নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুতুল আলতাব

জীবনটাকে চেনা জন্য অনিশ্চিত গন্তব্যে পথ চলা।

পুতুল আলতাব › বিস্তারিত পোস্টঃ

পাখি থ্রিপিচ দেখার ইচ্ছে হচ্ছে।

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮

পাখি থ্রিপিচ কেমন ? যার জন্য ঈদের আগেই এতকিছু শুরু হচ্ছে ? এটি কি কোন ভারতীয় সিরিয়ালের নায়িকা পরেছিলো ? মনে হচ্ছে অন্য সকল পোশাকের তুলনায় সবচেয়ে জনপ্রিয় পোশাক হয়ে যাচ্ছে পাখি-থ্রিপিচ। সৃষ্টির জগতে অনেক ধরনে দেশী বিদেশী থ্রিপিচের নাম শুনেছি যেমন-গোল গলা থ্রিপিচ, কোট গলা থ্রিপিচ, ভিকাট থ্রিপিচ, হাতার নেট জাতীয় থ্রিপিচ, হাতের কাজের থ্রিপিচ ইত্যাদি এ ধরনের বিভিন্ন পোশাকের নাম শুনেছি কিন্তু এইপাখি নাম এই প্রথম শুনলাম তাই দেখার একটু আগ্রহ জন্মেছে।



তবে মেয়েদের নাড়িনক্ষে পছন্দের বিষয় জানা পুরুষদের কঠিন হয়ে দাঁড়ায়। বিগত বছরে আমাদের দেশে স্টার জলশার মেগাসিরিজের ঝিলিকের ঝলকানি পোশাক মেয়েদেরকে ট্রাপিক সিগন্যালে মতো থামিয়ে দিয়েছে ঝিলিকের ঝিলকানি পোশাকটি। আমাদের দেশে বিভিন্ন জায়গায়ার মার্কেটগুলোতে ভারতীয় হিন্দি বাংলা টিভি চ্যানেলগুলোর মেগাধারাবাহিক নাটক সিরিয়ালের পোশাকের কদর বেড়েছে।



আমাদের দেশে দেখাযায়, দেশী বিদেশী পোশাক পাখি আর ঝিলিকের ঝলকানি পোশাকের কান্ডকারখানা দেখে মনেহচ্ছে ইতিমধ্যে অনেকই হেস্তনেস্ত হয়ে যাচ্ছে এমনকি কিছু মানুষ সংসারধর্মে ভিখিরি হয়ে আছে নিজের বা মানুষের অজান্তে। তারপরও মেয়ে মানুষদের মায় মায় দৃষ্টি তাকানোর পর পরিবারে প্রিয় মানুষটি আশা-আকাঙ্ক্ষা প্রয়োজন মিটাতে পাখি আর ঝিলিকের ঝলকানি পোষাকগুলো ঝড়ের বেগে কেনা-কাটা করতে হচ্ছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.