![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#শুন-মন আর মেধা দিয়ে..
#দেখ-অন্তদৃষ্টি দিয়ে...
#বলো-প্রাণ খুলে...
#হাসো-উদ্ভাসিত হয়ে..
#কাঁদো-উজাড় করে..
#মিথ্যে কে ত্যাগ কর..
#সত্যকে আপন করো..
#যেখানে সব শেষ-সেখান থেকে যাত্রা শুরু কর।
#আশা করো না,অর্জন কর।
#অন্ধকার যত গভীর হবে,জেনো-আলো নিকটবর্তী।
#বিশ্বাস করো,অন্ধ বিশ্বাস নয়।
#দাও,পাওয়ার জন্য নয়।
#ভনীতা নয়,তোমার প্রকৃত রুপে অবস্থান করো।
#সবায় করে বলেই-তুমি ও করো না।
#ধর্ম বিশ্বাসী হও-ধর্মান্ধ না।
#নিজ'কে খোজ-কল্যানের মাঝে।
#ত্রুটি খোঁজ-নিজের।
#তৃপ্তি নাও-অন্য'কে আনন্দ দিয়ে।
#অপেক্ষায় থাকো-মৃত্যুর জন্য।
#বহন নয়-বর্জন কর।
#যুদ্ধ কর-তোমার চেয়ে সবলের সাথে।
#ক্ষমা করো-দূর্বল'কে।
#ভুল কর-দ্রুত স্বিকার করো।
#পাপ কর-প্রায়শ্চিত্ত ও করে নাও।
#নির্ভর কর-অন্যের উপর নয়।
#ভয় কর-শ্রষ্টা'কে।
#আপোষ কর-মঙ্গল এর সাথে।
#প্রতিবাদ কর-অন্যায়ের।
#ভালোবাস-সব টুকু ক্ষমতা দিয়ে।
#বাঁচো.......যত টুকু সময় বাকী রয়ে গেছে।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২
বিদ্রোহী বাঙালি বলেছেন: নীতিকথাগুলো ভালো লাগলো। তবে আফসোসের ব্যাপার কী জানেন, আমরা অনেকেই নীতিকথা বলতে উস্তাদ কিন্তু নিজের বেলায় এর কোন প্রয়োগ নাই। যা নিজে মেনে চলতে পারবো না, তা কেন অন্যকে উপদেশ দেবো, এটা আমি বুঝি না। আপনার নীতিকথাগুলো সবাই অনুধাবন করুক এটাই কাম্য।
#ভুল কর-দ্রুত স্বিকার করো
'ভুল কর' না বলে 'ভুল করলে' বলা উচিৎ। 'ভুল কর' বলতে ভুল করতে বলা হচ্ছে বুঝায়।
#পাপ কর-প্রায়শ্চিত্ত ও করে নাও।
এখানেও 'পাপ কর' না বলে 'পাপ করলে' বলা উচিৎ। 'পাপ কর' বলতে পাপ করতে বলা হচ্ছে বুঝায়।
#বাঁচো.......যত টুকু সময় বাকী রয়ে গেছে।
আমি হলে এখানে বলতাম, #বাঁচো- মাথা উঁচু করে।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
এমএম মিন্টু বলেছেন: সুন্দর হয়েছে
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
নির্বাক রাজপূত্র বলেছেন: ভালো লাগলো খুব