![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে যার জীবনে কখনো ভালোবাসা নাড়া দেয়নি। এখনো মানুষকে সাড়া দিয়ে যাচ্ছে। ভালোবাসা প্রতিটি মানুষের মাঝেই রহস্যময় হয়ে রয়েছে। সৃষ্টির সেই প্রাচীনকাল থেকে মানুষ রহস্যের পিছনে ছুটেছে বেড়াচ্ছে । আবার কিছু অসম্ভব অদ্ভূদ রহস্যময় মানুষও রয়েছে যে কি-না তার নিজে মাঝে রহস্য লুকিয়ে রাখতে ভালোবাসে। লুকিয়ে রাখা মানুষগুলোকে চেনা খুব কঠিন হয়ে দাঁড়ায়। সত্যিকার অর্থে ভালোবাসা আর মানুষ দুটিই রহস্যময়।
মানুষে মাঝে যেমন রহস্য রয়েছে তেমনি প্রেম বা ভালোবাসা মাঝেও ভিন্নরকম রহস্য লুকিয়ে রয়েছে। পৃথিবীর বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিরা প্রেম বা ভালোবাসা নিয়ে অসংখ্যভাবে অসংখ্যবার সংজ্ঞা দিয়ে যাচ্ছে। ইংরেজ কবি টমাস মিডলটন বলেছেন ভালোবাসা তালাবদ্ধ হূদয়ের দুয়ার মুহূর্তেই খুলে দেয়। কবিগুরু রবিঠাকুর বলেছেন প্রেম হচ্ছে দুটি আত্মার নির্মল আত্মীয়তা । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে ভালোবাসা দু’জনের দেহকে দু’দিক থেকে আকর্ষণ করে মিলিয়ে দেয় সে ভালোবাসা নয়, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা। ইংরেজি সাহিত্যের কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র বলেছেন প্রেম চোখ দিয়ে দেখে না, হৃদয় দিয়ে অনুভব করে।
বেশ কিছুদিন আগে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্টে অপরাধ বিষয়ক সাপ্তাহিক অনুসন্ধানী অনুষ্ঠান তালাশ অনুষ্ঠানে দেখছিলাম সেখানে ভালোবাসাকে কিভাবে দেখে বিজ্ঞান ? বিজ্ঞান গবেষণা করে দেখেছে আসলে এটি হরমোনের খেলা। প্রেমে পড়লে মানুষের শরীরের ভেতরে বেশ কিছু রাসায়নিকের পরিবর্তন আসে যা কলকাঠি নাড়ে কয়েক ধরনের হরমোন। তাই হরমোন ভুমিকা মুখ্য ভূমিকা পালন করে। আর এই হরমোনে দ্বারা যারা বেশি প্রভাবিত হয়,তারাই হয়তো প্রেমের জন্য কিছু মহানুভবতা বা হিংস্রতাও হতে পারে। আবার অনেকটা অপরজনের প্রতি অনুভব করতে থাকে এমন কি খাওয়া ঘুমানো ভুলে যায়। প্রেমে পড়াটা একধরনে নেশায় আসক্ত হওয়ার মতো।
সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজকে ভালোবেসে কালের সাক্ষী প্রেমের নিদর্শন হিসাবে তাজমহল রেখেগেছেন। সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হয়েছে আগ্রার তাজমহল। তেমনি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় ভালোবাসার নিদর্শন প্রমাণদান করেছে বারহাট্টা উপজেলার একমাত্র ডিগ্রি কলেজটি। ঈদে দিন বিকেল বেলায় ভালোবাসার টানে বসেছিল ভালোবাসার মিলনমেলা। তরুণ-তরুণী, প্রেমিক-প্রেমিকারা বুঝিয়ে দিয়েছে প্রেম পবিত্র, প্রেম স্বর্গীয় প্রেম আছে, প্রেম থাকবে। সেই প্রেম হোক ভেজাল নির্ভেজাল।
©somewhere in net ltd.