নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

খানা-খাজানা - ০১

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৩

আমি সাধারনত খাবারের ছবি খুবই কম তুলি। খাবার সামনে এলে সেটি চেখে না দেখে ছবি তোলার ফুডব্লগারদের কাজ। আমার কাজ খেয়ে নেয়া। তবুও কখনো কখনো কিছু কিছু খাবারের ছবি আমি তুলেছি। সেই সব ছবি থেকে ৫ টি খানা-খাজানার ছবি রইলো এখানে।


ছবি তোলার স্থান : জম্মু, ভারত।
ছবি তোলার তারিখ : ২৬/০৫/২০১৫ ইং




কুলফি

ছবি তোলার স্থান : শিলাইদহ কুঠিবাড়ি, কুষ্টিয়া, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৭/০৮/২০১২ ইং




সেন্টমার্টিনে গেলে এমনই ভাবে রসনা বিলাসের জন্য সাজিয়ে রাখা মাছ দেখতে পাবেন।

ছবি তোলার স্থান : সেন্টমার্টিন, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০১/২০১২ ইং



এভাবে কাঠাল বিক্রি হতে দেখেছেন কে কে?

ছবি তোলার স্থান : ব্যাংকক, থাইল্যান্ড।
ছবি তোলার তারিখ : ১৫/১২/২০১০ ইং




কনে পক্ষের মেয়েগুলার বুদ্ধি দেখেন! বরের বন্ধরা আগেই যাতে চেক করে ফেলতে না পারে তার জন্য গ্লাসটাই উলটে রেখেছে।

ছবি তোলার স্থান : ভেড়ামারা, কষ্টিয়া, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৫/০৮/২০১২ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২১

শেরজা তপন বলেছেন: আপনি ছবি কম তোলেন- কি শুনাইলেন?
সেন্ট মার্টিনের মাছ ফ্রাই ভালই লাগে। কুঠিবাড়িতে গিয়েতো আমি কুলফি পাই নাই!!!
থাইল্যান্ডের সব ফলের স্বাদ চমৎকার। আর ছোলা ভাটুরা আমার বেশ পছনের খাবার- জম্বু'রটা কেমন ছিল?



২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি প্রচুর ছবি তুললেও খাবারের ছবি খুবই কম তুলি।
কুঠিবাড়ির কুলফি সেই জিনিস। এইটা মিস করেছেন।
থাইল্যান্ডে প্রচুর ফলের জুস পান করেছি, বেশ লেগেছিলো। ভারতে গেলেও করি।
ছোলা ভাটুরা!! আমাকে যদি কেউ বলে আমার খাওয়া সবচেয়ে খারাপ স্বাদের খাবারের তালিকা করতে তাহলে এটি সম্ভবতো ২ নাম্বারে থাকবে।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৫

জুল ভার্ন বলেছেন: খুব লোভনীয় ছবি! কাঠাল দেখে লোভ সামলানো দায়!

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আসলেই, কাঠালগুলি এতো চমৎকার করে প্যাক করাছিলো কি বলবো!! বাস্তবে আরো সুন্দর লাগছিলো।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সেন্টমার্টিনের ছবি বাদে সব গুলো ভালো লাগলো। কাঁঠাল পছন্দ না , তারপরেও।
২০১২ সালে ভেড়ামারা গিয়েছিলেন ? কোথায় , কার বাড়িতে ? কার বিয়ে ? নাম বললে হয়তো কিনতে পারবো।


ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো চিনতে পারবেন। ভেড়ামারার রাসেল প্রায় সকলেরই চেনা।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০১

বিটপি বলেছেন: যে ছবি তোলার জন্য আপনি জম্মু আর ব্যাংকক গেছেন, তা আমাদের মিরপুরে এলেই তুলে ফেলতে পারতেন। বিয়ে বাড়ির ওই গ্লাস নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম। এই গ্লাস খুব সহজেই সোজা করা যায়, কিন্তু এক একটা গ্লাসের সাইজ যদি এক এক রকম হয় আর সবগুলো গ্লাস একটিমাত্র ট্রেতে উলটো করে রাখা হয়, তখন কি করবেন?

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি ঐ ছবি তুলে জম্মু আর ব্যাংকক যাইনি ভাইজান, আমি গিয়ে ছিলাম বেড়াতে, ছবিগুলি উপরি পাওনা।
মিরপুরে এই ভাবে কাঠাল বিক্রি করে নাকি? জানা নাই।
আমি খুব সহজেই সবগুলি গ্লাস বা যেকোনো একটি গ্লাস উলটে নিতে পারবো।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাসেল!! বাংলাদেশের অনেকেই চেনে। ফ্রিল্যান্সিং দুনিয়ায় এক অনবদ্য নাম। ভালো ছেলে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: জ্বী, ওর বিয়েতেই গিয়েছিলাম।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কত দেশে ঘুরছেন মাশাআল্লাহ

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: খুব বেশি না ৩-৪টে মাত্র। আর্থিক সামর্থ অর্জন হলে অনেক দেশ ঘুরার ইচ্ছে আছে।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: ছবিগুলো চমৎকার।
লোভনীয় বটে B-)

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: অবশ্যই লোভনীয়, এই কারণেইতো ছবি তোলার কথা মনে থাকে না।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


জম্মুতে ঐ অখাদ্য (১ম ছবি )খেয়েছেন?

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: চেষ্টা করেছিলাম, তেমন একটা জুত করতে পারি নাই।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

সোবুজ বলেছেন: কাঁঠাল বিক্রির ধারনটা ভাল লেগেছে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ওরা সব ফলই এমন করে বিক্রি করে।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০২

মিরোরডডল বলেছেন:
কুলফি পছন্দ করি ।
এমন অবিনব স্টাইলে কখনও সার্ভ করতে দেখিনি ।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ঐখানের সিস্টেমই এইটা এবং মজাও।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: খানা খাজানা নামে জি টিভিতে একটা রান্নার অনুষ্ঠান হতো। আমি নিয়মিত দেখতাম। যাই হোক, ফুড ফোটোগ্রাফী খুব কঠিন জিনিস। আমি পারি না।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও পারিনা।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: আসলে ভালো গিয়ার থাকলে। ভালো ভালো কাজ করা সম্ভব।

৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার ভালো গিয়ার নেই। যখন আর্থিক সংগতি হবে তখন ভালো ভালো গিয়ার কিনবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.