নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

চন্দ্রবিলাস - ০৩

০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৫


ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৯/২০১৫ ইং

চাঁদের মেলা মেলা নাম আছে, যেমন - অম্ভোজ, অর্ণবোদ্ভব, ইন্দু, উড়ুপ, ঋক্ষেশ, এণকতিলক, ওষধিনাথ, ওষধিপতি, কলাধর, কলানাথ, কলানিধি, কলাভৃৎ, কান্তিভৃৎ, কুমুদনাথ, কুমুদপতু, কুমুদবান্ধব, কৌমুদীপতি, ক্ষীরাদ্ধিজ, ক্ষীরোদনন্দন, চন্দ্র, চন্দ্রক, চন্দ্রমা, চন্দ্রিমা, চাঁদ, ছায়াঙ্ক, তারাধিপ, তারাধিপতি, তারানাথ, তারাপতি, তারাপীড়, তুহিনাংশু, দ্বিজপতি, দ্বিজরাজ, দ্বিজেন্দ্র, নক্ষত্রপতি, নক্ষত্রাধিপতি, নক্ষত্রেশ, নিশাকর, নিশানাথ, নিশাপতি, নিশামণি, নিশারত্ন, নিশিকান্ত, নিশিনাথ, নিশিপতি, পক্ষচর, পক্ষজ, পক্ষধর, বিধু, মৃগাঙ্ক, যামিনীকান্ত, যামিনীনাথ, যামিনীপ্রকাশ, রজনীকর, রজনীকান্ত, রজনীপতি, রজনীরাজ, রজনীশ, রজনীসখা, রাকাপতি, রাকেশ, রাত্রিকর, রাত্রিমণি, রেবতীরমণ, শশধর, শশবিন্দু, শশভৃৎ, শশলক্ষণ, শশলাঞ্ছন, শশাঙ্ক, শশী, শিতরশ্মি, শীতকিরণ, শীতময়ূখ, শীতাংশু, শ্বেতধাম, সিতকর, সিতরশ্মি, সিতরুচি, সিতাংশু, সুধধার, সুধাংশু, সুধাকর, সুধাধামা, সুধানিধি, সুধাবর্ষী, সুধাময়, সোম, হরিণাঙ্ক, হিমকর, হিমকিরণ, হিমধামা, হিমাংশু ইত্যাদি। আপনি যে নামেই ডাকেন জোছনার আলো সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন সময়ে আমার তোলা কিছু চাঁদের ছবি রইলো।

দিবাচন্দ্র

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/১২/২০২০ ইং



চন্দ্রবলয়

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০৩/২০২১ ইং



ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই;
হাত ভরতি চান্দের আলো ধরতে গেলে নাই।
----- হুমায়ূন আহমেদ -----


ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০৯/২০১৫ ইং




ওরে গৃহবাসী খোল, দ্বার খোল, লাগল যে দোল।
স্থলে জলে বনতলে লাগল যে দোল।
দ্বার খোল, দ্বার খোল।
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----


ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৭/০৯/২০১৫ ইং





=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
চন্দ্রবিলাস - ০১
চন্দ্রবিলাস - ০২
চন্দ্রবিলাস - ০৩

=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি যখন কাজে গাড়ি চালাই মাঝে মাঝে খুব আকর্ষক চাঁদ দেখি, কিন্তু ছবি তুলতে পারি না।

আপনার ছবি খুব সুন্দর হয়।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামত জানানোর জন্য।

২| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬

জুল ভার্ন বলেছেন: বরাবরের মতোই সুন্দর ছবি পোস্ট!

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৩| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো তুলেছেন।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য।

৪| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৬

জ্যাকেল বলেছেন: অসাধারণ! খুব ভাল ছবি ব্লগ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৫| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:২৫

শায়মা বলেছেন: চাঁদের হাসির বাঁধ ভেঙ্গেছে উছলে পড়ে আলো

গানটা মনে পড়ে গেলো.......

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৬| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা চাঁদ!


নতুন বছরের অফুরান শুভেচ্ছা ভায়া :)

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যও রইলো নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।

৭| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৪

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বরাবরের মতোই দুর্দান্ত ছবি।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৮| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩২

ইসিয়াক বলেছেন: চমৎকার ছবি।
নববর্ষের শুভেচ্ছা রইলো প্রিয় ব্লগার।
ভালো থাকুন।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
হ্যাপি নিউ ইয়ার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.