নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রবি বর্মার কয়েকটি চিত্রকর্মের রিক্রিয়েশন

১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪২

রাজা রবি বর্মা বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী ছিলেন। ১৮৪৮ সালের ২৯শে এপ্রিল রাজা রবি বর্মা ভারতের কেরালা রাজ্যের ‘কিলিমানুর’ রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেন। তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী হিসেবে গণ্য করা হয়।

১।


মাত্র ৭ বছর বয়স থেকেই তার ছবি আঁকার নেশা তাকে সবার কাছে পরিচিত করে তোলে। তাদের বাড়ির দেয়াল ভরে ওঠতো তার আঁকা পশুপাখির ছবিতে, হাটবাজারে, পথেঘাটে বহমান নিত্যদিনের জীবনযাত্রার দৃশ্যে। ১৪ বছর বয়সে রাজা রবি বর্মা জলরঙ্গে ছবি আঁকতে শেখেন এবং পরে তিনি তেলরঙ্গে ছবি আঁকায় পারদর্শী হয়ে উঠেন।

ভারতীয় ঐতিহ্য ধরে রেখে ইউরোপীয় ধাঁচে ছবি এঁকে ভারতীয় চিত্রশিল্প জগতে এক অভূতপূর্ব পরিবর্তন এনেছিলেন রবি বর্মা।

তিনি তার চিত্রকলার বিষয়ের সন্ধানে ভারতজুড়ে ভ্রমণ করেছিলেন। তিনি প্রায়ই হিন্দু দেবী বা ভারতীয় মহিলাদের তাঁর ক্যানভাসে তুলে এনেছেন। তিনি ভারতীয় পৌরাণিক মহাকাব্যের চরিত্রগুলিকে তার কল্পনার নতুন জীবন দেন। বিশেষত মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী এবং দময়ন্তী গল্পের চরিত্র গুলির সৃষ্টিকর্মগুলি তাকে বিখ্যাত করে তোলে।

১৮৭৩ সালে মাদ্রাস চিত্রকর্ম প্রদর্শনীতে প্রথম পুরষ্কার লাভ করেন রাজা রবি বর্মা।
একই বছরে ভিয়েনা প্রদর্শনীতেও প্রথম পুরষ্কার পেয়ে তার খ্যাতি পৌছে যায় বিদেশে।
শিকাগো কলাম্বিয়ান প্রদর্শনীতে তিনটি স্বর্ণপদক পান তিনি।
১৯০৪ সালে লর্ড কার্জন, রাজা রবি বর্মাকে ‘কায়সার-ই-হিন্দ’ স্বর্ণপদকে ভূষিত করেন।

সাধারন মানুষের কাছে নিজের আঁকা ছবি পৌঁছে দিতে তাই ১৮৯৪ সালে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। সেখানে নিজের ছবিগুলোর প্রতিলিপি তৈরি করে সারা ভারতে সেগুলি ছড়িয়ে দেন। বাংলাসহ পুরো ভারতে জনপ্রিয় হয় তাঁর ছবিগুলো।

৫৮ বছর বয়সে রাজা রবি বর্মা ত্রাভানকোরের কিলিমানুর গ্রামে মৃত্যুবরণ করেন। কেরালা সরকার তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ‘রাজা রবি বর্মা পুরষ্কারম’ প্রবর্তন করেছে।

রাজা রবি বর্মা ভারতীয় নারীর অনন্য রূপ ফুটিয়ে তুলেছিলেন তার তুলিতে। রাজা রবি বর্মার আঁকা কিছু পোর্ট্রেটকে নতুন রূপ দিয়েছেন ভারতীয় ফ্যাশন ফটোগ্রাফার ভেংকেট রাম। মডেল হিসেবে ছিলেন শ্রুতি হাসান, সামান্থা আক্কিনেনি, রামইয়া কৃষ্ণানের মতো দক্ষিণের জনপ্রিয় নায়িকা ও মডেলরা। এরাছাড়াও গ্ল্যামারজগতের বাইরের নারীরাও মডেল হিসেবে আছেন। নতুন রূপে পুরনো ছবিগুলো থাকছে আজ।



২।



৩।



৪।



৫।



৬।



৭।



৮।



৯।



১০।



১১।



১২।



১৩।



১৪।



১৫।



১৬



১৭।



১৮।



১৯।



২০।



২১।







রাজা রবি বর্মা

তথ্যসূত্র : উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, অন্তর্জাল
ছবি সূত্র : গুগলের সাহায্যে বিভিন্ন সাইট থেকে সংগৃহীত।


=================================================================
চিত্রশিল্প নিয়ে আমার পোস্ট গুলি

হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ১
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ২
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৩
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৪
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৫
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৬
হেমেন্দ্রনাথ মজুমদারের আঁকা কিঞ্চিত ১৮+ দশটি চিত্রকর্ম - ৭
যামিনী রায়ের আঁকা কিছু নারীচিত্র

=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫০

রানার ব্লগ বলেছেন: কারে রেখে কারে দেখি !!!! :D

১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: একই অবস্থা আমারও!!!

২| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০১

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।

১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৬

চাঁদগাজী বলেছেন:



ভারতে এই মহা শিল্পি?

১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কি ধারনা?

৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৪

জুল ভার্ন বলেছেন: অসাধারন সব সুন্দর ছবি! আমি এই ছবিগুলো আগে দেখিনি এবং শিল্পী সম্পর্কেও জানতাম না।

১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: তিনি প্রায়ই হিন্দু দেবী বা ভারতীয় মহিলাদের তাঁর ক্যানভাসে তুলে এনেছেন। তিনি ভারতীয় পৌরাণিক মহাকাব্যের চরিত্রগুলিকে তার কল্পনার নতুন জীবন দেন। বিশেষত মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী এবং দময়ন্তী গল্পের চরিত্র গুলির সৃষ্টিকর্মগুলি তাকে বিখ্যাত করে তোলে।

আমার মহাভারতের গপ্পো পোস্টগুলিতে উনার অনেক ছবি ব্যবহার করেছি।

৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: দারুন কাজ। আমি মুগ্ধ।

১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও মুগ্ধ হয়েছিলাম দেখে।

৬| ১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৪

অপু তানভীর বলেছেন: স্রুতি হাসানের ছবি দুইটা সব থেকে পছন্দ হয়েছে । অবশ্য স্রুতি হাসানকে আমি এমনিতেই অনেক পছন্দ করি । এই জন্যই বোধহয় !

১১ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: শ্রতির কন্ঠস্বরটি অন্য রকম। চেহারা মিষ্টি। আমারও ভালো লাগে।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট গুলো ইদানিং ইউনিক হচ্ছে।
গুড জব।

১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৪৩

নেওয়াজ আলি বলেছেন: বহুত সুন্দর ছবি

১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.