নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৮ম খণ্ড : পর্ব - ০২

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৩

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৮ম খণ্ড প্রকাশ হয় ১৮২২ সালে। ৬০৬ থেকে ৬৮৯ পর্যন্ত মোট ৮৪ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৬২১

Scientific Name : Ipomoea jalapa
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৬২২

Scientific Name : Psidium cattleianum
Common Name : Chinese guava, Strawberry Guava, Cattley Guava, Sabine
বাংলা নাম : চাইনিজ পেয়ারা, স্টবেরী পেয়ারা


৬২৩

Scientific Name : Crinum lineare
Common Name : Chinese guava, Strawberry Guava, Cattley Guava, Sabine
বাংলা নাম : লিলি


৬২৪

Scientific Name : Gnidia pinifolia
Common Name : Pine-leaved Saffron Bush, Juffertjie-roer-by-die-nag, Aandbossie
বাংলা নাম : জানা নাই


৬২৫

Scientific Name : Cyphia phyteuma
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৬২৬

Scientific Name : Ceropegia africana
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৬২৭

Scientific Name : Syzygium australe
Common Name : Brush Cherry, Scrub cherry, Creek lilly-pilly, Creek satinash, watergum
বাংলা নাম : জানা নাই


৬২৮

Scientific Name : Aspidistra lurida
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৬২৯

Scientific Name : Clerodendrum infortunatum
Common Name : Hill Glory Bower
বাংলা নাম : ভাট ফুল


৬৩০

Scientific Name : Paeonia lactiflora
Common Name : Chinese peony
বাংলা নাম : জানা নাই


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৬ষ্ঠ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৭ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৮ম খণ্ড : ১ম পর্ব

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৯

খোলা জানালা। বলেছেন:

কারোকায্যখচিত ইমেজ মধুর আগ্রহ ভরেই দেখলাম!

অফুরন্ত ভালোলাগা জানবেন!

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:১০

রানার ব্লগ বলেছেন: ৬২৯ নাম্বারটা কি আকন্দ ?

০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই প্রশ্নটি করার জন্য।

আসলে এটি আকন্দ নয়। এটি ভাট ফুল।
এই ফুলের অনেকগুলি বাংলা প্রচলিত নাম রয়েছে যেমন - ভাট ফুল, ভাইটা ফুল, ভাত ফুল, ঘেঁটু ফুল, ঘণ্টাকর্ণ ইত্যাদি। এছাড়াও আরো কিছু কমন নাম এর আছে, যেমন – Hill Glory Bower, নেপালি – রাজবেলি, সংস্কৃতি – ভান্ডিরা ইত্যাদি।
বৈজ্ঞানিক নাম: Clerodendrum viscosum

৫ বছর আগে এই ফুল নিয়ে লিখেছিলাম ভাট ফুলের সুবাস নামে একটি টপিক, চাইলে পড়ে দেখতে পারেন।

৪| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর। পোস্টে লাইক
শুভেচ্ছা জানবেন ভাইয়া।

০৩ রা আগস্ট, ২০২১ রাত ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্য ও পোস্টে + এর জন্য অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.