নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ১ম খণ্ড : পর্ব - ০৬

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৬

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

১ম খণ্ড প্রকাশ হয় ১৮১৫ সালে। ১ থেকে ৯০ পর্যন্ত মোট ৯০ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডে সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৫১

Scientific Name : Patersonia glabra
Common Name : Patersonia
বাংলা নাম : (জানা নাই।)



৫২

Scientific Name : Crinum pedunculatum
Common Name : Crinum, Botany-bay lily
বাংলা নাম : সুখদর্শন



৫৩

Scientific Name : Rosa provincialis
Common Name : Rose
বাংলা নাম : গোলাপ



৫৪

Scientific Name : Viola altaica
Common Name : Violet tartarian
বাংলা নাম : (জানা নাই।)



৫৫

Scientific Name : Dahlia superfiua
Common Name : Dahlia, crimson fertile-rayed
বাংলা নাম : ডালিয়া



৫৬

Scientific Name : Campanula pentagonia
Common Name : Five-angled Bell-flower
বাংলা নাম : (জানা নাই।)



৫৭

Scientific Name : Campanula anrea
Common Name : Golden Bell-flower
বাংলা নাম : (জানা নাই।)



৫৮

Scientific Name : Calotropis gigantea
Common Name : Calotropis
বাংলা নাম : আকন্দ



৫৯

Scientific Name : Passiflora holosricea
Common Name : Passionflower
বাংলা নাম : বুনো ঝুমকালতা ফুল



৬০

Scientific Name : Lobelia splendens
Common Name : Lobelia, shining
বাংলা নাম : (জানা নাই।)

=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ১ম খণ্ড
১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, #

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: আকন্দ যে ফুলের নাম তা আজ জানতে পারলাম।

২৪ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আকন্দ তো অতি কমন ফুল! গ্রাম শহর প্রায় সব যায়গাতে দেখতে পাওয়া যায়।

২| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: ৬০ নং বাংলা নামটা গুগল করলে পাওয়া যাবে না?

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি পেয়েছেন নাকি?

৩| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ২:১৯

নেওয়াজ আলি বলেছেন: মনোরম

২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.