![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুশীল সমাজ প্রায় বলে থাকেন স্বাধীন মত প্রকাশ গনতন্ত্রের পূর্ব শর্ত। এই মতবাদ আংশিক সত্য হলেও পুরো সত্য নয়।
কেন ???
.
বলছি .........
.
মত প্রকাশের স্বাধীনতার নামে যা খুশী তা বলতে দেয়া বোঝায় না। যেমন "সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়।" এই বক্তব্যকে নানা জন নানা ভাবে তর্ক বিতর্কের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরতে পারে , কেউ বলতে পারে শীতের সময় সূর্য ঠিক পূর্বে নয় দক্ষিন পূর্ব কোনে উদিত হয়ে দক্ষিন পশ্চিম কোনে অস্ত যায়। আবার কেউ বলতে পারে বর্ষা ঋতু তে সূর্য উত্তর পূর্ব কোনে উদিত হয়ে দুপুরে ঠিক মাথার উপরে অবস্থান শেষে দক্ষিন পশ্চিমে অস্ত যায় । কেউ পৃথিবীর কক্ষপথ নিয়ে বলতে পারে। কিন্তু মুল কথা - তত্ব ঠিক রেখে , কেউ তো এটা বলতে পারেনা যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে পূর্ব দিকে অস্ত যায়। এটা বাস্তবতা বিবর্জিত কথা ।
>
এই ধরনের বাস্তবতা বিবর্জিত উলতা পাল্টা কথা বলতে দেয়ার নাম মত প্রকাশের স্বাধীনতা নয়। বরং এই ধরনের কথা বললে সাথে সাথে পাগলা গারদে ভর্তি করে সুশৃঙ্খল বিতর্কের পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে ই মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা যায়।
ঃ
কিছুদিন আগে একবার মাহমুদুর রহমান বলেছিল বাংলাদেশে যদি কোন সময় জামাত ক্ষমতায় আসে তখন রাজাকার হত্যার অপরাধে মুক্তিযোদ্ধাদের বিচার করবে। তার এই বক্তব্য কতটা গ্রহন যোগ্য? জামাত যদি ক্ষমতায় আসে ও কোন দেশের ক্ষমতায় আসবে? সেই দেশের সৃষ্টি কাদের দ্বারা হয়েছে? যাদের দ্বারা দেশ হয়েছে সেই দেশের ক্ষমতায় গেলেই দেশের স্রষ্টা কে অভিজুক্ত করতে পারবে? এই ধরনের পাগলামি করতে দেয়াকে মত প্রকাশের স্বাধীনতা বলে কিনা সেটা জ্ঞ্যান পাপীদের কাছে জিজ্ঞাসা।
>
সম্প্রতি লন্ডনে অবস্থান্ রত তারেক বলেছে শেখ মুজিবের কারনে পাকিস্তান এদেশে ৩০ লাখ লোক কে হত্যা করেছে । তাই গনহত্যার দায়ে শেখ মুজিবকে রাজাকার হিসেবে বিচার চেয়েছে।
এই ধরনের "সূর্য পশ্চিমে উদিত হয় " জাতীয় কথা বলতে দেয়ার নাম বাক স্বাধীনতা নয়। বরং এই ধরনের কথা বলার জন্য সংশ্লিষ্ট ব্যাক্তির মুখে স্কচ টেপ লাগিয়ে আওয়াজ বন্ধ করে সুস্থ পরিবেশ সৃষ্টি করার নাম মত প্রকাশের স্বাধীনতা।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
ঢাকাবাসী বলেছেন: এই যেমন আপনি আপনার ইচ্ছামত বলে গেলেন। কেউতো কিছু বলবেনা!
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৮
নিলু বলেছেন: যদি সত্য কথাকে স্কচ টেপ মারা হয় ?