নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ-য-ব-র-ল৭০

হ-য-ব-র-ল৭০ › বিস্তারিত পোস্টঃ

কোরানের কিছু ভালো আয়াত।মুমিনেরা কোরানের এই ভালো আয়াতগুলা কেন মাইনা চলে না?

২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৫

[সূরা বাক্কারাহ: আয়াত ২৭২] "তাঁহাদের হেদায়েতের দায়িত্ব আপনার উপর নয় বরং আল্লাহ-ই একমাত্র যিনি যাঁকে ইচ্ছা হেদায়েত দান করেন...।"[সুরা কাসাস: আয়াত ৫৬] "হে মুহাম্মদ, ......তুমি তাকে সৎ পথে আনতে পারবে না। একমাত্র আল্লাহ্ যাকে চাইবেন তাকে সৎপথে আনবেন।"[সুরা রা´দ: আয়াত ৪০] "(হে মুহাম্মদ), তোমার কাজ শুধু আল্লাহর বাণী পৌঁছে দেওয়া, আরবাকি হিসাবনিকাশ তো আমার কাজ।"[সূরা জ্বাছিয়াহ : আয়াত ১৪] "(হে মুহাম্মদ) বলুন, বিশ্বাসীদেরকে, তারা যেন তাদের ক্ষমাকরেন যারা আল্লাহর দিবসগুলোকে বিশ্বাস করে না ; যাতে আল্লাহ-ই মানুষকে তাদের ভালো ও খারাপের জন্য প্রতিদান দিতে পারেন।"[সুরা শুরা:আয়াত ৪৮] "হে মুহাম্মদ, আমি তোমাকে মানুষের নিয়ন্ত্রনকর্তা করে পাঠাইনি।আপনার একমাত্র কাজ আল্লাহর বাণী সরবরাহ করা।"[সুরা জিন: আয়াত ২১-২৩] "বলুন হে মুহাম্মদ, আমি তোমাদের সুপথে আনার মালিকনই।....বলুন, আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই আমার কাজ।"[সূরা আল-ইমরান : আয়াত ২০] " যদি তারা আপনার সাথে বিতর্ক করে ..... যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আপনার দায়িত্ব শুধু আল্লাহর বাণী পৌঁছে দেয়া। আর আল্লাহ্ তার বান্দাদের প্রতি সু-দৃষ্টি রাখেন।"[সূরা মূলক: আয়াত ২৬] "বলুন হে মুহাম্মদ, এ সম্পর্কিত সকল জ্ঞান একমাত্র আল্লাহরই আছে এবং আমি শুধু সাবধানকারী মাত্র।"[সূরা হজ্জ : আয়াত ৪৯] "বলুন হে মুহাম্মদ, আমি এসেছি তোমাদের কাছে শুধু একজন সাবধানকারী হিসাবে।"[সূরা গা-শিয়াহঃ আয়াত ২১-২২] "আপনি উপদেশ দিন, আপনার একমাত্র দায়িত্ব উপদেশসরবরাহ করা। আপনার কোন ক্ষমতা নাই তাদের উপর (আপনি তাদের দায়িত্ব প্রাপ্ত নন)।"[সূরা ফা-ত্বিরঃ আয়াত ৮-৯] "..... আল্লাহ যাকে চান বিভ্রান্ত করেন এবং যাকে চান সঠিক পথে পরিচালিত করেন। সুতরাং আপনি তাদের ব্যাপারে দুঃখ করে নিজেকে ধ্বংস করবেন না। যে যা কিছু করে আল্লাহ-ই ভাল জানেন।"[সূরা ইউনুছঃ আয়াত ১০০] "কোন ব্যক্তি ঈমান আনবে না যতক্ষন না আল্লাহ ইচ্ছা করবেন।"[সূরা দাহর : আয়াত ২৯] " নিশ্চয় এটা আমার তরফ থেকে উপদেশ, যে যেমন ভাবে চায় তাকে তার সৃষ্টিকর্তার পথ পছন্দ করতে দেওয়া হোক।"[সূরা দাহর : আয়াত ৩০] "আর আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের মনের কোন ইচ্ছা কার্যকর হবে না। নিশ্চয় আল্লআহ্ মহাজ্ঞানী, বিজ্ঞ।"[সূরা মুযাম্মিল: আয়াত ১৯] "আল্লাহর তরফ থেকে এটা উপদেশ, যার যেমন ইচ্ছা, সে তার সৃষ্টিকর্তার পথ অনুসরণ করুক।"[সূরা মুদ্দাচ্ছির : আয়াত ৩৮] "প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কাজের জন্য দায়ী হবে।"[সূরা ইউনুছ : আয়াত ৯৯] " যদি আল্লাহ চাইতেন তবে পৃথিবীর সকল মানুষ ঈমান আনতো। তবে হে (মুহাম্মদ) আপনি কি তাদেরকে ঈমান আনতে বাধ্য করবেন?"[সূরা কাহ্ফ : আয়াত ২৯] "বলুন, সত্য আল্লাহর থেকে এসেছে, যার ইচ্ছা বিশ্বাস করুক আর যার ইচ্ছা অ-বিশ্বাস করুক.......।"[সূরা বাকারা : আয়াত ২৫৬] " ধর্মের ব্যাপারে কোন জোর জবরদস্তি নাই; নিশ্চই সঠিকপথ ভুল পথের থেকে পৃথক। যে ব্যক্তি শয়তানকে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে সে এমন শক্ত হাতল ধরল যা ভাঙ্গবার নয়। আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।"[সূরা কাফিরুন : আয়াত ৫-৬] "আর তোমরাও তার ইবাদত কর না যার ইবাদত আমি করি। তোমার ধর্ম তোমার জন্য এবং আমার ধর্ম আমার জন্য।"[সূরা মুদ্দাচ্ছির আয়াত : ৩৫-৩৭] "জাহান্নাম মানুষের জন্য ভীতি প্রদানকারী। প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের মধ্যে যে চায় অগ্রগামী হবে বা যে চায় পেছনে থাকতে তার জন্যও।"[সূরা ফুরকান : আয়াত ৫৬] " হে মুহাম্মদ আপনি বলুন, আমি আপনাকে শুধু সু-সংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। বলুন, আমি এজন্য কোন পুরষ্কার চাইনা । শুধু এটুকু চাই যে, যে চায় সে তার সৃষ্টিকর্তার পথ অনুসরণ করুক।"

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৮

হানিফঢাকা বলেছেন: Nice writing. Thanks for quoting some verse from Quran. One request, plz change the subject heading "কোরানের কিছু ভালো আয়াত।মুমিনেরা কোরানের এই ভালো আয়াতগুলা কেন মাইনা চলে না?"

The underline portion may implies the Quran also have some worse verse, though I believe you don't mean that. But anyway, it is highly confusing, and requesting to change.

২| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

হ-য-ব-র-ল৭০ বলেছেন: Good and worse are available in every stage of the universe. you will see many harmful and distructive verse on the next post. Thanks a lot.

৩| ২০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৫

হানিফঢাকা বলেছেন: Am waiting for it anxiously

৪| ২১ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৬

মাঘের নীল আকাশ বলেছেন: পরের পোস্টের অপেক্ষায়...+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.