নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

বিদায় বন্ধুরা.... বিদায় সামু.....

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:০১

আজ ২০২২ সালের নতুন বছরের দ্বিতীয় দিনে আমার দ্বিতীয় পোস্টে বিদায় নিচ্ছি সামু থেকে।

দির্ঘ্য দিনের পথ চলা সামুর সাথে, এবার ছেদ পরবে.........





সর্ব শেষ বিদায় নিয়েছিলাম সামু থেকে ২০২০ সালের সেপ্টেম্বরের শেষ দিকে। সেবার গিয়েছিলাম বেশ কয়েকদিনর জন্য কক্সবাজার-টেকনাফ বেরাতে।

এবার আবার বিদায় নিচ্ছে দিন পাঁচেকের জন্য। গন্তব্য পঞ্চগড়-তেঁতুলিয়ার দিকে।

২রা জানুয়ারি রাত ৮টার দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ধরে চলে যাবো পঞ্চগড়। সাথে থাকবে আমার বিবি সাহেবা ও দুই মেয়ে।
দ্রুতযান রাত ৮টায় ছাড়বে কমলাপুর থেকে। আমরা উঠবো ৮টা ৩০ মিনিটে বিমানবন্দর স্টেশন থেকে। সব ঠিক থাকলে আশা করছি পরদিন ৩রা জানুয়ারি ভোর ৬টা ১০ মিনিটে পৌছে যাবো এই লাইনের শেষ গন্তব্য পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে

সকালেই বেরিয়ে পরবো একটি সিএনজি অটোরিক্সা নিয়ে, প্রথমেই চলে যাবো আটোয়ারীর রসেয়াতে। দেখে নিবো একে একে

অভিনেতা রহমানের পৈত্রিক ভিটা
রসেয়া জামে মসজিদ
Rosea Trading and Banking Co. Ltd.
Rosea Old Clinic
রসেয়া জামুরী বাড়ী পুরনো মন্দির।
সরদার পাড়া প্রাচীন তিন গম্বুজ মসজিদ
সরদার বাড়ি


এরপর ফিরতি পথে দেখে নিবো-
মির্জাপুর শাহী জামে মসজিদ
মির্জাপুর ইমামবাড়া


এগুলি দেখা শেষে পঞ্চগড় ফিরে দেখে নিবো-
পাথর জাদুঘর
সুগার মিল জামে মসজিদ।



পঞ্চগড় দেখা শেষে রওনা হবো সোজা তেঁতুলিয়ার পথে। তেঁতুলিয়ায় পৌছে দেখে নিবো কয়েকটি প্রাচীন মন্দির, বাঁশ বাগান। তারপর চলে যাবো জেলা পরিষদ ডাক বাংলো এলাকায়। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাবো বাংলাবান্ধা জিরো পয়েন্ট। ফিরতি পথে দেখে নিবো কাজী এ্যান্ড কাজী চাবাগান, ভিতরের গড়, মহারাজার দিঘী ইত্যাদি।

সময়ে কুলালে উপরের সবগুলি দেখা শেষ করে সন্ধ্যায় রওনা হয়ে যাবো বিরামপুরের উদ্দেশ্যে। যদি সরাসরি বাস পাওয়া না যায় তাহলে বিরামপুর না গিয়ে রাতটা কাটাবো দিনাজপুরে। পরদিন ৪ঠা জানুয়ারি সকালে দিনাজপুরের ভ্রমণ শুরু করবো।

প্রথমেই চলে যাবো কান্তজীউ মন্দির দেখতে। পাশেই আছে ভাঙ্গা আরেটি মন্দির। একটু দূরে আছে নয়াবাদ মসজিদ। এগুলি দেখে ফিরবো আবার শহরের দিকে। পথে দেখে নিবো চেহেল গাজীর মাজার। সেখান থেকে সোজা চলে আসবো শহরে দিনাজপুর রাজবাড়ীতে। পাশেই আছে সুখ সাগর। সুখ সাগরে থেকে মাতা সাগর যাওয়ার পথে দেখেনিবো ভূতনাথ মন্দির

তারপরে একে একে দেখার চেষ্টা করবো
দিনাজপুর সংগীত মহাবিদ্যালয়
Haji Danesh House
Buti Babur Bari
দিনাজপুর পৌরসভা
Dinajpur Police Line Masjid
জুলুম সাগর
সীমান্ত ক্যাফেটেরিয়া
Thakurbari Old Shib Temple
Ruined Mondir
আনন্দ সাগর
Ghughudanga Jomidar Bari
রামসাগর জাতীয় উদ্যান


এইসব দেখা শেষ করে সন্ধ্যার মধ্যে চলে যাবো বিরামপুর। রাতটা কাটাবো পরিচিত্র ছোট ভাই রাসিনের হোটেল রাসিন রেষ্ট হাউসে। পরদিন ৫ই জানুয়ারি সকালে শুরু হবে আবার ভ্রমণ। প্রথমে যাবো -
রতনপুরের Rokhoni Kanto Zamidar Bari
Dhanjuri Catholic Church

পুরন মন্দির দেখে পৌছাবো স্বপ্নপুরী পিকনিক স্পট। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরতি পথে দেখে নিবো সীতাকোট বিহারসীতাকোট রথ মন্দির। সময় থাকলে বিকেলে চলে যাবো হিলি
পরদিন ৬ই জানুয়ারি দুপুরের একতা এক্সপ্রেস অথবা বাস ধরে ফিরে আসবো ঢাকায় ইনশাআল্লাহ।
৭ তারিখ থেকে আবার নিয়োমিতো হবো সামুতে। ততো দিনের জন্য বিদায় বন্ধুরা।

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:১২

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্য,




এভাবে আৎকে ওঠার মতো শিরোনাম দিতে হয়!!!!!!! :|
চমকে দিয়েছিলেন!

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: চমকে দেয়ার জন্যই ঐভাবে লেখেছি তো ;)

২| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:২৩

শায়মা বলেছেন: ওহ আমি তো অবাক। ঘটা করে সবার আগে সচল ব্লগারের নাম লেখার সাথে সাথেই ভাইয়া তল্পি তল্পা গুটালো কেনো???

মাত্র পাঁচ দিনের জন্য বিদায় লাগে ছুটি চাইলেই তো মঞ্জুর হয়ে যেত ভাইয়া।

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: সারাদিনে দেখা না হলেও রাতে মোবাইল থেকে সামুতে আসবো হয়তো, তবে উপস্থিতি জানান দেয়অ হবে না হয়তো।

৩| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:২৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আহমেদ জী এস সাহেবের সাথে আমিও একমত!

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও এক মত ভাইজান।

৪| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পঞ্চগড় নিয়ে বিস্তারিত ভাবে লিখবেন, ছোট কালে ভূতুড়ে গল্প পড়েছিলাম।

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি যাচ্ছি মূলতো পুরোনো স্থাপত্য দেখতে সাথে প্রকৃতি দেখা আর ভ্রমণটাও হয়ে যাবে।

৫| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভ্রমণ আনন্দদায়ক হোক!

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: হাতে সময় কম নিয়ে যেতে হচ্ছে, দেখাযাক কতটুকু দেখতে পারি। ধন্যবাদ আপনাকে।

৬| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১২:৫২

শায়মা বলেছেন: হ্যাঁ সামুর মায়া কাটানো কঠিন।
তাই অনেকেই ভূত হয়েও ফিরে ফিরে আসে।

আর তুমি তো যাবে বেড়াতে। কাজেই একটু একটু চোখ রেখো সামুর পাতায়..... :)

হয়ত একটু কেমন কেমন লাগবেও কয়েকটা দিন তারপর সব সয়ে যাবে।

তখন আবার এসে যেও পঞ্চগড়ের পোস্ট নিয়ে।

০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: হুম
দেখা যাক ঝুলায় কিকি গল্প জমাপরে, আর ক্যামেরায় কিকি ছবি উঠে। সব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ সময় মতোই।

৭| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ১:৪৬

সোবুজ বলেছেন: সুন্দর পরিকল্পনা।ঘুরে এসে বিস্তারিত লিখবেন।নিরাপদে ফিরে আসুন।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমি অলস মানুষ , তবুও ভ্রমণ গল্প লিখতে আমি অপছন্দ করি না।

৮| ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৩:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



একেবারে পিলে চমকে দেয়ার মত পোষ্ট শিরোনাম ।
শীতকালে পঞ্চগড়ে ভ্রমনের মঝাই আলাদা ।
শুনেছি মহানন্দা নদী তীরে অবস্থিত হিমালয় কন্যা পঞ্চগড়ের
তেঁতুলিয়া হতে শীতকালে নাকি বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘার
সৌন্দর্য উপভোগ করা যায় ।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পিলে চমকে দেয়ার জন্যই এই ভাবে লিখেছি।
এ সময়ে দেশের সর্বচ্চো শীত পড়ে ঐ এলাকায়। বাচ্চাদের কিছুটা কষ্ট হয়ে যাবে অবশ্য।
শীতে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স খুব কম। মূলত শরতে ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে। অবশ্য আমি আর আমার বিবি সাহেবা টাইগারহীল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে এসেছি। তবুও এখন থেকে দেখতে পেলে ভালো হতো।

৯| ০২ রা জানুয়ারি, ২০২২ ভোর ৪:৫১

নেওয়াজ আলি বলেছেন: ঘুরে আসুন নিরাপদে ফিরে আসুন।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১০| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৪

কালো যাদুকর বলেছেন: আরো ভ্রমন কাহিনীর আপেক্ষায় থাকলাম।
নিরাপদে ঘুরে আসুন।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: থানচি ভ্রমণটা লিখতে শুরু করে আর শেষ করা হয়নি।
এবার ঘুরে এসেই শুরু করে দিবো।

১১| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৭

নজসু বলেছেন:



তারমানে নতুন নতুন মন ভোলানো ছবি পাচ্ছি?
শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শীতের সময় প্রকৃতির ছবি ভালো আসেনা। আর আমি অবশ্য দেখতে যাবো সব পুরনো স্থাপত্যগুলি। দেখা যাক কি কি তুলে আনা যায়।

১২| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪১

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

১৩| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪২

রোকসানা লেইস বলেছেন: পাঁচ দিনের জন্য বেড়াতে যাচ্ছেন বলেন। তাও আবার দেশেরই ভিতর ।
আমিতো মাস চারেকের জন্য দেশে গিয়ে একমাস লেখা দিতে পারলাম না। তাও বিদায় টিদায় বলিনি।
যান ভালো করে ঘুরে আসেন উত্তর বঙ্গের শীতের হাওয়া খেয়ে আসেন।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সারা দিন মনে হবে রুটিনের কোনো একটা কাজ যেনো করা হয়নি!! ৫ দিন আমার জন্য মেলা সময়।

১৪| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মাথা নষ্ট করে দিয়েছিলেন শিরোনামের। যাক। অবশেষে.......

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: নানান ঝামেলা শেষ বাকিদের ছেড়ে শুধু আমিই যাচ্ছি বিবি-কন্যাদের নিয়ে। ফিরে এসে আবার দেখা হবে সামুতে।

১৫| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৩

ইসিয়াক বলেছেন:




একটু চমকে গিয়েছিলাম।পোস্ট পড়ে বুঝলাম সে রকম কিছু না .. হা হা হা ।
যাক যাত্রা শুভ হোক , ছবি সহ ভ্রমন কাহিনী পড়ার অপেক্ষায় থাকলাম।
ভালো থাকুন সবসময়।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌একটু চমকে দেয়ার জন্যই ঐভাবে লিখেছি।
দেখা যাক এবার ঝোলায় কি কি গল্প জমা পরে, আর ক্যামেরায় কি কি ছবি উঠে। সব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ সময় মতোই।

১৬| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

শেরজা তপন বলেছেন: যেভাবে বিদায় বিদায় শুরু করেছিলাম আমিও অনেকের মত আঁতকে উঠেছিলাম!!

যান গিয়ে বেড়িয়ে আসেন। দারুন কিছু ছবি ও ভ্রমনের গল্পের অপেক্ষায় রইলা্ম...

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।
দেখা যাক এবার ঝোলায় কি কি গল্প জমা পরে, আর ক্যামেরায় কি কি ছবি উঠে। সব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ সময় মতোই।

১৭| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২

রোবোট বলেছেন: বিদায় বিদায়




*


*


*


এই পোস্ট থেকে, আজকের মত :P

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আগামীতে দেখা হবে।

১৮| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৬

নিয়াজ সুমন বলেছেন: ভ্রমণ আনন্দদায়ক ও নিরাপদ হোক। শুভকামনা..।

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মাথায় বেন্দার বাড়ি,
ইতা কিতা শিরোনাম হুহ...... বন্দুক কই আমার

ঘুরে আসুন ফি আমানিল্লাহ

০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বেন্দা!! এই শব্দ আপনি কৈ পাইলেন আপু?
এটির অর্থ জানে এমন লোক সামুতে সম্ভবতো খুব বেশী নেই।
আবার বাবা কখনো কখনো এই বেন্দার প্রয়োগ করতে চাইতো আমার উপরে।

২০| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভয় পেয়েছিলাম ভেবেছিলাম একবারে চলে যাচ্ছেন।

যাক ঘুরে আসুন, ছবি পোস্টের অপেক্ষায় থাকলাম।

০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ফিরে আসবো ইনশাআল্লাহ, ক্যামেরা ভরা ছবি নিয়ে।

২১| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: প্রিয় ব্লগার সত্যি ই টেনশন লাগছিল, শিরোনাম পড়ে।
শুভ কামনা আগামীর ভ্রমণের জন্য।

০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: এবার বুঝেছেন টেনশনের কোনো কারণ নেই।
ধন্যবাদ আপনাকে।

২২| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১

জুন বলেছেন: আপনি যেমনে যেমনে যাবেন আমরাও তেমনি তেমনি ঘুরেছি বেশ কয়েক বছর আগে। যা যা দেখবেন সব দেখেছি। মহানন্দা নদীর পাশের বাংলোতে রাত কাটিয়েছিলাম। আর বিকে থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর পানিতে পা চুবিয়ে বসেছিলাম। তারপর হেটে হেটে বাজারে গিয়ে চা আর পুরী খেয়েছিলাম জলদস্যু। শেষে একটা ভ্যান গাড়ি করে বাংলোয় ফিরেছি। সেই পুর্নিমার রাতে কি যে মজা লাগছিলো বলার নয়। খুব ভালো লেগেছিল আমার এই ট্যুরটা।
দেখবেন আপনারও অনেক ভালো লাগবে।

০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা বন্ধুরা মিলে ৩ বার গিয়েছি তেতুলিয়ায়।
ঐ বাংলোটায় ৩বারে অন্ততো ৮ রাত থেকেছি আমরা। এবার অবশ্য রাত থাকার কোনো পরিকল্পনা নেই।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

২৩| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩২

কাছের-মানুষ বলেছেন: আহমেদ জী এস সাহেবের সাথে আমিও একমত! (২)

যাত্রা শুভ হোক।

০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও একমত (৪)

ধন্যবাদ

২৪| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: যেভাবে বিদায় বলেছিলেন ভাইজান , দম আটকাইয়া মইরা যাইবার লাগছিলাম । ভিতরে ঢুকে দেহি আপনি খালি ডর দেহাইছেন । আসলে আপনি যাইবেন মজার ভ্রমণে সাথে যাই সে ও তারা (বউ-কন্যা) । ইভাবে কেউ কারোরে ডর দেহায় কন? ব্যাপোক ভয় খাইছি।

তয় , এখন আপনার পরিবার - পরিজন নিয়ে শুভ-নিরাপদ ভ্রমণের জন্য দোয়া রইল এবং সাথে সাথে আশা রইল , ফিরে এসে আমাদেরকে আপনার ভ্রমণের সালতামামি জানাবেন।

০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: বছরের প্রথমে কিছু না পারি অন্তত ডরতো খাওয়াইলাম ;)
ধন্যবাদ আপনাকে শুভকামনার জন্য।

দেখা যাক এবার ঝোলায় কি কি গল্প জমা পরে, আর ক্যামেরায় কি কি ছবি উঠে। সব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ সময় মতোই।

২৫| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: শিরোনাম দেখে কিছু ভয় পেয়ে গিয়েছিলাম।
যাই হোক, সুন্দর ভাবে ফিরে আসুন।

০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৬| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬

মিরোরডডল বলেছেন:

এঞ্জয় ইউর ট্রিপ পাগলা ।

০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।

২৭| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৫৩

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: ভ্রমণ আনন্দের অনুভূতি।

০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.