নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

The Invisible Guest

০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:৩৮

অনেকদিন আগে একটি হিন্দী মিস্ট্রি থ্রিলার মুভি দেখেছিলাম, নাম বদলা (Badla)।
মুভির মেইন দুটি চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু।



সিনেমায় দেখানো হয়েছে পরকিয়ায় লিপ্ত এক জুটি তাদের অভিসার শেষ করে ফেরার পথে নির্জন এক বনভূমির মাঝে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়। বিপরীত দিক থেকে আসা গাড়িটি একা একটি যুবক গাড়ি চালিয়ে আসছিলো। সেই কাপল নিজেদের গাড়ি থেকে নেমে যুবকের গাড়িটির কাছে গিয়ে দেখে যুবকটি মারা গেছে। তারা পুলিশি ঝামেলার হাত থেকে বাঁচতে এবং নিজেদের অবৈধ সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সিদ্ধান্ত নেয় যুবকের লাশটি তারা গাড়িসহ লুকিয়ে ফেলবে।


পুরুষটি যুবকের গাড়িটিতে উঠে যুবকের লাশ সহ চলে যায় লাস আর গাড়ি লুকিয়ে ফেলতে। আর মেয়েটি নিজেদের গাড়ি নিয়ে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের গাড়ি বিগড়ে যায়। ঠিক সেই সয়ম সেখানে অন্য একটি গাড়ি এসে উপস্থিত হয় এবং বিগড়ে যাওয়া গাড়িটিকে নিজেদের গেরেজে নিয়ে গিয়ে সারিয়ে দেয়। দুর্ভাগ্যবশত সাহায্য করতে আসা গাড়িটি ছিলো মৃত যুবকের পিতা-মাতার।


কাহিনী এগিয়ে যেতে থাকে। হঠাত একদিন তাদেরকে ব্লাকমেই করে টাকা চায় একজ অজানা লোক। টাকা নিয়ে হাজির হতে বলে একটি নির্দিষ্ট হোটেলের আগে থেকে রিজার্ভ করে রাখা রুমে। টাকা নিয়ে তারা সেখানে হাজির হয়। কিন্তু তারপরেই সেই রুমে পুরুষটিকে মৃত এবং মেয়েটিকে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। টাকা গুলি ছড়িয়ে ছিটিয়ে আছে ঘর ময়। সেই বন্ধ কামরা থেকে বের হওয়ার সব রাস্তা ছিলো ভিতর থেকে বন্ধ করা। পুলিশ নানান কারণে সন্দেহ করে জীবিত মেয়েটিকে। কিন্তু সে টাকা খরচ করে নানান কৌশলে মিথ্যা এ্যালিবাই তৈরি করে নিজেকে অনেকটাই নির্দোষ প্রমান করে ফেলে। ঠিক সেই সময় আদালতে তার বিরুদ্ধে একজন স্বাক্ষী হাজির করা হয়। সেই স্বাক্ষী যাতে আদালতে মেয়েটিকে কোনো ঝামেলায় ফেলতে না পারে তাই একজন পরামর্শককে পাঠায় মেয়েটির উকিল। সে আসামীকে সব কিছু শিখিয়ে পড়িয়ে প্রস্তুত করবে কেস জিতার জন্য।

এখান থেকেই আমরা দেখতে পাই একই ঘটনার অনেকগুলি সম্ভাব্য গল্প। শেষ পর্যন্ত আসামীর মুখ থেকে আমরা জানতে পারি আসলেই সেই দিন কি ঘটেছিলো, এবং উন্মচিত হয় আরো একটি রহস্যের।


যাইহোক সিনেমাটি আমার কাছে চমৎকার লেছিলো। এর আগেও এমন কিছু ছবি দেখেছি বলে ঝাপসা ঝাপসা মনে হয় আমার। তবে এই বদলা সিনেমাটি কিন্তু ৯৮% কপি করা হয়েছে একটি স্পেনিস ছবি "The Invisible Guest (Spanish: Contratiempo; lit. Setback)" থেকে। প্রায় হুবহু নকল করা হয়েছে। শুধু "The Invisible Guest" সিনেমার পুরুষটির অবস্থানে বদলা সিনেমাতে আছে মেয়েটি আর মেয়ের অবস্থানে আছে পুরুষটি। আর "The Invisible Guest" সিনেমার পরামর্শকটি ছিলেন মহিলা তার বদলে বদলা সিনেমায় ছিলো পুরুষ।



সিনেমাতে জানানো হয়েছে এটি রিমেক।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু ,





বদলা ছবিতে The Invisible Guest এর নারী-পুরুষের চরিত্র বদলা - বদলী হয়েছে আর কি! ;)

বদলা ছবিটি দেখেছি- সুন্দর ছবি।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: একেবারে সঠিক কথা বলেছেন।
সিনেমাটি আমারও খুব পছন্দ হয়েছে।

২| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:



ভারতীয়রা নকলবাজ

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী ওদের প্রায় সকল সিনেমাই কাট-পিস করা।
বাংঙ্গালিরা এখন তারচেয়েও নিচে নেমে গেছে।

৩| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১০:০৯

নিমো বলেছেন: চাঁদগাজী বলেছেন:ভারতীয়রা নকলবাজ
এই বিষয়ে কোন সন্দেহই নেই। তবে এটা রিমেক।
view this link
view this link

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১০:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে তথ্যটুকুশেয়ার করার জন্য।

৪| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১০:১২

নিমো বলেছেন: আহমেদ জী এস বলেছেন: বদলা ছবিতে The Invisible Guest এর নারী-পুরুষের চরিত্র বদলা - বদলী হয়েছে আর কি! ;)
এটা রিমেক। তাই এই স্বাধীনতাটুকু নূতন পরিচালক নিয়েছেন।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১০:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: এটা যে The Invisible Guest এর রিমেক তাকি ছবির কথাও উল্লেখ করা হয়েছিলো?
আমি লখ্য করিনি।

৫| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: ইন্ডিয়ান টা দেখেছি। খুবই ভালো লেগেছে। তাই তিন বার দেখেছি। চমৎকার কাহিনী।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি একবারই দেখেছি, আজ আবার দেখবো।
কাহিনী চমৎকার তাতে কোনো সন্দেহ নাই।

৬| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ১২:২৯

নিমো বলেছেন: লেখক বলেছেন: এটা যে The Invisible Guest এর রিমেক তাকি ছবির কথাও উল্লেখ করা হয়েছিলো?
আমি লখ্য করিনি।

জী হয়েছিল। লক্ষ্য করা উচিত ছিল। আপনার উচিত পোস্টের শেষ প্যারাটা সংশোধন করা।

০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ, লিখে দিলাম

৭| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৭:২৩

হাবিব বলেছেন: ইউটিউবে পাওয়া যাবে?

০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: গতকালতো খুঁজে পেলাম না।

৮| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:০৩

অপু তানভীর বলেছেন: আগে এমনটা হত যে বিদেশী গল্পে কপি করে মুভি বানিয়ে ফেলতো । তখন এসব সহজে কেউ ধরতে পারতো না । তবে এখন সেসব ধরা পড়ে যায় খুব সহজেই । ইন্টারনেটের বদৌলতে সব খবর সবার কাছে চলে যায় । এখন তাই বেশির ভাগ সিনেমাই রিমেক হয় । আসল মুভির পরিচালক/রাইটারের কাছ থেকে টাকা দিয়ে মুভি/গল্পের স্বত্ব কিনে নেওয়া হয় । তারপর সেটা তৈরি করা হয় নিজের মত । এগুলো সব অফিশিয়াল হিন্দি রিমেক ।

বদলা মুভিটা আমার কাছে বেশ চমৎকার লেগেছিলো । বিশেষ করে শেষ টুইস্টটা বেশ চমৎকার ছিল । ইংরেজিটা আর দেখা হয় নি । কাহিনী যেহেতু এক তাই আর আগ্রহ জন্মায় নি অবশ্য আসলটাই দেখা দরকার ছিল ।

০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলটা স্পেনিস, কি বলছে বুঝার কোনো উপায় নেই আমাদের।
হিন্দিটার মেইকিং চমৎকার হয়েছে।

৯| ০২ রা অক্টোবর, ২০২১ সকাল ৯:৩১

জুল ভার্ন বলেছেন: সিনেমাটা দেখেছিলাম, খুব ভালো লেগেছে।

০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌ভালো লাগার মতোই একটি সিনেমা।

১০| ০২ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:০৩

জ্যাকেল বলেছেন: সিনেমটা দেখার নিয়ত করে ফেললাম।

০২ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখে ফেলেন, ভালো লাগবে গ্যারান্টি।

১১| ০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৯

নিমো বলেছেন:

০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১২| ০২ রা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১২

নিমো বলেছেন: লেখক বলেছেন: বেশ, লিখে দিলাম
পোস্ট সংশোধন না করে অহেতুক পোস্টে আমার নাম সংযোজনের দরকারটা বুঝলাম না। একটা চলচ্চিত্র নকল নয়, বরং রিমেক এটা বলাটা মনে হচ্ছে দোষের হয়ে গেল।

০২ রা অক্টোবর, ২০২১ রাত ৮:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি নিজে লখ্য করিনি এবং আপনি বলার পরেই জানতে পেরেছি এটি রিমেক। এবং সেটিই পোস্টে লিখে দিয়েছি। দোষ হয়ে গেলে ক্ষমা চাই। আপনার নাম মুছে দিচ্ছি।

১৩| ০২ রা অক্টোবর, ২০২১ রাত ৯:৫৫

মনিরা সুলতানা বলেছেন: এমন অনেক ই রিমেক আছে ওদের । অনেকবার নাম টা সামনে আসবার পর ও মুভি টা দেখা হয় নি।
আপনার রিভিউ ভালো লাগলো, হয়ত দেখে ফেলবো।

০২ রা অক্টোবর, ২০২১ রাত ১০:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: দেখে ফেলতে পারেন, খারাপ লাগবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.