নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হুজুগ!!!

১০ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪৮

দিন কয়েক আগে হঠাৎ করেই দেখলাম ফেসবুকে একটি পোস্ট অনেকেই শেয়ার করা শুরু করলো।

২০২১ সালের অক্টোবর মাসে ৫টি শুক্রবার, ৫টি শনিবার, ৫টি রবিবার যা ৮২৩ বছর পর পর আসে।
দারুন না ব্যাপারটা!!




কেউ একজন এই জিনিসটা প্রথমে ফেসবুকে দিয়েছে এবং হুজুগে ফেসবুকবাসী কোনো দিকে না তাকিয়ে নিজের মতো করে সেটি শেয়ার দেয়া শুরু করেছে। শেয়ার করার আগে একটুও চেক করে দেখার চিন্তা কারো মাথায় আসেনি বিষয়টি আসলে সত্যি! না কি এটি শেয়ার করে বোকা বনতে হবে!!

একই মাসে পরপর তিনটি বার ৫দিন হওয়াটা আসলে তেমন কোনো রেয়ার বিষয় না। একটি যেকোনো বছরের একটি ক্যালেন্ডারের সামনে ১ মিনিট দাঁড়ালেই বুঝা যায়।

এই ২০২১ সালের ক্যালেন্ডারের দিকেই তাকান-
জানুয়ারি আর অক্টোবর মাস হুবহু একই রকম। দুটি মাসই শুক্রবারে শুরু হয়ে রবিবারে ৩১ তারিখে শেষ হয়েছে। দুটি মাসেই ৫টি করে শুক্রবার, ৫টি করে শনিবার ও ৫টি করে রবিবার আছে।




তাছাড়া এই ২০২১ সালের ক্যালেন্ডারেই দেখতে পাবেন -
মার্চ মাসে আছে ৫টি করে সোম, মঙ্গল ও বুধবার।
জুলাই মাসে আছে ৫টি করে বৃহস্পতি, শুক্র ও শনিবার।
আগষ্ট মাসে আছে ৫টি করে রবি, সোম ও মঙ্গলবার।
ডিসেম্বর মাসে আছে ৫টি করে বুধ, বৃহস্পতি ও শুক্রবার।


এবার যদি বলেন যে অক্টোবর মাসেই ৫টি শুক্রবার, ৫টি শনিবার, ৫টি রবিবার চাই তাহলে আপনাকে ৮২৩ অপেক্ষা করতে হবে না। কারণ আগামী ২০২৭ সালের অক্টোবর মাসেই ৫টি করে শুক্র, শনি ও রবিবার আছে। গত ২০১০ সালেও এমনটাই ছিলো।



হ্যাপী ফেইজবুকিং
অথবা ফেসবুকি

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১:০৪

নিমো বলেছেন: এ হুজুগ নয়, এ হচ্ছে দেশে Digital illiteracy'র সোনালী সময় পার করছে।

১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেনতো!! "ডিজিটাল নিরক্ষরতা"

২| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১:৫২

কামাল১৮ বলেছেন: কেয়ামতের আলামত।যা চৌদ্দশ বছর ধরে প্রায় হয়।

১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐটা আবার ভিন্ন লাইন

৩| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই সকল গাধাদের নিয়ে লেখালেখিও একটা বোকামী!

১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি মোটামুটি বোকা মানুষ

৪| ১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুতরাং ঘটনা হলো নিচক রটনা।

১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ডিজিটাল তামাশা

৫| ১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৮

জুল ভার্ন বলেছেন: চমতকার উদাহরণ সহ ব্যাখ্যা।

১০ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৪০

সোহানী বলেছেন: ডিজিটাল হুজুগের দিন এখন! এতো চিন্তা করার সময় কই পাবলিকের!!!! আপনি যেভাবে পোস্টমর্টেম করলেন তা যদি লোকজন করতো তাহলে তো এতোদিন দেশ সোনার বাংলা হয়ে যেত :P

১০ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: X(
সোনার বাংলার কপিরাইট অন্য খানে।
সোনার বাংলা না হইলেও মানুষের চিন্তা শক্তির উন্নতি হইতো।

৭| ১০ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৪

নূর আলম হিরণ বলেছেন: ২০২০ ও এমন কিছু একটা ভাইরাল হয়েছিল। বেশিরভাগ বাংগালী ফেইসবুককে অথেন্টিক নিউজ পেপারের মত মনে করে। তবে সংখ্যাটা কমতেছে দিনদিন এটা ভালো লক্ষণ।

১১ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এমন মাঝে মাঝেই হয়।
ধন্যবাদ আপনাকে সন্দর মন্তব্যের জন্য।

৮| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ১:৪৭

রাজীব নুর বলেছেন: আমি হুজুগে চলি না।

১১ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও না

৯| ১১ ই অক্টোবর, ২০২১ রাত ২:২৩

নেওয়াজ আলি বলেছেন: ফেসবুক দীর্ঘায়ু হোক :D

১১ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: সাব্বে সাত্তা সুখীতো ফেসবুকিন্ত

১০| ১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৫

অপু তানভীর বলেছেন: কথা হচ্ছে ৮২৩ বছর পরে এমন মাস আসলেই বা কি? কিছু কি যায় আসে? না আসবে? :|

১১ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুই আসবে যাবে না, তবে বিষয়টি তখন রেয়ার হিসেবে আলাদা একটা স্থান পাবে।

১১| ১২ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৭

বিটপি বলেছেন: ৩১ দিনে মাস - এরকম সব মাসেই পরপর তিন দিন পাঁচটি করে আসে। কেবল ফেব্রুয়ারি মাসে পাঁচটি দিন হবেনা। এছাড়া ৩০ দিনে মাস - এরকম চার মাসেও দুটি দিন পাঁচবার করে আসবে।




১২ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: একেবারে সহি-সঠিক হিসাব দিয়েছেন।

১২| ২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:০৮

পলক শাহরিয়ার বলেছেন: এই জিনিসগুলো আবার পাবলিক ভালোই খায়। নিজে খায় অন্যকে খাইয়ে আনন্দ পায়। এই খাওয়ানোতে তো আর টাকা লাগছে না। সমস্যা কি?

২১ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কোনো সমস্যা নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.