নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৮ম খণ্ড : পর্ব - ০৭

৩০ শে আগস্ট, ২০২১ রাত ১:৪৬

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৮ম খণ্ড প্রকাশ হয় ১৮২২ সালে। ৬০৬ থেকে ৬৮৯ পর্যন্ত মোট ৮৪ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৬৭১

Scientific Name : Tibouchina granulosa
Common Name : purple glory tree, princess flower
বাংলা নাম : দাঁতরাঙ্গার একটি প্রজাতি


৬৭২

Scientific Name : Melastoma malabathricum
Common Name : Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter's rhododendron
বাংলা নাম : দাঁতরাঙ্গা, লুটকি, ফুটকি, ফুটুকী, ফুটকলা, ফুটুল, বন তেজপাতা, বেগম বাহার


৬৭৩

Scientific Name : Passiflora picturata
Common Name : Malabar Melastome, Indian rhododendron, Singapore rhododendron, Planter's rhododendron
বাংলা নাম : ঝুমকা লতা


৬৭৪

Scientific Name : Osbeckia stellata
Common Name : Starry Osbeckia
বাংলা নাম : দাঁতরাঙ্গার একটি প্রজাতি


৬৭৫

Scientific Name : Geodorum recurvum
Common Name : জানা নাই
বাংলা নাম : অর্কিড


৬৭৬

Scientific Name : Cleisostoma simondii
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৬৭৭

Scientific Name : Passiflora mucronata
Common Name : Maracuja De Restinga
বাংলা নাম : ঝুমকা লতা


৬৭৮

Scientific Name : Apalochlamys spectabilis
Common Name : Showy Cassinia
বাংলা নাম : জানা নাই


৬৭৯

Scientific Name : Crinum amabile
Common Name : Giant Spider Lily
বাংলা নাম : লিলি


৬৮০

Scientific Name : Acacia longissima
Common Name : long-leaf wattle or narrow-leaf wattle
বাংলা নাম : জানা নাই


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৬ষ্ঠ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৭ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৮ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২২

কবিতা পড়ার প্রহর বলেছেন: ঝুমকোলতা আসলেো ঝুমকোর মত দেখতে।

৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ঝুমকোলাতার অনেকগুলি প্রজাতি আছে।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর++

৩১ শে আগস্ট, ২০২১ রাত ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভাইজান

৩| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: আপনি খেয়াল করেছেন আমি আজকাল ব্লগে কম আসছি।
ইচ্ছা করে সামুতে কম আসছি। মেজাজ খারাপ। কুশন নামের এক নিক সেটাশ নাকি আমার। যতসব ফালতু কথা। সামুতে আমার একটাই নিক।

৩১ শে আগস্ট, ২০২১ রাত ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, লখ্য করেছি আপনার উপস্থিতি কমে গেছে।
কে কি বললো সেটা নিয়ে মনখারপ না করে নিজের মতো ব্লগিং করে যান।
আপনার যা পছন্দ, যাতে আপনি আনন্দ পান সেটাই করেন।
কুশন নিকটা আপনার হলেই কি; না হলেই কি!!
আমার কয়েকটা সিরিজে কোনো পাঠক নাই। কিন্তু বিষয়গুলি আমার পছন্দের, আনন্দের। আমা ইআমার আনন্দের জন্য সেগুলি শেয়ার করে যাচ্ছি।
ভালো থাকুন, বেশি বেশি সামুতে একটিভ হোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.