নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঐ দূর পাহাড়ের ধারে.... ১০

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১১

সামান্য ঘুরে বেড়াবার ব্যারাম আছে আমার। বেড়ার সময় সুযোগ মতো স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবিও তুলে রাখি আমি। নানান সময় দেশে বা দেশের বাইরে দুই-একটি পাহাড়ি এলাকায় যাবার সুযোগ হয়েছে। সেই সব পাহাড়ি ছবি থেকে ৫টি ছবি রইলো এখানে।



ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং




মেঘের ফাঁকে ফোটে, বাঁকা শশীর চিকন হাসি,
উজান বেয়ে চল, তুমি কি তার চোখে চেয়ে।।
ও-পারে লুকায়ে আঁধার, গভীর ঘন বন-ছায়,
আকাশে হেলান দিয়ে, আলসে পাহাড় ঘুমায়।
----- কাজী নজরুল ইসলাম -----


ছবি তোলার স্থান : টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




পাহাড়ে ভোরের মেঘের চাদর

ছবি তোলার স্থান : সাজেক, রাঙ্গামাটি।
ছবি তোলার তারিখ : ১৪/১০/২০১৬ইং




টেকনাফের পাহাড়

ছবি তোলার স্থান : টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০/১০/২০২০ ইং




মনেরও রংএ রাঙাবো
বনেরও ঘুম ভাঙ্গাবো
সাগর..... পাহাড়......
সবাই যে কইবে কথা......


ছবি তোলার স্থান : টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১০/১০/২০২০ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের দেশটি যে কতো সুন্দর তা দেখার চোখ লাগে। আপনার সেই চোখ আছে। আমি বেশ কয়েকজনের নাম নিয়ে গর্ব করে নামের শেষে উপাধি তৈরি করছি। আশা করি নতুন বছরে পোস্ট দিতে পারবো। পোস্টে +++

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আসলেই আমাদের দেশের সৌন্দর্যের ব্যাপ্তি বিশাল। আমি নগন্য ঘরকোনামানুষ, খুব অল্পই দেখার সুযোগ পেয়েছি।
আপনা পোস্টের জন্য অগ্রীম শুভকামনা রইলো।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নদী এবং পহাড় দেখলে আমি উদাস হয়ে যাই। আমার জন্ম হয়েছিল সুনামগঞ্জে।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। পাহার প্রকৃতি সাগর আমারও পছন্দ।
আমার জন্ম ঢাকায়।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার বাড়ি থেকে মেঘালয় দেখা যায়।

২৮ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আগে আমার বাড়ি থেকে বর্ষায় নিচু এলাকার জলরাশি দেখা যেতো, এখন সামনের কতয়েকটি দালান ছাড়া আর কিছু দেখা যায় না। কিছুকাল পরে ৯ তালা দালান করার ইচ্ছে আছে। তখন দৃষ্টিসীমা আরএকটু বাড়বে।

আমি সুনামগঞ্জে গিয়েছি, তেমন ভাবে ঘুরে দেখা হয়নি।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৬

অপু তানভীর বলেছেন: টেকনাফ গেছি মাত্র একবার । খুব জলদি আবার যাওয়া হবে । টেকনাফের প্রথম ছবিটা কোথায় বলেন তো ? এবার গেলে ওখানে যাওয়ার চেষ্টা করবো ।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ঐটি মেরিনড্রাইভ থেকে দেখা যায়। যাওয়ার পথ কোন দিক দিয়ে জানা নাই।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৯

নাজমুল হাসান সজীব বলেছেন: যে একবার পাহাড়ের প্রেমে পড়েছে সে জানে পাহাড় তাকে কেমন টানে

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: পাহাড় আমাকে টানে। সবুজ পাহাড়, ধূসর পাহাড় অথবা তুষারে ঢাকা সাদা পাহাড় সবাই টানে।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনি যখন গিয়েছিলেন, কাশ্মীরে ভারতের টুরিষ্টদের পরিমাণ কেমন দেখেছিলেন?

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐ সময়টাতে তেমন কোনো ঝামেলা ছিলো না। তবে কাশ্মিরে কখনোই ট্যুরিস্ট গিজগিজ করে না। শ্রীনগরে রাতের ৮টায় বাইরে বের হলে মনে হবে যুদ্ধকালীন সময় চলছে্।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: শেষের ছবিটা দারুন হয়েছে। চোখে লেগে আছে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: মায়ানমার ট্রেন্জিট জেটিতে দাড়িয়ে তুলেছি ছবিটি। পাহাড়গুলি মায়ানমারের।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৩

সোবুজ বলেছেন: সাগর আর পাহাড়ের যেখানে মিতালী সেটা দেখার একটা আলাদা আনন্দ আছে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৭

জুল ভার্ন বলেছেন: পাহাড়-সাগর যুগলবন্দী ফটোগ্রাফী ভালো লেগেছে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। ধন্যবাদ ভালোলাগা জানানোর জন্য।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মায়ানমার ট্রেন্জিট জেটিতে দাড়িয়ে তুলেছি ছবিটি। পাহাড়গুলি মায়ানমারের।

অনেকদিন পরিবার নিয়ে বেড়াতে যাই না।
ইচ্ছা আছে কন্যা ফারাজা একা একা হাঁটা শিখলে তাকে নিয়ে সমুদ্রে যাবো।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বাবা এবং মার অসুস্থতার কারণে মাঝে আমি প্রায় ৫ বছর বৌ-বাচ্চা নিয়ে বের হইতে পারি নাই। গত বছর গিয়ে ছিলাম কক্সবাজার। আগামী ২ তারিখে যাবো পঞ্চগর-তেঁতুলিয়া। যাবো এবং আসবো, থাকা থাকি নাই।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৩

কাছের-মানুষ বলেছেন: আপনার ছবি তোলার হাত অসাধারন। প্রতিটা ছবিই দেখার মতন। আমার নিজেরও ঘুরে বেড়াতে ভাল লাগে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রসংশার জন্য, যতিও আমি খুব একটা ভালো ছবি তুলতে জানি না।
বেড়াতে আমিও ভালোবাসি খুব।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০২

সেডরিক বলেছেন: আমি কখনো পাহাড় দেখিনি। তবে দেখার ইচ্ছা আছে। আপনার ছবিগুলো সুন্দর 8-|

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্য শুভকামনা রইলো। আশাকরি শিঘ্রই আপনার পাহাড় দর্শনের ইচ্ছে পুরন হবে।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: পঞ্চগড়!!!!
অনেক দূর। একদম মানচিত্রের শুরুতেই। আমি কখনও যাই নি। যাবো আগামী বছর।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মেলা দূর সত্যি, তবে মানচিত্রের শুরুতে নয়। শুরুতে আছে তেঁতুলিয়া। আরো ভালো ভাবে বলতে হলে শুরুতে আছে বাংলাবন্ধ।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৩

পদাতিক চৌধুরি বলেছেন: আগেও বলেছি আপনার ছবি তোলার হাত অসাধারণ।কি সুন্দর ছবিগুলো।++

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য ও ছবির প্রসংশার জন্য।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:২১

মনিরা সুলতানা বলেছেন: কী যে সুন্দর !!

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.