঠেছে। প্রেম আর বন্ধুত্বে সম্পর্ক। একটা ছেলের একটা মেয়ের মাঝে পরিচয় থাকতেই পারে। এমনকি তাদের মাঝে ভালো বন্ধুও হতে পারে। কিন্তু অতি আবেগী হয়ে নিজ স্বার্থ আসিল করতে গেলেই মানুষ অকৃতজ্ঞ হয়।
বন্ধুত্বের সম্পর্কে মাঝে যখন প্রেমের সম্পর্কটি নাড়া-চড়া করে তখন যা হয়।
বন্ধুদের ফেসবুকের স্ট্যাস্টাস গুলো রহস্যময় করে তুলে। কথায় আছে, নদীর একূল গড়ে তো ওকূল ভাঙে। তাদের বিরহ বিচ্ছেদ দেখে বুঝাযায় ভাঙা গড়ার কবলে পড়েছে। টেনেহিঁচড়ে সম্পর্কের মেয়াদ বাড়ানোর চেষ্টা চলছে। জানি না আর কতদিন লাগবে। তবে কষ্ট হয় তাদের দেখে।
তবে মানুষের সম্পর্কের মাঝে দূরত্বে বেশ দূরে অবস্থান করলেও বন্ধুত্বে সীমাবদ্ধ থাকে না।
০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৩৭
পুতুল আলতাব বলেছেন: বন্ধুত্বের সম্পর্কে মাঝে কিছুটা ফাটল ধরেছে তাই টেনেহিঁচড়ে সম্পর্কের মেয়াদ বাড়ারো চেষ্টটা করে যাচ্ছি দেখাযাক কোথায় গিয়ে থামতে হয়।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
গাধা গরু বলেছেন: আপনার কি এরকম কিছু হইছে?