নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বেলায় - ২১

০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

তার গুণগুণ মনে গান বাতাসে ওড়ে
কান পাতো মনে পাবে শুনতে,
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেলো যদি পারো বুঝতে।
----- অর্নব -----


ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং





গায়ের পথে সাজের বেলায়

ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/১১/২০১৮ ইং





সন্ধ্যা–গোধূলি লগনে কে
রাঙিয়া উঠিলে কারে দেখে।।
হাতের আলতা পড়ে গেল পায়ে
অস্ত–দিগন্ত বনান্ত রাঙায়ে
----- কাজী নজরুল ইসলাম -----


ছবি তোলার স্থান : লাবনী পয়েন্ট, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০২০ ইং






আইল গোধূলি সৌর রঙ্গ ভূমে,-
নামিল পশ্চিমে ধীরে যবনিকা,
ধূসর বরণা; ফুরাইল ক্রমে
দিনেশ দৈনিক গতি অভিনয়।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০১/২০১৯ ইং





মেঘের আড়ালে ডুব....

ছবি তোলার স্থান : নাগরি, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২১/০২/২০১৬ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
বিদায় বেলায় - ০১, বিদায় বেলায় - ০২, বিদায় বেলায় - ০৩, বিদায় বেলায় - ০৪, বিদায় বেলায় - ০৫
বিদায় বেলায় - ০৬, বিদায় বেলায় - ০৭, বিদায় বেলায় - ০৮, বিদায় বেলায় - ০৯, বিদায় বেলায় - ১০
বিদায় বেলায় - ১১, বিদায় বেলায় - ১২, বিদায় বেলায় - ১৩, বিদায় বেলায় - ১৪, বিদায় বেলায় - ১৫
বিদায় বেলায় - ১৬, বিদায় বেলায় - ১৭, বিদায় বেলায় - ১৮, বিদায় বেলায় - ১৯, বিদায় বেলায় - ২০
বিদায় বেলায় - ২১, বিদায় বেলায় - ২২, বিদায় বেলায় - ২৩
=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

সাজিদ! বলেছেন: চমৎকার ছবি ব্লগ।

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনার আশ্রমের কি অবস্হা? মাছ ধরেছেন?

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: অবস্থা মোটামুটি।
এই মাসে পানি-ওয়াস রুম আর বিদ্যুতের ব্যস্তথা হয়ে যেতে পারে।
মাছ ধরেছি।

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সূর্যাস্তের ছবিগুলো আসলেই নজরকাড়া।

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ রূপক বিধৌত সাধু ভাই।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ রাজিব দা

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৫

ঢাবিয়ান বলেছেন: সাঁঝের আলোয় বড় সুন্দর আমাদের গ্রাম বাংলা।

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্যি, নাগরি গেলে বিকেলটা অন্যরকম হয়ে যায় সূর্য ডোবার মূহুর্তে।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৫

জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর কিছু ছবি!!!

০৩ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন ভাই।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



কি পরিমাণ মাছ পেয়েচেন?

০৩ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অতি অল্প, ২৫-৩০ কেজি হবে।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: ২৫/৩০ কেজি মাছকে অল্প বলছেন!!!
১৮ কেজি মাছ দিয়ে আমাদের সারা মাস পার হয়ে যায়।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাইজান ওটি প্রায় ১৫ কাঠার একটি পুকুর। অন্ততো ২ মন মাছ হওয়া উচিত।
আমরা ৫ মালিক এবং ২ বন্ধু ছিলো সাথে। মোট ৭ ভাগ হয়েছে। এবার হিসাব করেন কয় মাস চলবে।
আমার ভাগের গুলি আমি ৩ ভাগ করেছি। গুরা মাছ ১ ভাগ দিয়েছি ১ বোনকে, অন্য ভাড় দিয়েছি শ্বশুর বাড়িতে।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৩

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার +

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া দাদা

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মনকাড়া সব ছবি।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.