নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৮ম খণ্ড : পর্ব - ০৮

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫৫

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৮ম খণ্ড প্রকাশ হয় ১৮২২ সালে। ৬০৬ থেকে ৬৮৯ পর্যন্ত মোট ৮৪ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৬৮১

Scientific Name : Athrixia capensis
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৬৮২

Scientific Name : Dichorisandra thyrsiflora
Common Name : blue ginger
বাংলা নাম : জানা নাই


৬৮৩

Scientific Name : Costus afer
Common Name : blue ginger
বাংলা নাম : জানা নাই


৬৮৪

Scientific Name : Bidens ferulifolia
Common Name : Apache beggarticks, fern-leaved beggarticks
বাংলা নাম : জানা নাই


৬৮৫

Scientific Name : Globularia salicina
Common Name : Canary Globe Flower
বাংলা নাম : জানা নাই


৬৮৬

Scientific Name : Eulophia guineensis
Common Name : Guinea Eulophia or the broad-Leaved ground orchid
বাংলা নাম : অর্কিড


৬৮৭

Scientific Name : Salvia splendens
Common Name : Scarlet Sage, Red Salvia
বাংলা নাম : সেলভিয়া


৬৮৮

Scientific Name : Banksia aemula
Common Name : wallum banksia
বাংলা নাম : জানা নাই


৬৮৯

Scientific Name : Aristolochia cymbifera
Common Name : birthwort, pipevine or Dutchman's pipe
বাংলা নাম : ঘুঘু লতা, হংস লতা


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৬ষ্ঠ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৭ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৮ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার এর আপনার দেওয়া পোস্ট প্রায় প্রতিটি আমি নিয়মিত পড়ি। অনেক গাছ ও ফুল আমি বাংলাদেশের পথে প্রান্তরে দেখেছি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে পোষ্টে মন্তব্যের জন্য।
গাছ-গাছালির প্রতি আপনার আগ্রহের কথা জেনে ভালো লাগলো।
এই রেজিস্টারের অনেক গাছ আছে যেগুলি বাংলাদেশে নেই। কিন্তু যোগুলি আছে তার সংখ্যাও কম নয়।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬

হাবিব বলেছেন: আমি আপনার নিয়মিত পাঠক

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখে মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.