নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার – ৯ম খণ্ড : পর্ব - ০৩

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৭

বোটানিকাল চিত্রকর Sydenham Edwards ১৮১৫ সালে “The Botanical Register” নামে একটি সচিত্র উদ্যানতত্ত্ব ম্যাগাজিন (illustrated horticultural magazine) চালু করেন। ১৮১৯ সালে তার মৃত্যুর আগে পাঁচটি খণ্ড সম্পাদনা করে তিনি প্রকাশ করতে পেরেছিলেন।

এডওয়ার্ডসের মৃত্যুর পরে প্রকাশক James Ridgeway-এর সম্পাদনায় ১৮২০ সাল থেকে ১৮২৮ সাল পর্যন্ত পরবর্তী ৯টি খণ্ড (৬ষ্ঠ খণ্ড থেকে ১৪তম খণ্ড পর্যন্ত) বের হয়।

১৮২৯ সালে John Lindley সম্পাদক নিযুক্ত হন। তিনি এই সিরিজটিকে নাম করণ করেন “এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার” (Edwards's Botanical Register) নামে।

১৮৪৭ সালে এই ম্যাগাজিনটি বন্ধ হয়ে যাওয়ার আগে আরো ১৯টি খণ্ড বের হয়। সব মিলিয়ে ৩৩টি খণ্ড প্রকাশিত হয়

৮ম খণ্ড প্রকাশ হয় ১৮২২ সালে। ৬০৬ থেকে ৬৮৯ পর্যন্ত মোট ৮৪ টি ফুলের ছবি স্থান পেয়েছিলো সেখানে।
আমি ১০টি করে ছবি দিয়ে একটি করে পর্ব আকারে শেয়ার করবো। মোট ৩৩টি খণ্ডের সবগুলি ছবিই শেয়ার করার ইচ্ছে রইলো।

৭১১

Scientific Name : Phylica pubescens
Common Name : Featherhead
বাংলা নাম : জানা নাই


৭১২

Scientific Name : Xylosteon flexuosum
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৭১৩

Scientific Name : Neomarica caerulea
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৭১৪

Scientific Name : Amaryllis belladonna
Common Name : Jersey lily, belladonna-lily, naked-lady-lily, or March lily,
বাংলা নাম : লিলি


৭১৫

Scientific Name : Proiphys amboinensis
Common Name : Cardwell Lily
বাংলা নাম : লিলি


৭১৬

Scientific Name : Tabernaemontana dichotoma
Common Name : Eve's apple
বাংলা নাম : জানা নাই


৭১৭

Scientific Name : Scabiosa webbiana
Common Name : জানা নাই
বাংলা নাম : জানা নাই


৭১৮

Scientific Name : Tropaeolum peregrinum
Common Name : canary-creeper, canarybird flower, canarybird vine, or canary nasturtium
বাংলা নাম : জানা নাই


৭১৯

Scientific Name : Hippeastrum stylosum
Common Name : Amaryllis, Knight's Star Lily, Amaryllidaceae
বাংলা নাম : লিলি


৭২০

Scientific Name : Calanthe triplicata
Common Name : White Crane Orchid, Christmas Orchid, Thrice Folded Calanthe
বাংলা নাম : অর্কিড


=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে : এডওয়ার্ডস বোটানিক্যাল রেজিস্টার -
১ম খণ্ড
: ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
২য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৩য় খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৪র্থ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৫ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব, # ৯ম পর্ব
৬ষ্ঠ খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৭ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৮ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব, # ৩য় পর্ব, # ৪র্থ পর্ব, # ৫ম পর্ব, # ৬ষ্ঠ পর্ব, # ৭ম পর্ব, # ৮ম পর্ব
৯ম খণ্ড : ১ম পর্ব, # ২য় পর্ব

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


এই সিরিজের পাঠক কি এখনো আছে?

unction at() {
[native code]
}

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি ছাড়া আর কেউ উকি দেয় না।



unction at() {
[native code]
}
এইটা কি জিনিস?

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৭

জুল ভার্ন বলেছেন: ভালো হয়েছে। কিন্তু ধারাবাহিক ফুল ছবি ব্লগ থেকে বেরিয়ে ভিন্নমাত্রা যোগ করুন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও পরামর্শের জন্য।
সবাইকে দিয়ে সব কিছু হয় না।
আমি ছবি ব্লগ দিচ্ছি, ভ্রমণ ব্লগ দিই, আমার দৈড় ঐ পর্যন্তই।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু আপনার এই সিরিজের একজন নিয়মিত পাঠক।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: জেনে ভালো লাগলো।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৯

কামাল১৮ বলেছেন: আমি পাঠক না,তবে ছবিগুলো এক নজর দেখি।ফুল পরের কথা ফুলের ছবিও ভালো লাগে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও ছবি দেখতে পছন্দ করি।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: কখনো হেটে যেতে যেতে থমকে দাড়াতে হয়। কতটুকু পথ হাটলাম সেটা দেখার জন্য নয় ,নিজের ছায়াকে অনুভব করার জন্য।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.