নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের রানী গোলাপ - ১০

২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১২

গোলাপকে ফুলের রাণী বলা হয়। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসের নান্দনিকতা মানুষকে আকৃষ্ট করে। সুগন্ধী গোলাপের ঘ্রাণও মানুষের ভালোবাসার কারণ। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত।



পৃথিবীতে প্রায় ১০০ থেকে ১৫০ প্রাজাতির গোলাপ ফুল রয়েছে। এই সমস্ত প্রজাতির মধ্যে রয়েছে বিভিন্ন উপ-প্রজাতি। সব মিলিয়ে প্রায় ৫৫০টি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে পৃথিবী জুড়ে।

গোলাপের রয়েছে আকারেরর ভিন্নতা, সেই সাথে আছে রং এর ভিন্নতাও।
যেমন - গোলাপী, লাল, হলুদ, সাদা, সবুজ ইত্যাদি। তাছাড়া "গার্ডেন রোজ" নামে বিভিন্ন হাইব্রিড গোলাপেরও উৎপাদন হচ্ছে। যেগুলো একই সাথে একই ফুলের পাপড়িতে দুই বা ততোধিক রঙের হতে পারে।



গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে। অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা, ও উত্তরপশ্চিম আফ্রিকা মহাদেশে। গ্রীক উপকথায় আছে প্রেমের দেবী ভেনাস এর পায়ের রক্ত থেকে গোলাপ এর জন্ম। আরব দেশীয় কাহিনীতে আছে সাদা গোলাপকে বুলবুলি পাখি আলিঙ্গন করায় বুলবুলি পাখি গোলাপ এর কাটায় আহত হয়ে বুলবুলি পাখির রক্ত থেকে সাদা গোলাপ থেকে লাল গোলাপ এর জন্ম। হিন্দু পৌরাণিক কাহিনীতে আছে বিষ্ণু ব্রহ্মাকে পদ্ম-ই শ্রেষ্ঠ ফুল বললে ব্রহ্মা বিষ্ণুকে স্বর্গে নিয়ে সেখানে হালকা রঙের একটি সুগন্ধি গোলা


গোলাপ ফুল যে সৌন্দর্যের প্রতীক, তাই নয়। এর রয়েছে বহুমুখী ব্যবহার। গোলাপের পাপড়ি থেকে জ্যাম,জেলি প্রস্তুত করা হয়। পার্সি,চীন ও ভারতে গোলাপজলের প্রচলন ঘটে। সুগন্ধির জন্য গোলাপজল ব্যবহার করা হয়। গোলাপ ফুলের সুবাসকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়। যেমন:পারফিউম,সাবান ইত্যাদি। গোলাপে গেনারিয়ল নামে একটি অ্যারোম্যাটিক অ্যালকোহল জাতীয় পদার্থ পাওয়া যা


গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ, হোথা যাস নে --
ফুলের মুধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে॥
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



ছবি তোলার স্থান : বোটানিক্যাল গার্ডেন, মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/১২/২০২০ ইং
তথ্য সূত্র : উইকিপিডিয়া


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী,
এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, কামান গোলা, কাগজ ফুল, কালো বাদুড় ফুল
গাঁদা, গেন্ধা, গন্ধা, গামারি, গামার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু
ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা,
জবা, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা
জারবেরা, জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীল বনলতা, নীল-পারুল, নীল-পারুল লতা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা
ভাট ফুল
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল,
রঙ্গন, রুক্সিনী, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া,
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ
শাপলা (সাদা), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শ্বেত অপরাজিতা, শ্বেত অকন্দ
সুলতান চাঁপা, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা,
হাতি জোলাপ,


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩

রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪, দোলনচাঁপা-২
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫
বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪

শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি

২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফুলের রানীর সাথে ফুলের রাজার বিয়ে দিয়ে দেন। :)

২৪ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ফুলের রাজা কে? B:-/

৩| ২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৩

হাবিব বলেছেন: ফুলের রাজা গাঁদা ফুল। এখন কি গোলাপ বর হিসেবে গাঁদাকে মেনে নিবে? B:-/

২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: বিবাহ সম্পর্কিত দায়ত্ব আপনাকে আর সাড়ে চুয়াত্তর ভাইকে দেয়া হলো।

৪| ২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



গোলাপ নিয়ে লিখতে যদি আপনার ১০টি পোষ্টের দরকার হয়, আমি বলবো, ইহা সময়ের অপচয়।

২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি আগেও বলেছি, আবারও বলছি অপচয় করার মতো যথেষ্ট সময় আমার আছে

তে আপনি সম্ভবতো সত্যিই চোখে কম দেখেন বা আপনার স্মরণশক্তি দূর্বল।
গোলাপের যে ১০টি পোস্ট আছে সেখানে প্রতিটিতে একই লেখা রয়েছে। প্রথমটি ছাড়া বাকিগুলি ছবির পোস্ট হিসেবে দেখে নিতে হবে। যেটি আপনার মাথায় আসেনি।

৫| ২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার গোলাম সমাচারে ভালো লাগা রইলো।

২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার টাইপো হয়েছে- গোলাম!!
নাকি আমি কোথাও গোলাম টাইপো করেছি?

৬| ২৪ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: In Japan Paeonia suffruticosa is called the "King of Flowers" and Paeonia lactiflora is called the "Prime Minister of Flower।

এই লিঙ্কে বিস্তারিত আছে Peony Flower । এই সাইটে কিং সার্চ করেন, পেয়ে যাবেন বিস্তারিত ব্যাখ্যা।

২৪ শে আগস্ট, ২০২১ রাত ৯:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: Peony প্রথম দেখেছিলাম কাশ্মীরে। দেখতে অনেকটাই গোলাপের মতো। কাঁটা নেই। মানাবে দুজনে।

৭| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ৮:০২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: গোলাপ নিয়ে আপনার লেখাটি অনবদ্য। পড়ে ভাল লাগলো। গোলাপের সৌন্দর্য্য সত্যিই অনন্য।

২৪ শে আগস্ট, ২০২১ রাত ৯:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপাকে পোস্টটি ভালো লেগেছে তা জানানোর জন্য।

৮| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ৮:০৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: অহ! বলতে ভুলে গেছি, ছবিগুলোও সুন্দর। বিশেষ করে প্রথম ও তৃতীয়টা খুব ভাল লেগেছে।
গোলাপী শুভেচ্ছা।

২৪ শে আগস্ট, ২০২১ রাত ৯:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আবারও ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।

৯| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ৮:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৪ শে আগস্ট, ২০২১ রাত ৯:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্টে + এর জন্য।

১০| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর মন্তব্যের সাথে একমত হলে আপনি রাগ করবেন?

২৫ শে আগস্ট, ২০২১ রাত ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী না রাগ করবো না।
আপনার গুরুকে যে জবাব দিয়েছি তা কিছুটা মডিফাই করতে হবে শুধু।

অপচয় করার মতো যথেষ্ট সময় আমার আছে।

আপনি সম্ভবতো ইদানিং চোখে কম দেখছেন বা আপনার স্মরণশক্তি দূর্বল হয়ে যাচ্ছে।
গোলাপের যে ১০টি পোস্ট আছে সেখানে প্রতিটিতে একই লেখা রয়েছে। প্রথমটি ছাড়া বাকিগুলি ছবির পোস্ট হিসেবে দেখে নিতে হবে। যেটি আপনার গুরুরমতো আপনার মাথায়ও আসেনি ভাইজান।

১১| ২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফুলতো অনেক হয় কিন্তু গোলাপের মত নয়।+++

২৫ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন।
তবে শুনেছি কারো কারো গোলাপের ঘ্রাণে এলার্জি আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.