নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রবিবাবুর চন্দ্রকণা - ০২

১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৫

আমার ধারনা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখেন নি।
কত-সহস্র কবিতা উনি লিখেছেন!!
কয়েক দিন ধরে চাঁদ নিয়ে ঘাটাঘাটি করার সময় হঠাৎ মাথায় এলো বরিবাবুর কি কি ছড়া-কবিতা-গানে চাঁদের উপস্থিতি আছে তা খুঁজে দেখি।




আমি কবিতা ফ্রেন্ডলি লোক নই, তাই মানুষের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো ফলাফল দেখে আমার মাথায় চাঁদ ভেঙ্গে পড়েছে

সেই ভাঙ্গা চাঁদের ১০টি টুকরো আপনাদের জন্য আজকে রইলো এখানে।



১১।
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥



১২।
হাজার হাজার বছর কেটেছে, কেহ তো কহে নি কথা--
ভ্রমর ফিরেছে মাধবীকুঞ্জে, তরুরে ঘিরেছে লতা,
চাঁদেরে চাহিয়া চকোরী উড়েছে, তড়িৎ খেলেছে মেঘে,
সাগর কোথায় খুঁজিয়া খুঁজিয়া তটিনী ছুটেছে বেগে।



১৩।
না জানি সে কবি জগতের কোণে কোথা ছিল দিবানিশি,
লতাপাতা চাঁদ মেঘের সহিতে এক হয়ে ছিল মিশি!
ফুলের মতন ছিল সে মৌন মনের আড়ালে ঢাকা,
চাঁদের মতন চাহিতে জানিত নয়ন স্বপনমাখা।



১৪।
একদা ফাগুনে সন্ধ্যাসময়ে সূর্য নিতেছে ছুটি,
পূর্ব গগনে পূর্ণিমা চাঁদ করিতেছে উঠি-উঠি,



১৫।
এ কথা কে কবে স্বপনে জানিত, আকাশের চাঁদ চাহি
পাণ্ডুকপোল কুমুদীর চোখে সারা রাত নিদ নাহি।



১৬।
চকোরী ফুকারি কাঁদে, ওগো পূর্ণ চাঁদ,
পণ্ডিতের কথা শুনি গনি পরমাদ!
তুমি নাকি একদিন রবে না ত্রিদিবে,
মহাপ্রলয়ের কালে যাবে নাকি নিবে!
হায় হায় সুধাকর, হায় নিশাপতি,
তা হইলে আমাদের কী হইবে গতি!
চাঁদ কহে, পণ্ডিতের ঘরে যাও প্রিয়া,
তোমার কতটা আয়ু এসো শুধাইয়া।



১৭।
কৃষ্ণপক্ষে আধখানা চাঁদ
উঠল অনেক রাতে,
খানিক কালো খানিক আলো
পড়ল আঙিনাতে।
ওরে আমার নয়ন, আমার
নয়ন নিদ্রাহারা,
আকাশ-পানে চেয়ে চেয়ে
কত গুনবি তারা।



১৮।
আজিকে এই খণ্ড চাঁদের
ক্ষীণ আলোকের 'পরে
ব্যাকুল হয়ে অশান্ত প্রাণ
আঘাত করে মরে।
কী লুকিয়ে আছে ওরে,
কী রেখেছে ঢেকে--
কিসের কাঁপন কিসের আভাস
পাই যে থেকে থেকে।



১৯।
ওই ভাঙল হাসির বাঁধ।
অধীর হয়ে মাতল কেন পূর্ণিমার ওই চাঁদ॥
উতল হাওয়া ক্ষণে ক্ষণে মুকুল-ছাওয়া বকুলবনে
দোল দিয়ে যায়, পাতায় পাতায়, ঘটায় পরমাদ॥



২০।
ঢাল! ঢাল চাঁদ! আরো আরো ঢাল!
সুনীল আকাশে রজতধারা!
হৃদয় আজিকে উঠেছে মাতিয়া
পরাণ হয়েছে পাগলপারা!
গাইব রে আজ হৃদয় খুলিয়া
জাগিয়া উঠিবে নীরব রাতি!
দেখাব জগতে হৃদয় খুলিয়া
পরাণ আজিকে উঠেছে মাতি!
হাসুক পৃথিবী, হাসুক জগৎ,
হাসুক হাসুক চাঁদিমা তারা!


আগামী পর্বে আরো ১০টি চন্দ্র পংক্তি থাকবে।

=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
রবিবাবুর চন্দ্রকণা - ০১

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২১

ফয়সাল রকি বলেছেন: চন্দ্রকথা!

১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: চন্দ্রকাব্য

২| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: রবী বাবুর চেয়ে চন্দ্রের প্রতি দুর্বতা বেশি ছিলো হুমায়ূন আহমেদের।

১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: তা ছিলো, বিশেষ করে জোছনার প্রতি।

৩| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০২

মিরোরডডল বলেছেন:



পাগলা, নভেম্বর ইজ স্পেশাল কারণ এ মাসে দুটা পূর্ণিমা পেয়েছি । ৩১ অক্টোবর রাত ১.৪৯ ফুল মুন যেটা ছিলো অফিসিয়ালি ১ম নভেম্বর আর নেক্সট ওয়ান ৩০ নভেম্বর ৮.২৯ । শেষেরটা কান্ট্রিতে গিয়ে সেলিব্রেট করেছিলাম । যদি ওয়েদার ভালো থাকে, নেক্সট পাহাড় চুড়ায় যাবো ।


১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশের হিসাবে অক্টোবরে আমরা ২টা পূর্নিমা পেয়েছি।
৩১ তারিখ রাত সাড়ে আটার সময় মনে হয় পূর্ণিমা ছিলো।
আপনার জন্য শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.