নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা প্রাচীন মন্দির সমগ্র - ০২

১১ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪০

দেশের প্রাচীন স্থাপত্য নিদর্শন দেখার একটা শখ আমার আছে। আমাদের দেশের প্রাচীন স্থাপত্যের মধ্যে "মন্দির" গুলি বেশ আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বটে। বেশ কিছু প্রাচীন মন্দির দেখার সুযোগ হয়েছে আমার। আমার দেখা প্রাচীন মন্দির গুলির ৫টি ছবি রইলো এখানে।

০০৬ : চিনিশপুর শ্রী শ্রী কালীবাড়ি

কথিত আছে নাটোরের মহারাজা রামকৃষ্ণ রায়ের জ্যেষ্ঠ ভাই দ্বিজরাম প্রসাদ প্রায় ২৫০ বছর আগে চিনিশপুরের জঙ্গল কীর্ণ পরিবেশে এখানকার বটবৃক্ষের নিচে বসে সাধন- ভজন শুরু করেন এবং সিদ্ধি লাভ করেন। তাঁর ইষ্ট দেবতার নামে একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যার মধ্যে স্থাপন করেন দক্ষিণা কালীর মূর্তি। তখন থেকেই চিনিশপুর কালীবাড়ি হিসেবে পরিচিতি পায়।

মন্দিরে বাংলা মাসের নতুন চাঁদে (বায়শেক) এবং জোশিহো (জ্যেষ্ঠ) -এ প্রতিবছর তীর্থ হয়, তখন একটি স্থানীয় মেলা মন্দিরের প্রাঙ্গনে ৩/৪ দিন স্থায়ী হয়। এই মন্দিরে আরেকটি আকর্ষণ রয়েছে প্রতিবছর মেলা উপলক্ষে কালী দেবীর সামনে বিপুল সংখ্যক পশু (খাসী,ছাগল) উৎসর্গ করা হয়।

সম্প্রতি এই মন্দিরটির মূল ভবনের বাইরে একটি বিশাল মন্দিরে নির্মাণ করা হচ্ছে।

ছবি তোলার স্থান : চিনিশপুর, নরসিংদী, বাংলাদেশ।
GPS coordinates : 23°56'14.5"N 90°41'57.4"E
ছবি তোলার তারিখ : ২৮/০৪/২০১৭ ইং





০০৭ : পাকুটিয়া জমিদার বাড়ী পূজা মন্ডপ

ছবি তোলার স্থান : পাকুটিয়া, নাগরপুর, টাঙ্গাইল, বাংলাদেশ।
GPS coordinates : 24°01'14.5"N 89°59'16.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং





০০৮ : তেওতা নবরত্ন মন্দির

নবরত্ন মন্দিরটি মূলত জমিদারদের পারিবারিক দেবতার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। মন্দিরটি ৯টি রত্ন থাকায় এটিকে "নবরত্ন" বলা হচ্ছে। অনেকে এটিকে নবরত্ন মঠ বলে থাকেন।
বসন্তকালীন দোলযাত্রা উৎসবের সময় এই মন্দিরটি ব্যবহার করা হত বলে এটিকে অনেকে "জমিদার বাড়ির দোলমঞ্চ" বলেন।

তেওতা জমিদার বাড়িটির বর্তমান অবস্থা জড়াজীর্ণ হলেও মন্দারটি এখনও বেশ ভাল অবস্থায় টিকে আছে। নবরত্নটি একটি ৫০×৫০ বর্গফুটের বর্গাকার স্থাপনা যার উচ্চতা তিনটি ধাপে ৭৫ ফুট। প্রথম ধাপে ৪টি, দ্বিতীয় ধাপে ৪টি ও উপরের চূড়ায় ১টি, মোট ৯টি রত্ন রয়েছে। চূড়ার রত্নটি অপেক্ষাকৃত বড়।
জানা যায় এটি ১৮৫৮ সালে নির্মিত হয় এবং ১৮৯৭ সালে ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরে ১৯০৬ সালে এটি সংস্কার করা হয়।

ছবি তোলার স্থান : শিবালয়, মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°51'30.9"N 89°46'41.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং





০০৯ : সত্য বাবু জমিদার বাড়ির মন্দির

মানিকগঞ্জের নালোরা পাড়ার শত বছরের পুরনো কলোনিয়াল আবাসিক এলাকা পার হয়ে সামান্য পশ্চিমে এগিয়ে গেলে হাতের বামে দেখা মেলে "জ্ঞান কুটীর" নামের একটি এক তলা বাড়ির।

জ্ঞান কুটীরের পাশেই ভিক্টোরিয়ান কায়দার একটি দোতলা ভবন আছে। এটি সত্য বাবুর জমিদার বাড়ি নামে পরিচিত।

বাড়িটার সামনে এই মন্দিরটির অবস্থান। এর ঠিক পাশেই রয়েছে সত্যেন্দ্র নাথ চৌধুরীর সমাধিসৌধ।

ছবি তোলার স্থান : নালোরা, বেতিলা মানিকগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinates : 23°50'10.7"N 90°01'32.1"E
ছবি তোলার তারিখ : ২৫/১১/২০১৬ ইং





০১০ : রাজেন্দ্র বাবুর বাড়ি মহাদেব মন্দির

রাজেন্দ্র বাবুর বাড়িটিকে কেউ কেউ জমিদার বাড়ি বলে। বাড়ির পাশেই এই প্রাচীন মহাদেব মন্দিরটির অবস্থান।
বাড়িটি বা মন্দিরটি সম্পর্কে আর কোনো তথ্যই আমার জানা নেই।

ছবি তোলার স্থান : ইছাপুরা, সিরাজদিখান, মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
GPS coordinate : 23°33'11.7"N 90°22'59.3"E
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং



বি.দ্র. : প্রাচীন বলতে এখানে প্রচীন যুগকে বুঝানো হয়নি। প্রচীন বলতে এখানে বুঝানো হয়েছে -
অতীত, অতীতকালীন, আগেকার, কালজীর্ণ, জীর্ণ, দীর্ঘকাল ধরে বর্তমান, পুরাতন, পুরান, পুরানো, পূর্বকালীন, প্রত্ন, প্রাক্তন, বয়স্ক, বয়োবৃদ্ধ, বর্ষীয়ান, বহুকালের, বহুকেলে, বহুযুগ আগেকার, বার্ধক্যগ্রস্ত, বিগতকালের, মান্ধাতার আমলের, সাবেক, সাবেকী, সেকেলে, স্মরণাতীত, স্মরণাতীত কালের ‌ইত্যাদি।


=================================================================
আরো দেখুন -
হেরিটেজ ট্যুর ২৫ : আড়াইহাজার - সোনারগাঁও
হেরিটেজ ট্যুর ২৬ : মানিকগঞ্জ - নাগরপুর
হেরিটেজ ট্যুর ২৮ : চাঁদপুর
হেরিটেজ ট্যুর ২৯ : নরসিংদী - কিশোরগঞ্জ
হেরিটেজ ট্যুর ৩১ : নরসিংদী - গাজীপুর
হেরিটেজ ট্যুর ৬৫ : নারায়ণগঞ্জ - মুন্সিগঞ্জ

=================================================================

মসজিদ দর্শন : ০১ : মহজমপুর শাহী মসজিদ
মসজিদ দর্শন : ০২ : ষাট গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৩ : বিবি বেগনী মসজিদ
মসজিদ দর্শন : ০৪ : চুনাখোলা মসজিদ
মসজিদ দর্শন : ০৫ : নয় গম্বুজ মসজিদ
মসজিদ দর্শন : ০৬ : জিন্দা পীর মসজিদ
মসজিদ দর্শন : ০৭ : সিঙ্গাইর মসজিদ
মসজিদ দর্শন : ০৮ : গোয়ালদি মসজিদ
মসজিদ দর্শন : ০৯ : আবদুল হামিদ মসজিদ
মসজিদ দর্শন : ১০ : পুরান বাজার জামে মসজিদ
মসজিদ দর্শন : ১১ : হাজীগঞ্জ বড় মসজিদ


আমার দেখা প্রচীন মসজিদ – ১ম পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ২য় পর্ব
আমার দেখা প্রচীন মসজিদ – ৩য় পর্ব


বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০১
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০২
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৩
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৪
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৫
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৬
বাংলার জমিদার বাড়ি সমগ্র - ০৭

আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০১
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০২
আমার দেখা প্রচীন মন্দির সমগ্র - ০৩


বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০১
বাংলার প্রাচীন মঠ (স্মৃতি-মন্দির) সমগ্র - ০২


=================================================================

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৬

সামিয়া বলেছেন: সুন্দর, আপনি এত এত পোস্ট করার সময় পান কি করে!

১১ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কর্ম মুক্ত মানুষ। জীবিকা নির্বাহের জন্য দৌড়ঝাপ করতে হয় না। তাই হাতে অফুরন্ত সময় থাকে। বেরাবার বাজে অভ্যাস থাকার কারণে হাতে প্রচুর কন্টেন্ট আছে। মানে ছবি আছে। তাই দেখবেন আমার করা পোস্টের বেশীর ভাগই বা প্রায় সবই ছবি সর্বস্ব পোস্ট। আর এই সব পোস্ট তৈরি করতে খুব একটা খাটনি হয় না।

২| ১১ ই জুলাই, ২০২১ সকাল ১১:০২

হাবিব বলেছেন: পাকুটিয়ার মন্দিরটি শুধু দেখেছি। বাকিগুলো আপনার পোস্ট থেকে দেখে নিলাম।

১১ ই জুলাই, ২০২১ সকাল ১১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অনেক অনেক মন্দির দেখেছি এমন পুরনো পরিত্যাক্ত। অল্প কিছু ছবিও তুলেছি। সেগুলুই এখন শেয়ার করছি।

৩| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৭

শেরজা তপন বলেছেন: ইন্টারেস্টিং !!!
ধন্যবাদ শেয়ার করার জন্য

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৪

কামাল১৮ বলেছেন: ০০৬ মন্দিরটি অনেকটা মসজিদের মতো।হিন্দু ধর্ম অনেক ভাগে বিভক্ত তাদের মন্দির অনেক রকম।ধর্ম পালনে ভিন্নতা আছে,যদিও হিন্দু ধর্ম সম্পর্কে খুব একটা জানি না।

১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সঠিক বলেছেন।
আমিও হিন্দু ধর্ম সম্পর্কে কিছুই জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.