নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাখ-পাখালি - ০৭

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২৩

চড়াই বা চড়ুই বা গৃহস্থালির চড়াই



Common Name : Sparrow, Old World sparrows, true sparrows

একটি সুপরিচিত পাখি। এরা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরাজি নাম হাউস স্প্যারো অর্থাৎ "গৃহস্থালির চড়াই"। পৃথিবীতে মোট ৪৮ প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায়।



পুরুষ-স্ত্রী চড়ুই দেখতে আলাদা। পুরুষ পাখিটি দেখতে বেশি সুন্দর এবং সে বেশি গান গায়।

এরা ৪ থেকে ৬ টি ডিম পাড়ে। ছানা ফুটতে সময় লাগে প্রায় ১৩ দিন। ছানারা উড়তে শিখলে বড়দের সঙ্গে মাঠে খাবার খেতে যায়। মাটি থেকে পোকামাকড় শস্য খুঁটে খায়।



প্রজনন মৌসুমে পাতি চড়ুই খড়কুটো, কাঠি, শুকনো ঘাস, পালক দিয়ে মানুষের ঘরে বাসা বানায়। বাসা তৈরি হলে পুরুষটি সুরেলা কণ্ঠে গান গায়। বাচ্চা ফুটলে দু’জনেই তাদের লালন-পালন করে।




প্রতিবছর ২০ মার্চ পৃথিবীব্যাপী পালিত হয় বিশ্ব চড়ুই পাখি দিবস।
সূত্র : উইকি পিডিয়া

ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০৫/২০১৬ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাখ-পাখালি - ০১, পাখ-পাখালি - ০২, পাখ-পাখালি - ০৩, পাখ-পাখালি - ০৪, পাখ-পাখালি - ০৫
পাখ-পাখালি - ০৬, পাখ-পাখালি - ০৭, পাখ-পাখালি - ০৮, পাখ-পাখালি - ০৯ পাখ-পাখালি - ১০
পাখ-পাখালি - ১১, পাখ-পাখালি - ১২, পাখ-পাখালি - ১৩, পাখ-পাখালি - ১৪, পাখ-পাখালি - ১৫
পাখ-পাখালি - ১৬, পাখ-পাখালি - ১৭, পাখ-পাখালি - ১৮, পাখ-পাখালি - ১৯, পাখ-পাখালি - ২০
পাখ-পাখালি - ২১, পাখ-পাখালি - ২২, পাখ-পাখালি - ২৩, পাখ-পাখালি - ২৪, পাখ-পাখালি - ২৫
পাখ-পাখালি - ২৬

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


দেশে চড়ুই কমছে, নাকি বাড়ছে?

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কমছে, বিশেষ করে শহরে আগে এদের খুব দেখা যেতো, এখন কমেছে।

২| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:২৪

নেওয়াজ আলি বলেছেন: ছবি এডিট করলেন কেন। চড়ুই এখনো পরের ঘরে থাকে

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: সব ছবিইতো এডিট করা!!
পরের ঘরে থাকাই ওদের নিয়োতি।

৩| ৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৯

ওমেরা বলেছেন: চড়ুই পাখি সম্পর্কে জেনে ভালো লাগলো। আমাদের এখানে সামারে ছোট বড় অনেক ধরনের পাখি দেখা যায় চড়ুই পাখি তো দেখলাম না! হয়ত বা দেখেছি খেয়াল করি নাই ।

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: পরের বার খুব খেয়াল করে দেখবেন।

৪| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন:

লেন্সের অভাবে আমি কখনও পাখির ছবি তুলতে পারি নি। শেষে একদিন এক বন্ধুর কাছ থেকে লেন্স ধার নিয়ে ছবি তুলতে বের হয়েছিলাম। সদিন শুধু মাত্র এই একটি ছবিই তুলেছিলাম। হুট করে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল।

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও একই দশা। লেন্সের অভাবে পাখিদের ছবি তোলা হয় না। লেন্স থাকলেও ভালো ছবি তুলতে পারতাম কিনা যথেষ্ট সন্দেহ আছে।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪১

দারাশিকো বলেছেন: কিছুদিন আগে ঘরের বাথরুমের জানালায় চড়ৃই বাসা বানালো। তারপর ডিম দিলো, বাচ্চাও ফুটলো। একদিন দেখি একটা বাচ্চা নীচে পড়ে গেছে, তুলে দিয়ে প্রটেকশন দিলাম, যেন পড়ে না যায়। তারপর গেলাম বাড়িতে, চার-পাঁচদিন বাদে ফিরে দেখি বাথরুমে দুটো চড়ুই - উড়তে পারে না বলে জানালা পর্যন্ত পৌছাতে পারেনি। একটাকে সহজেই ধরা গেল, অন্যটাকে বেশ কষ্ট করে ধরতে হলো। দুটোকেই বাসায় তুলে দিয়ে দেখি আরও একটা নীচে মরে পড়ে আছে। তাই দেখে আমার ছোট মেয়ের সে কি কান্নাকাটি - ঘন্টা কয়েক। :(

১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ছোট বোনের বাসায় কয়েক বছর আগে বিদ্যুতে লাইনের বক্সের মধ্যে একটি আর এসির পিছনে একটি বাসা তৈরি করে ডিম-বাচ্চা করেছে। বিদ্যুতের বাক্স থেকে মাঝে মাঝে একটি দুষ্ট বাচ্চা পরে যেতো, ওরা তুলে তুলে দিতো বাসায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.