নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এপিগ্রাম ইন "অন্যভুবন"

১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১:২১

বইয়ের নাম : অন্যভুবন
লেখক : হুমায়ূন আহমেদ
লেখার ধরন : মিসির আলি বিষয়ক উপন্যাস

১। ভালো মানুষগুলি একটু পাগল পাগল হয়ে থাকে।

২। শখের ব্যাপারে কোন রকম বাধ্যবাধকতা থাকা উচিত নয়।

৩। কত বিচিত্র স্বভাবের মানুষ আছে এই পৃথিবীতে।

৪। পৃথিবীর নিয়মই হচ্ছে ক্ষমতাবানকে ভয় করা।

৫। অর্থের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা।

৬। যারা বুদ্ধিমান তারা কিছুটা অহংকারী হয়, এটা দোষের কিছু না। যে জিনিস তোমার নেই সেটা নিয়ে অহংকার কারটাই দোষের।

৭। যে জিনিস হঠাৎ আসে সে জিনিস হঠাৎই যায়।

৮। একজন ভাল শিক্ষক একজন মনযোগী ছাত্রকে খুব সহজেই চিনতে পারে।

৯। জীবন এত ছোট অথচ কত কিছু আছে জানার।

১০। আলোতে আমরা অনেক কথা বলতে পারি না। অন্ধকারে সেগুলি সহজেই বলে ফেলতে পারি।


হুমায়ূন আহমেদের বইগুলির সবচেয়ে আকর্ষণীয় দিক যেটা আমার কাছে মনে হয় তা হচ্ছে “এপিগ্রাম”। বই পড়ার সময় এপিগ্রাম গুলি সহজাত ভাবেই আমার চোখে পড়ে, আর সেগুলিকে আলাদা করে টুকে রাখাটা আমার স্বভাব। শত শত বইয়ের এপিগ্রাম দুটি ডায়রিতে লেখা আছে। এখনও বই পড়ার সময় এই অভ্যাস নিরবে কাজ করে যায়। তারই ফল এই লেখাগুলি। ==================================================================

আমার লেখা অন্যান্য এপিগ্রাম সমূহ:
১৯৭১ - হুমায়ূন আহমেদ
অচিনপুর - হুমায়ূন আহমেদ
অয়োময় - হুমায়ূন আহমেদ
অদ্ভুত সব গল্প - হুমায়ূন আহমেদ
অনিল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
অনীশ - হুমায়ূন আহমেদ
অন্যদিন - হুমায়ূন আহমেদ
আজ দুপুরে তোমার নিমন্ত্রণ - হুমায়ূন আহমেদ
হিমু এবং একটি রাশিয়ান পরী - হুমায়ূন আহমেদ

ভয়ংকর সুন্দর (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
মিশর রহস্য (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় আতঙ্ক (কাকাবাবু) - সুনীল গঙ্গোপাধ্যায়

ক্লিওপেট্রা - হেনরি রাইডার হ্যাগার্ড
কালো বিড়াল - খসরু চৌধুরী

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪২

নেওয়াজ আলি বলেছেন: সোনালি দিন ফিরে আসবে। আপনি পগলা জগাই । বার রকমের মানুষ নিয়ে দুনিয়া

১৩ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ফিরে আসুক সোনালী দিন।

২| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অর্থের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। ঠিক

১৩ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: পোষ্ট টি পড়ে ভালো লাগলো।

১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: তিনি সত্য কথা গুলো বলে দিতে পারতেন।

১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন।

৫| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৭

ঢুকিচেপা বলেছেন: সবগুলোই সঠিক।

শুভেচ্ছা রইল।

১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৫১

আকিব ইজাজ বলেছেন: সুন্দর অনুধাবন, সেই সাথে আপনার বই পড়ার অভ্যাসটিও দারুণ।

শুভকামনা জানবেন

১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৭| ১৩ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৭

ফুয়াদের বাপ বলেছেন: বইয়ে গুরত্বপূর্ন কিছু টুকে রাখা বা আন্ডারলাইন করা খুবই ভালো অভ্যাস। আর আপনি যেটা করেছেন তাতো অসাধারন কাজ। এপিগ্রাম আলাদা করে ডায়েরীতে টুকে রেখেছেন। আপনার লেখা বহুবছর ধরে পড়ি ব্লগ/ফেবুতে। নিরবে শিখে যাই অনেক কিছু। ধন্যবাদ আপনার অনবদ্য পরশ্রমী লেখনীর জন্য।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য আর মতামতের জন্য অশেষ ধন্যবাদ রইলো।
পরিশ্রমের তেমন কিছু নাই। বসটাই লেখা আছে, এখন শুধু সাজিয়ে তুলে নেয়া। তারপরও নানান ভুল থেকে যায়।
আমার লেখা পড়েন জেনে খুব ভালো লাগছো।
শুভকামনা রইলো। ভালো থাকবেন সব সময়।

৮| ১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর সংরহ, সুন্দর শেয়ার ।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ১৪ ই জুলাই, ২০২০ রাত ১২:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিষাদ নামে ওনার কোনও গল্প আছে নাকি?

১৪ ই জুলাই, ২০২০ রাত ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: আছে।
নিষাদ মিসির আলি বিষয়ক উপন্যাস। সেখানে একটি যুবকের প্যারালাল জগৎতে হঠাত করে চলে যাওয়া সম্পর্কে প্যাচালো কাহিনী আছে।

১০| ১৪ ই জুলাই, ২০২০ সকাল ৮:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৯৮৭ সালের দিকে সম্ভবত এটা একটা পত্রিকায় পড়েছিলাম। ভালো করে মনে নাই। শুধু মনে আছে যে এটা একটু প্যারা নরমাল টাইপের ছিল। আমি ১৯৮৫ সালের দিকে হুমায়ূন আহমেদের লেখা সম্পর্কে জানতে পারি।

১৪ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এ্যা......
৮৫ সালে আমি স্কুলেও যাই না মনে হয়!!!
এই টাইপের লেখাগুলি আমার বেশ পছন্দেরে। আরো ভালো লাগে সাইন্সফিকসন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.