নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজার ভ্রমণ ২০২০ : টেকনাফ সমূদ্র সৈকত

০২ রা জুলাই, ২০২১ রাত ১১:২৪


ঘোষণা : এই লেখাটিতে ৩০ টি ছবি ব্যবহার করা হয়েছে, ফলে ছবিগুলি লোড হতে কিছুটা সময় লাগবে।

কক্সবাজার ভ্রমণ ২০২০ এর যাত্রা শুরু ২৮শে সেপ্টেম্বর ২০২০ বাংলাদেশ বিমানের দুপুর ২টার ফ্লাইটে। ঢাকা থেকে রওনা হয়ে ৪০ মিনিটে প্লেন থেকে পাখির চোখে দেখা অপরূপ দৃশ্যের স্বাদ নিতে নিতে আমরা ৪ জন পৌছে যাই কক্সবাজার এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি ইজিবাইক ভাড়া করে চলে আসি কক্সবাজারের লাবনী পয়েন্টের কল্লোল হোটেলের রেস্টুরেন্ট কাশুন্দি-তে। এখানে দুপুরের খাবার খেয়ে পাশেই হোটেল অভিসারে উঠে আসি। তারপর চলে যাই সাগর সৈকতে প্রথম দিনে সূর্যাস্ত দেখবো বলে। বিকেল আর সন্ধ্যেটা কাটে সাগর পারে ভাড়া করা বিচ চেয়ারে আয়েসী আলসেমীতে চারধার দেখতে দেখতে।

পরদিন ২৯ সেপ্টেম্বরে সকালে নাস্তা সেরে চলে আসি সাগর পারে। শুরু হয় কক্সবাজার ভ্রমণ ২০২০ এর দ্বিতীয় দিনের সমূদ্র স্নান। অনেকটা সময় নিয়ে চলে সমূদ্র স্নান আর ছবি তোলা। সমূদ্র স্নান শেষে হোটেলে ফিরে দুপুরে লাঞ্চ শেষে আমরা বেড়াতে যাই রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের রঙ্গীন মাছের দুনিয়ায়। বেশ কিছুটা সময় নিয়ে নানান প্রজাতির মাছ দেখা শেষে সেখান থেকে বেরিয়ে চলে যাই পুরনো বার্মীজ মার্কেটের পিছনে অবস্থিত আগ্গ মেধা বৌদ্ধ ক্যাং দেখতে।

৩০ সেপ্টেম্বর সকালের নাস্তা সেরে বেরিয়ে পরি সারাদিনের জন্য বেড়াতে। সম্ভবতো ১,২০০ টাকায় একটি সিএনজি ভাড়া করি সারা দিনের জন্য। রুট প্লান হচ্ছে কক্সবাজার > রামু > ইনানী > কক্সবাজার

প্রথমেই দেখে নেই অতি পুরনো কক্সবাজার বিজিবি ক্যাম্প মসজিদ। সেখান থেকে চলে যাই রামুতে ভুবন শান্তি ১০০ সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি দেখতে। বিশাল বুদ্ধমূর্তি দেখা শেষে সেখান থেকে আমরা রামু কেন্দ্রীয় সীমা বিহার পৌছে সেখানে কিছুটা সময় কাটিয়ে চলে যাই লামাছড়ার রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার দেখতে। বনাশ্রম দেখা শেষে আমারা চলে যাই প্রবাল পাথরের ইনানী সমূদ্র সৈকত। ইনানী বেড়িয়ে ফেরার পথে দেখতে পাই হিমছড়ি বন্ধ আছে করোনার কারণে, একই কারণে বন্ধ হয়ে আছে দড়িয়া নগরও। তাই ফিরে আসি কক্সবাজারে নিজেদের হোটেলে। ততোক্ষণে দুপুর গড়িয়ে গেছে। আকাশে মেঘেদের আনাগোনা গেছে বেড়ে। গোমড়া মেঘেরা ঝিরি ঝিরি বৃষ্টি ঝরাতে শুরু করেছে। সেই ঝিরঝিরি বৃষ্টিতে ভিজে শেষ বিকেলে চললো সমূদ্র স্নান।


১লা অক্টোবর সকালের নাস্তা সেরে বেরিয়ে পরি সারাদিনের জন্য বেড়াতে। তখন ঘড়িতে সকাল সাড়ে এগারোটা। যাবো আমরা টেকনাফ। ইচ্ছে আছে টেকনাফ সৈকত, শাহাপরীর দ্বীপ, মাথিনের কুপ এগুলি দেখে সন্ধ্যার আগেই ফিরে আসবো কক্সবাজারে। ডলফিন মোড় থেকে প্রাইভেট কার ছেড়ে যায় চারজন যাত্রী নিয়ে মেরিন ড্রাইভ ধরে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত। ভাড়া জন প্রতি ৩০০ করে চার জনের ১২০০ টাকা।



আমি ১,১০০ টাকায় রিজার্ভ নিয়ে নিলাম। যারাই মেরিন ড্রাইভে যাবেন তারা অবশ্যই সাথে ন্যাশনাল আইডি কার্ড সাথে রাখবেন। পথে দুই থেকে তিন যায়গায় আর্মি চেক হয়। সেখানে ন্যাশনাল আইডি কার্ড দেখাতে হয়। কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন, কেনো যাচ্ছেন, কখনো ফিরবেন, সাথে কে-কে আছে ইত্যাদি সাধারণ প্রশ্নগুলি করে। ঘাবরানোর কিছু নেই।

মেরিন ড্রাইভের এই প্রাইভেট কার সার্ভিসের কথা আমার আগে জানা ছিলো না। আগে জানা থাকলে ট্যুর প্লানটা অন্যভাবে সাজাতাম। গত কালের ভ্রমণের কস্ট-কষ্ট-সময় অনেকটাই কমে যেতো তাহলে।



















যাইহোক, আমরা মেরিনড্রাইভ ধরে এগিয়ে চলি দড়িয়া নগর, হিমছড়ি, ইনানী পেরিয়ে টেকনাফের পথে। যদিও এই গাড়ি আমাদের নিয়ে যাবার কথা টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত, তবে আমরা সেই পর্যন্ত যাবো না। আমরা নেমে যাবো টেকটাফ সৈকতে। পথে কয়েকবার চেক পোস্টে গাড়িটিকে থামতে হলো। তেমন কোনো সমস্যা ছাড়াই এগিয়ে এলাম আমরা। পথে থেমে কিছু ছবিও তোলা হলো।











পথে এই মেঘ-এই রদ্দূরের খেলা চললো। কয়েকবার মেঘেদের মায়া কাটিয়ে শীতল ফোঁটায় বৃষ্টিরা নেমে এলো পথ ভিজিয়ে দিতে। এই পথ যেমন ভালো তেমনি এই পথের পশ্চিম পাশে সমূদ্রের ধার ঘেসে বিচিত্র কর্মকান্ড আর জীবনের ছোঁয়া। এই সব দেখতে দেখতে এক সময় আমরা পৌছে গেলাম টেকনাফ সৈকতে।























আকাশে তখন মেঘেদের আধিপত্য শেষ হয়েছে, চকচকে রোদ উঠেছে। বৃস্তিন্য সৈকতে আমরা ছাড়া আর একজনও পর্যটক নেই। অল্প কয়েকজন জেলে তাদের নিত্যদিনের কাজে ব্যস্ত শুধু।























আমরা এগিয়ে গেলাম জলের দিকে। সৈকতে প্রচুর মৃত শিমুক আর ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন তাদের আকারে ভিন্নতা তেমনি তাদের রংয়ের বাহার। বাচ্চা ছোটাছুটি করে কুড়িয়ে নিচ্ছে পছন্দ মতো। আমিও খুঁজে দিচ্ছি ওদের মাঝে মাঝে।



















এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায় নির্জন এই সৈকতে।

সৈকত থেকে পথে উঠে এসে একটি ইজিবাইক ভাড়া করি। এটিতে করে প্রথম আমরা যাবে মেরিন ড্রাইভের শেষ মাথায় সাবরাং জিরো পয়েন্টের কাছে। লোকালয় এবং জেলেদের আনাগোনার স্থান থেকে এটি একটু দূরে এবং বেশ নির্জন হওয়ায় যায়গাটি আমার কাছে খুব একটা সেইফ মনে হয়নি।












তাছাড়া চলতি পথে ছোট্ট একটি দূর্ঘটনা ঘরে যায়। আমার বড় মেয়ের জামার এবং জামার হাতার নেটের ঝুল অংশটি ইজিবাইকের সাথে পেঁচিয়ে যায়। ওর চিৎকারে ড্রাইভার চাচা মিয়া গাড়িটি সময় মত থামিয়ে ফেলায় আমার মেয়ে কোনো আঘাত পায়নি। তবে জামার হাতা ও ঝুলের অংশটি ছিড়ে যায়।
সব কিছু মিলিয়ে আমরা ঐখানে তাই সময় না কাটিয়ে উলটে ফিরে আসি। আমাদের এর পরের গন্তব্য মাথিনের কুপ। দেখা হবে সেখানে আগামী পর্বে।

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২১ রাত ১১:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি খুব সম্ভব তিন কন্যার জনক। বড় কন্যার ইজি বাইকের দুর্ঘটনা’র কথা শোনে মন খারাপ লাগছে। ইজি বাইকে এমন ঘটনা প্রচুর। আপনার ছবি খুবই সুন্দর হয়েছে। ৩০টি ছবির জন্য ৩০টি ধন্যবাদ আপনি প্রাপ্য।

০৩ রা জুলাই, ২০২১ রাত ১২:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমি ২ কন্যার পিতা।
বড় কন্যা এই জুলাইয়ে ক্লাস ফাইভে ভর্তি হবে, ছোট জন নার্সারিতে ভর্তি হবে।

২| ০৩ রা জুলাই, ২০২১ সকাল ৯:৫৪

ইসিয়াক বলেছেন: চমৎকার ছবিগুলো।
মুগ্ধ হলাম।

০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১২:৫৮

নিয়াজ সুমন বলেছেন: শোকরিয়া যে বড় কোন দুর্ঘটনা হয়নি। সবাই নিরাপদে ভ্রমন শেষ করে এসেছেন।
সবগুলো ছবি অর্পূব।

০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, আল্লাহর রহমতে বড় কোনো দূর্ঘটনার হাত থেকে রেহায় পেয়েছি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৩:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার তোলা ছবি গুলো অনেক সু্ন্দর হয়।

০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৩:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও মূল্যায়নের জন্য।

৫| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:১৪

হাবিব বলেছেন: আপনি কোন ক্যামেরায় ছবি তুলেন? কি লেন্স ব্যবহার করেন ?

০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এখানে শেষ ৩টা সহ মোট ৪টা ছবি তুলেছি মোবাইল দিয়ে। Xiaomi Redmi Note 5 মোবাইল আমার।
বাকি ছবি তুলেছি NIKON D3400 ক্যামেরা দিয়ে। ক্যামেরা 18-200mm tamron lens ব্যবহার করি। লেন্সটির মটরে সমস্যা আছে।
ছবিগুলি লাইট রুম ব্যবহার করে কিছুটা ঘষামাজা করে নেই।

৬| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:১৬

হাবিব বলেছেন: ছছবিগুলো চমৎকার!!!

০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য প্রিয় হাবিব স্যার ।

৭| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:০২

জুন বলেছেন: লোড হতে আসলেই অনেক সময় লাগলো জলদস্যু ? সাইজ কত দিয়েছেন ? অনেক সুন্দর ছবি আমার বহুবার দেখা কক্সবাজার টেকনাফকে আবার দেখলাম । এখন দেখেন চলন্ত গাড়ি থেকে শাপলাপুর যাওয়ার পথে এক খাড়ির পাশে

০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক সময়তো লাগার কথা না!!
কোনো ছবিও সম্ভবতো ২০০ কিলোবাইটের উপরে নাই!!!
কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ধরে টেকনাফের পথে গেলে অনেক কিছুর দেখা মেলে।
বছরে একবার ঐপথে একটা হাঁটার ক্যাম্পিং হয়, সম্ভবতো ৩ দিনের। যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া হয়ে উঠে নাই।

৮| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছবি ।

০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৯| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১১:৪৪

মোঃমোজাম হক বলেছেন: বলতেই হচ্ছে, ছবি তোলায় আপনি সিদ্ধহস্ত।চমৎকার ছবি

০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বেড়াতে গেলে প্রচুর ছবি তুলি, কারণ ছবি তুলতে এখন খরচ হয় না।
অনেক ছবি তোলার কারণে দুই একটা ছবি ভালো উঠে যায়। তারপরেও যেটুকু বাকি থাকে সেটুকু লাইট রুমে নিয়ে ঘষামাজা করে নেই। আসলে তেমন ভালো ছবি আমি তুলতে পারি না।

১০| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ১:৪৭

হাবিব বলেছেন: লাইটরুম কি পেইড ভার্সন ব্যবহার করেন? ছবির সাইজ এমন বড় বড় করেন কিভাবে?

০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ২:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: না, আমি টাকা খরচ করে কোনো সফওয়ার ব্যহার করার মতো দক্ষ নই। ফ্রীতেই কাজ চলে যায়। ফটোশপ ব্যবহার করতে পারলে আরো ভালো হতো। পারি না।


ছবি বড় করতে প্রথমে ছবিগুলি অন্য ইমেজ হোস্টে আপলোড দেই। পরে সেই ছবির লিংক সামুতে ব্যবহার করি।

১১| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ২:২৭

হাবিব বলেছেন: লাইটরুম পিসি তে ইউস করেন? কোন সাইটে আপলোড দেন? আমাকে শিখান প্লিজ।

০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী লাইটরুম পিসি ব্যবহার করি।
imgur.com এ ছবি আপলোড করি।
ঔখানে গিয়ে চেষ্টা করেন। না বুঝলে আমার ফেইসবুকে নক করবেন, শিখিয়ে দিবো।

১২| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৩:১৬

হাবিব বলেছেন: আপনাকে এফবিতে কিভাবে পাবো?

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এইখানে পাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.