নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

গাছ-গাছালি; লতা-পাতা - ০৭

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

প্রকৃতির প্রতি আলাদা একটা টান রয়েছে আমার। ভিন্ন সময় বিভিন্ন যায়গায় বেড়াতে গিয়ে নানান হাবিজাবি ছবি আমি তুলি। তাদের মধ্যে থেকে ৫টি গাছ-গাছালি লতা-পাতার ছবি রইলো এখানে।


পানের বরজ

অন্যান্য ও আঞ্চলিক নাম : তাম্বুলা, তাম্বুল, তানবুল, নাগাভাল্লী।
ছবি তোলার স্থান : মুন্সিগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/০৫/২০১৭ ইং




এলিফেন্ট ঘাস

Common Name : Napier grass, elephant grass, Uganda grass
Scientific Name : Cenchrus purpureus
ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




তেজপাতা

Common Name : Indian bay leaf, Malabar leaf, Indian bark, Indian cassia, Malabathrum,
Scientific Name : Cinnamomum tamala
ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




পাঁচ মাথা ওয়ালা খেঁজুর গাছ

Common Name : Date Palm
Scientific Name : Phoenix dactylifera
ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং



ধুতুরা

সংস্কৃত নাম : ধুতুরা, ধত্তূর, কিতব, ধূর্ত্ত, দেবতা, মদন, শঠ, উন্মত্ত, মাতুল, তূরী, তরল, কনকাহবয়
অন্যান্য ও আঞ্চলিক নাম : ধুতরা, ধতুরা, ধোবা, মাদকুণিকে, উন্মেত্তচেটু, ধংতুরী।
আরবী নাম : জোজমাসীল, জোজনসী, তাতুরা।
Common Name : Horn of Plenty, Devil's Trumpet, Datura double purple, Jimson Weed, Evil's snare, Thorn apple, metel.
Scientific Name : Datura metel
ছবি তোলার স্থান : ইছাপুরা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৭/১২/২০১২ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪
গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬, গাছ-গাছালি; লতা-পাতা - ০৭, গাছ-গাছালি; লতা-পাতা - ০৮
গাছ-গাছালি; লতা-পাতা - ০৯, গাছ-গাছালি; লতা-পাতা - ১০

=================================================================

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

মনিরা সুলতানা বলেছেন: তেজপাতা আর পানের সবুজ মারাত্মক সবুজ !!
মুনশিগঞ্জ এর সিরাজদিখানে একটা ইছাপুরা আছে, আমার জন্মস্থান সেটা।
সুন্দর ছবি।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
মুনসিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা গিয়েছে আমি একবার।
ওখানে একটি পুরনো বাবুর বাড়ি আছে। তার পাশেই আছে একটি রিসোট। সেই রিসোটে আছে একটি শ্বেতপদ্ম পুকুর।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:



পানের চাষ বন্ধ করার দরকার।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি যেহেতু বলেছেন তখন অবশ্যই বন্ধ করা দরকার।
তামাকে উৎপাদন বাড়ানো উচিত, ওটি অর্থকরি ফসল হিসেবে বিদেশে রফতানি করা সম্ভব।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৩

সোহানী বলেছেন: মহেশখালি আর সম্ভবত: রামুতে পানের বাগান দেখেছিলাম। তবে খুব ছোট বেলায়। অসম্ভব ভালো লেগেছিল সে ছায়াঘেরা গাছগুলো। এখনো সে স্সৃতি মনে আছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি খুব ছোট বেলায় কোনো এক গ্রামে পানের বরজ দেখেছিলাম প্রথম। ঠিক কোথায় এখন মনে পরে না।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: পানের বরজ বলে। পানের ক্ষেত কেন বলে না? বরজ মানে কি?

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার জানা নেই। নেটে খুঁজে দেখলাম "বরজ" এর কোনো প্রতিশব্দও পেলাম না। যা পেলাম -
[বরোজ্‌] (বিশেষ্য) ছাউনি দেওয়া ও ঘেরাও করা পানের ক্ষেত

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৩

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আবহমান বাংলার গ্রামীণ চিত্র। গ্রামগুলো এখনো সুন্দর এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য, গাছ-গাছালি, লতা-পাতার জন্য।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: বিশাল পান বাগান দেখেছিলাম সিলেটে। উপজাতীরা পান চাষ করছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আদিবাসীরা পানের জন্য খুব একটা বরজ করেনা মনে হয়। ওরা দেখেছি শুপারি গাছি পান লতা তুলে দেয়।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: আমাদের একটা তেজপাতা গাছ আছে

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ডাল লাগালেইকি চারা করা যায়? নাকি কলম করতে হয়?

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০৯

কামাল১৮ বলেছেন: পান চাষ প্রচুর খাটা খাটুনির কাজ, তবে লাভ জনক।আমাদের এলাকায় আগে হিন্দুরা করতো এখন মুসলমানরাও করে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: পান চাষ সম্পর্কে কিছুই জানা নেই আমার। তবে দেখেছি পানের বরজে সচারাচর মেয়েদের ঢুকতে দিতে চায় না।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫১

জুল ভার্ন বলেছেন: পানের বরজ দেখেছি বাগের হাট, বরিশালে। সিলেটে পানের বরজ তেমন হয়না-ওখানে অন্য গাছের সাথে পান গাছ লাগানো হয়-বিশেষ ভাবে পাহাড় টিলায়।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: পাহেড়ে আদিবাসীরা পান চাষ করে সুপাড়ি গাছে তুলে দিয়ে।
মহেশখালির পান বিখ্যাত, সেখানে পানের বরজ দেখেছি।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫২

অপু তানভীর বলেছেন: পানের বরজের ভেতরটা এতো আলোকিত থাকে না । আপনার এখানে খুব আলো দেখা যাচ্ছে । আসলেই এতো আলো ছিল নাকি ক্যামেরার কারসাজি? আমাদের এলাকাতে প্রচুর পানের বরজ আছে । ভেতরে ঢুকলে অন্য রকম মনে হয় । মনে হয় যেন অন্য জগতে চলে এসেছি !

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন।
পানের বরজে আলো কম থাকে আমিও লক্ষ্য করেছি। একরমক ঠান্ডা ছড়িয়ে থাকে।
এই বরজাটার ছাইনি ততোটা পোক্ত ছিলোনা, দেখে মনে হয়েছিলো যত্ন কম। তাই আলোর পরিমান কিছুটা বেশী ছিলো।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন:




তেজপাতা গাছ আমার খুব ভাল লাগে।
ঝরা শুকনো পাতাগুলো কিচমৎকার সুঘ্রাণ
রান্নায় এগুলো ব্যবহারের পর লোকে ফেলে দেয়
আর পান পাতা?
পানেই মান। একথা শৈশবে শুনতাম
ডাক্তার আমাকে পান খেতে একদম নিষেধ করেছে
তারপর এর প্রতি আমার অনুরাগ থেকে বিরাগ তৈরী হয়েছে
খেজুর রসের পায়েস বেশ পছন্দের
তাতেও নাকি গ্যাসটিক
বুড়ো হতে হতে জীবনটা পানসে হয়ে আসে
সামনের সব কিছু ঘোলাটে হয়ে আসে
বিচ্ছিরি কান্ড একটা কিন্তু
বেঁচে থাকলে বুড়ো না হয়ে উপায় থাকে না।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।


আমার বড় বোনের বাগানবাড়িতে একটা তেজপাতা গাছ আছে। পাশের বাসার বন্ধুর ছাদেও আছে একটা ছোট গাছ।
গেলেই পাতা ছিড়ে পিষে নাকের কাছে ধরি।

পান খাইনা। তবে গতবছর কক্সবাজারে একটি চমৎকার মিষ্টি পান খেয়েছিলাম।
গ্যাসটিকর সমস্যা নেই আমার খেজুর রসের সব কিছু আমার পছন্দ।

আপনার মন্তব্যের শেষ অংশটুকু পরে সুমনে একটি গানের কথা খুব মনে পরে গেলো।
আমিও ৪০ এর কোঠায় হাজিরা দিবো

আজকে যে বেপরোয়া বিচ্ছু
শান্ত সুবোধ হবে কাল সে
চোখের সঙ্গী হবে চশমা
চল্লিশ পেরোলেই চালশে

আজকে যে আড্ডায় মশগুল
নির্বান্ধব হবে কাল সে
হরিহর আত্মা শুধু চশমা
চল্লিশ পেরোলেই চালশে

আজকে যে শিস দিয়ে গান গায়
কোন গান শুনবে হে কাল সে
চোখ থেকে খুলে নিয়ে চশমা
ভুলে গিয়ে চোখে আছে চালশে

আজকে যে দল বেঁধে দীঘা যায়
নিরালা সফরে যাবে কাল সে
সফর সঙ্গী শুধু চশমা
চল্লিশ পেরোলেই চালশে

আজকে যে প্রেমে পড়ে উন্মাদ
ঘোর সংসারী হবে কাল সে
শয্যা সঙ্গী শুধু চশমা
চল্লিশ পেরোলেই চালশে

আজকে যে শিস দিয়ে গান গায়
কোন গান শুনবে হে কাল সে
চোখ থেকে খুলে নেবে চশমা
ভুলে যাবে চোখে আছে চালশে

আজকে যে চুল রাখে বাবরি
লুকোবে চাঁদির টাক কাল সে
কি করে লুকোবে তার চশমা
চল্লিশ পেরোলেই চালশে

আজকে যে সারাদিন টই টই
ঘরকুনো হয়ে যাবে কাল সে
কাগজ পড়বে পরে চশমা
চল্লিশ পেরোলেই চালশে

আজকে যে শিস দিয়ে গান গায়
কোন গান শুনবে হে কাল সে
চোখ থেকে খুলে নেবে চশমা
ভুলে যাবে চোখে আছে চালশে

আজকে যে খুব জলজ্যান্ত
অ্যালবাম এ ঠাই পাবে কাল সে
ফটোগ্রাফ এর চোখে চশমা
চল্লিশ পেরোলেই চালশে

আজকে যে মুখে মারে বিশ্ব
চুপচাপ হয়ে যাবে কাল সে
ভাগ্যহীনের চোখে চশমা
চল্লিশ পেরোলেই চালশে

আজকে যে শিস দিয়ে গান গায়
কোন গান শুনবে হে কাল সে
চোখ থেকে খুলে নেবে চশমা
ভুলে যাবে চোখে আছে চালশে

আজকে যে প্রতিবাদী কন্ঠ
সর্বংসহা হবে কাল সে
সয়ে যাবে অসহ্য চশমা
চল্লিশ পেরোলেই চালশে

অথবা যে আজ নি:শব্দ
স্বশব্দে ফেটে যাবে কাল সে
ভূলে যাবে চোখে আছে চশমা
ভূলে যাবে চোখে আছে চালশে

আজকে যে শিস দিয়ে গান গায়
যেন গান গেয়ে ওঠে কাল সে
চোখ থেকে খুলে নিয়ে চশমা
মন থেকে মুছে দিয়ে চালশে
কাল সে।।
----- সুমন চট্টোপাধ্যায় -----

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: পানপাতা,তেজপাতা বড়ই দরকারী জিনিষ।

বন্ধুকে আকর্ষনেরর জন্য ঠোট লাল করার ক্ষেত্রে লিপস্টিক থেকে পানের আবেদন মনে হয় বেশী (যদিও আমি পান খাই নাই তবে পান-সুপারী আবহমান গ্রাম বাংলার মেহমানদারী তথা খাতিরদারী এক অন্যতম অনুষংগ এবং পানের ব্যাপারে আমাদের নানা দেশে লোককাহিনী প্রচলিত আছে ।আবার এর অর্থনৈতিক গুরুত্বও কম নয়)।

আর, তেজপাতা!!! :(( কি বলব ভাইজান? যদিও অনেকে হতাশায় অনেক সময় বলে" জীবনডা তেজ পাতা হয়ে হয়ে গেছে " - যা জীবনের খারাপ কিছু অর্থে বুঝাতে চায় তবে মাংস তরকারী কিংবা বিরানী-পোলাও পাক করতে তেজপাতার বিকল্প এখনো কিছু নেই।তাই জীবনকে মজাদার করতে :P তেজপাতার জুড়ি মেলা ভার।

ভাই ,আরেকখান পাতা আপনি বাদ দিয়েছেন - X(( বাঁশ পাতা । যদিও আমরা বাংগালী বাবুরা সবাইকে বাঁশ দিতে ব্যাপোক ভালবাসি তবে পাতা দিতে নয়।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: বাদ দেই না!! প্রথম দিন বাঁশ দিয়েই শুরু করছিলাম -

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৮

অধীতি বলেছেন: ধানসিঁড়ি নদী এখন ধানক্ষেত হয়ে গেছে। সরু খালের মত মরা নদীর পাড় ঘেষে অনেক পানের বরজ। ছোট বেলায় খালের পার ঘেষে যখন যেতাম, পানের কচি পাতা লুকিয়ে ছিড়ে চাবাতে চাবাতে যেতাম। কি সুন্দর দিনগুলো। ধানসিঁড়ি নদীর পাশে বড় একটি নদী বিশখালী। ওটার পাশে শতশত ছোট খেজুর গাছ ছিল। গোড়ায় দাড়িয়েই রস খাওয়া যেত। এখন বড় হয়ে গেছে মনে হয়।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে স্মৃতিচারণমূল সুন্দর মন্তব্যের জন্য।
ছোট খেজুর গাছগুলি বড় হওয়ার সুযোগ পেয়েছে কিনা সেটাও সন্দেহের বিষয় হয়ে গেছে এখন আমাদের দেশে।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৩

ওমেরা বলেছেন: প্রথম ছবিটা পানের ছবি কি সবুজ কি যে সুন্দর লাগছে ! আমার তো এক্ষুনি ওখানে যেতে ইচ্ছা করছে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি খুব একটা পানের বরজে যাওয়ার সুযোগ পাইনি।
পানের বরজের ভিতরে আলো-ছায়ার চমৎকার একটি খেলা চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.