নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দেখা-দেখি

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৪



একটি লেখা তৈরি করার জন্য দর্শন শব্দটির সঠিক বানানটা জানা দরকার ছিলো।



এক দর্শন হচ্ছে ইংরেজিতে ফিলোসফি, আমার এই দর্শনের দকার ছিলো না, আমি চাইছিলাম দেখা শব্দের প্রতি শব্দ দর্শন টিকে। ভাবলাম ফিলসফির দর্শনে যেহেতু "ন" তাহলে হয়তো দেখার দর্শনে "ণ" হবে। খুঁজে দেখলাম দুটির বানান একই - "দর্শন"।

যাইহক, এই "দর্শন" খুঁজতে গিয়ে দেখলাম "দেখা" শব্দটির অর্থ সব সময় একই থাকছে না!
এক দেখা শব্দটি নানান সময় নানা অর্থ বুঝাচ্ছে। আমরাই এর নানান ব্যবহার করি, কিন্তু সেইভাবে লক্ষ্য করিনা হয়তো।

সাধারণ দেখা হচ্ছে দর্শন বা অবলোকন করা।
এবার দেখেন আমি কিছু দেখার উদাহরন দিচ্ছি, সেখানে দেখার অর্থ কিভাবে বদলে যায় সেটা দেখেন।

১। এই দিকে দেখেন - তাকানো।

২। এগুলি দেখে দেখে শিখেন - অভিজ্ঞতা।

৩। ভেবে দেখেন, এইসব লেখার কোনো মূল্য নেই - চিন্তা করা।

৪। অবস্থা দেখে মনে হচ্ছে এই পোস্টে মন্তব্য আসবে না - পর্যবেক্ষণ করা।

৫। ভেবে দেখলাম এই সব লেখার কোনো মানে হয় না - বিচারবিবেচনা করা, সিদ্ধান্তে উপনীত হওয়া।

৬। আর একটু দেখি, যদি কেউ মন্তব্য করে - অপেক্ষা করা।

৭। ডাক্তার যেভাবে নাড়ি দেখেন, আপনিও সেভাবে চেষ্টা করেন - পরীক্ষা করা।

৮। আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয় - শিখানো।

৯। দেখবেন যেন ভুল না হয় - সাবধান হওয়া।

১০। আর দেখে লাভ নেই, আপনাকে দিয়ে হবে না - চেষ্টা করা।

১১। বৃদ্ধ বাবা-মাকে দেখার মত সন্তান এই যুগে কমে গেছে - তত্ত্বাবধান করা, সেবাশুশ্রূষা করা।

১২। দেশে যখন প্রথম করোনা দেখা দিলো তখন কেউ গুরুত্ব দেয়নি - সামনে আসা, আবির্ভূত হওয়া।

১৩। সবাই আসে মজা দেখতে, নাটক দেখতে - উপভোগ করা।

১৪। বাসা বদলের জন্য বাড়ি দেখতে হয় ভাড়াটিয়াদের - খোঁজ করা।

১৫। দেশ দেখার সুযোগ সবসময় হয় না - ভ্রমণ করা, পরিদর্শন করা।

১৬। দেখে-শুনে রাস্তা পার হতে হয় - সতর্কভাবে, সাবধানে।

১৭। আপনি দেখছি কিছুই বুঝেন না!! - অনুমান করা, বোধ করা।

১৮। অনেকেই টাকার গরম দেখায় - প্রদর্শন করা।

১৯। দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি - জব্দ করা, শিক্ষা দেয়া।

২০। আমি তোমাকে দেখে নেবো - জব্দ করা, শিক্ষা দেয়া।

২১। কাছাকাছি থাকলেও অনেককাল তাদের মুখ দেখাদেখি হয়না - সাক্ষাত, সাক্ষাত্কার।

২২। মেয়ে বড় হলে বাবা-মা পাত্র দেখা শুরু করে - অনুসন্ধান, খোঁজখবর।

২৩। সহীহ মুসলিম এর ২৯৪২ নং হাদীসটি দেখেন, চমৎকার একটি গল্প আছে - পড়া।

২৪। নবীর দেখানো পথে চলো, জান্নাত পাবে - অনুসরণ করা।



আরো কতো কি দেখার বাকি!!!!

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৭

জুল ভার্ন বলেছেন: চোখের ভাষা অপরিসীম, দুটো চোখ কতো কথা বলে!

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার এই পোস্টের লেখায় চোখের কোনো ভূমিকা নেই।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

রাফখাতা- অপু তানভীর বলেছেন: জনৈক ব্লগার আমাকে দেখতে পারে না - অপছন্দ করা :D

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: তাইতো!!!
এইটাও।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৯

জুল ভার্ন বলেছেন: স্যরি, কমেন্টস ডিলিট অপশন থাকলে আমিই ডিলিট করে দিতাম। আমার কমেন্ট ডিলিট করার অনুরোধ করিছি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: হায় হায়!!
মন্তব্য মুছতে হবে কেন!!
মন্তব্য মোছার কোনো প্রয়োজন নেই।
আমাদের বিশেষ কয়েকজন ব্লগার আছেন যাদের মন্তব্য হয় চরম রকম অপ্রাসঙ্গিক, সেগুলিও কখনো মুছে ফেলার কথা উঠে না।
আপনার মন্তব্য তো তেমন না।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৪

তারেক ফাহিম বলেছেন: শিরোনামে ভুল আছে সম্ভবত।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা!!
তাই নাকি!!!
সম্ভবত

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৯

সাগর শরীফ বলেছেন: আমি তোমাকে দেখে নেব’’ এটাকে প্রতিশোধ নেওয়া অর্থে ব্যাবহার করতে পারি না ?

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: হে, এটাও হয়।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৭

জিকোব্লগ বলেছেন:



আপনার এই গুলো বাংলা অভিধান থেকে দেখেই
দেখেশুনে কপি পেস্ট মারা হয়েছে । উদহারণ ভিন্ন
অনেকেই দেখতে পারে। যেমনঃ


১৭। ওই বদমাশ ব্লগারটা দেখছি উচ্ছন্নে গেছে - বোধ করা

১৯। ওই বদমাশ ব্লগারকে মজা দেখিয়ে দেব।- জব্দ করা

১৬। ব্লগারদের ওই বদমাশ ব্লগার থেকে দেখেশুনে থাকা উচিত। - সতর্কভাবে, সাবধানে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলা ভাষায় নতুন কিছু যোগ করার মতো জ্ঞান আমার নাই।
এইসবই বাংলা ভাষার নিজস্ব সম্পদ।
তবে আমি কপি-পেস্ট কোথা থেকে করেছি সেটা দেখিয়ে দিলে বাধিত হতাম।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪০

জিকোব্লগ বলেছেন: লেখক বলেছেন:
তবে আমি কপি-পেস্ট কোথা থেকে করেছি সেটা দেখিয়ে দিলে বাধিত হতাম।

- আমি আগেই বলেছি 'আপনার এই গুলো বাংলা অভিধান থেকে দেখেই
দেখেশুনে কপি পেস্ট মারা হয়েছে । উদহারণ ভিন্ন
অনেকেই দেখতে পারে।'

নিচে দেখিয়ে দিলামঃ

বাংলা একাডেমীর বাংলা অভিধান থেকেঃ


অন্যান্য বাংলা অভিধান থেকেঃ

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আগেও বলেছি এখনো বলছি বাংলা ভাষায় নতুন কিছু যোগ করার মতো জ্ঞান আমার নাই।
কপি-পেস্ট বলতে কি বুঝায় সেটা আমার আবার নতুন করে জানা হলো!!!

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি দেখি দেখা-দেখি নিয়ে ব্যাকরণ ক্লাসের আয়োজন করেছেন। আপনার পোস্ট দেখে দেখে অনেকের উপকার হবে। ভেবে দেখেন এই রকম পোস্ট আরও দিবেন কি না। অবস্থা দেখে মনে হচ্ছে আমি ব্যাকরণে দুর্বল। ভেবে দেখলাম এই পোস্ট থেকে ব্যাকরণ শিখতে হবে। আপনার আরেকটু দেখার আগেই অনেক মন্তব্য চলে এসেছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিজ্ঞাতার আলোকে দেখেছি এই ধরনের পোস্টে খোব কম ব্লগার আগ্রহ দেখায়। এই পোস্টে এতো মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। দেখতে পাচ্ছি এখনো মন্তব্য আসছে। তাতে করে এখন নতুন করে ভেবে দেখার সুযোগ হয়েছে। তবে কেউ কেউ এই লেখাকে ডিকশনারি থেকে কপি-পেস্ট হিসেবে দেখছেন। তাতে কিছু যায় আসেনা, আমি নিজে থেকে এই সব তৈরি দঃসাহস দেখাতে চাই না। সে যোগ্যতা আমার নেই।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: আশা করি, এবার অনুধাবন হয়েছে যে দেখার দর্শন আর দর্শনের দর্শন আদতে একই শব্দ, অর্থের মাত্রায় কেবল ভিন্নতা।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: সে আর বলতে!!

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


একই শব্দের অনেক অর্থ থাকে, এগুলো তো স্কুলে থাকতেই জানা উচিত

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি বাংলা ব্যাকরেণে দূর্বল ছিলাম বলে স্কুলে এইসব জানতে পারি নাই।
আপনি কোন ক্লাশে থাকতে স্কুলে এই সব পড়েছেন? জানতে ইচ্ছে করছে, আপনি কোন স্কুলে পড়েছেন?

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: পোষ্টের শুরুতেই লাইনটা কি সঠিক? সম্ভবত একটা বানানে সমস্যা আছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ওটি টাইপো।
লিখতে গিয়ে ভুল করেছি।
ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
ঠিক করে নিচ্ছি।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৭

কলাবাগান১ বলেছেন: দেখে মনে হয়, শেখ হাসিনার পর্দা হয় না

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ডিজিটাল আইনে ধরা খাওয়ার সম্ভবনা দেখা দিতে পারে। :#)

১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রতিটি ভাষাতে একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হয়। উদাহরণ: - আমলকির আচার একবার খেয়ে দেখুন! - বাংলা ভাষায় এই “খেয়ে দেখা” নিয়ে অনেক অনেক গল্প হয়েছে। বাংলা ব্যকরণ এই “খেয়ে দেখাকে” কিভাবে ব্যাখ্যা করে আমার সঠিক জানা নেই। আপনার জানা থাকলে জানাবেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: খেয়ে দেখা বলতে স্বাদ আস্বাদন করা বুঝাচ্ছে, এর চেয়ে বেশী কিছু আমি জানি না।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




পোস্টটি প্রিয়তে রাখার মতো তাই প্রিয়তে রাখছি। শব্দের ব্যবহার সম্পর্কে জানতে পারা খুবই ভালো দক্ষতা বলে মনে করি।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সবই ডিকশেনারিতে আছে।
কেউ কেউ বলছেন আমি কপি-পেস্ট করেছি।
সত্যি বলতে বাংলা ভাষায় নতুন কোনো কিছু যোগ করার যোগ্যতা যে আমার নেই, সেটা কেনো অন্যেরা বুঝে না, তাই আমি বুঝি না।
এই নগন্য কপি-পেস্ট (!) পোস্টটি প্রিয়তে নেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩৭

ইন্দ্রনীলা বলেছেন: এই পোস্ট দেখে( পড়ে) আমার অনেক কিছু দেখা( জানা) হলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টটি দেখে, দেখার (পড়ার) জন্য শিরনামে ক্লিক করে, মূল পোস্ট দেখা (পড়া) শেষে যে মন্তব্য করেছেন তা দেখে আমি আনন্দিত হয়েছি।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৩:১১

কলাবাগান১ বলেছেন: আপনাকে অনেক বুদ্ধিমান মনে করেছিলাম...। যে এই কমেন্ট করেছিল "দেখে মনে হয়, শেখ হাসিনার পর্দা হয় না" , উনি নিজে হাফ প্যান্ট পড়ে কক্সবাজার সৈকতে জলকেলী করে পরিবারের সাথে কিন্তু অন্যের পর্দা হল কি না হল তা নিয়ে খুবই চিন্তিত মনে হল।

নিজের পর্দার ঠিক নাই...অন্যের পর্দা নিয়ে ব্যস্ত...টিপিক্যাল বাংগালী

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বুদ্ধির বিশাল ঘাটতি আছে।
তাই আপনার এই মন্তব্য আমার মাথার উপর দিয়ে গেছে।

আমি হাফ প্যান্ট পড়ে কক্সবাজার সৈকতে না শুধু, বাংলাদেশের প্রায় ৫০টি জেলাতেই ঘুরেছি।
অন্য কেউ হাফ প্যান্ট পড়ে ঘুরলেও আমার কোনো আপত্তি নেই।

শেখ হাসিনার পর্দা সম্পর্কিত মাথা ঘামানোর বিয়ষটা সম্ভবতো আপনিই বলে ছিলেন।
আমি পর্দা সম্পর্কে কোনো মন্তব্য করি নাই। শুধু বুজাতে চেয়েছি, শেখ হাসিনার বেফাস কোনো মন্তব্য করলে ডিজিটাল আইনের ঝামেলায় পরতে পারে।
আমার কম বুদ্ধির কারণে হয়তো আমার বস্তব্য আপনাকে রিষ্কার বুঝাতে ব্যর্থ হয়েছি।

১৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৯

কলাবাগান১ বলেছেন: এই কমেন্ট কে করেছিল?

"আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোরখা পড়েন না, হিজাবও পড়েন না। কিন্তু উনি পূর্ণ পর্দা মেনে চলেন।
এটা সঠিক বলেন নি।
উনার পোশাক অবশ্যই শালীন, সিম্পল, তবে সেটি পূর্ণ পর্দা কাভার করেনা ভাইজান।"

এই পোস্টে
https://www.somewhereinblog.net/blog/shaarechuattor/30325610#nogo

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা আচ্ছা।
আমি টিপিক্যাল বাংগালী এবং অবশ্যই আমি ইসলামের পর্দা পুরপুরি মেনে চলি না।
কে মেনে চললো বা না চললো তাতেও কিছু যায় আসে না।

আমি ঐ পোস্টের একটি স্টেটমেন্টের সাথে সামান্য দ্বিমত পোশষ করেছি শুধু।
এবং সেই পোস্টের লেখকও প্রতিউত্তরে লিখেছেন - "তবে উনি চেষ্টা করেন পর্দা করতে। পারফেক্ট হয়তো হয় না।"

ইসলামে পর্দার পরিষ্কার বিধান আছে। একটু খুঁজলে পেয়ে যাবেন।
সেটা পড়লেই বুঝতে পারবেন ইসলামের পর্দার পূর্ণ পালন হচ্ছে কিনা।
আবারও বলছি পূর্ণ পর্দা। উনি পর্দা করেন না সেটা আমি বলিনি, এবং উনার পর্দা করা নিয়ে আমি কোনো সন্দেহও প্রকাশ করিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.