নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : রাধাচূড়া

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০১



অন্যান্য ও আঞ্চলিক নাম : গুলেটু, রত্নগণ্ডি, সিদ্ধেশ্বরা, সিদ্ধেশ্বর, সিধাক্য, ছোট কৃষ্ণচূড়া ইত্যাদি।

Common Name : Peacock flower, Poinciana, Paradise Flower, , Petit Flamboyant, Red bird of paradise, Mexican bird of paradise, Dwarf poinciana, Dwarf flamboyant, Flamboyant Nain, Pride of Barbados, Barbados Pride, flowerfence.

Scientific Name : Caesalpinia pulcherrima



ঢাকার সড়ক দ্বীপে এই ফুল আজ প্রচুর দেখা যায়। বাগানেও রাধাচূড়ার কদর অনেক।

সুন্দরী রাধাচূড়ার আদি নিবাস ওয়েস্ট ইন্ডিজ। এই ওয়েস্ট ইন্ডিজ সুন্দরী আমাদের দেশের আবহাওয়ায় খুব ভালো মানিয়ে নিয়েছে।



ছোট ঝোপাল আকৃতির গুল্মজাতীয় গাছ এই রাধাচূড়ার। অসংখ্য ডালপালা কিছুটা ছড়ানো হয়ে থাকে। গাছের উচ্চতা ৫ থেকে ১৫ ফুট পর্যন্ত হতে পারে। খুবই দ্রুত বর্ধনশীল এই গাছ। কাণ্ড ও শাখায় কাঁটা থাকে।



রাধাচূড়ার ফুল ফোটার ধরন খুব চমৎকার। ডালের আগায় লম্বা ডাঁটায় নিচ থেকে ওপরের দিকে ফুল ফোটে। পাপড়ির মাঝখানে থাকে একগুচ্ছ পুংকেশর। সেগুলি থাকে বেশ বড়। বারো হাত কাঁকড়ের তেরো হাত বীচির মতো সেগুলি ফুলের বাইরে বেরিয়ে থাকে।



রাধাচূড়ার ফুল ফোটার নির্দিষ্ট কোন সময় নেই, সারা বছর জুড়েই ফুল ফুটে, তবে সাধারণত শীতে ফুল কম ফুটে।

রাধাচূড়ার ফলের রং নিয়ে অনেকেরই ভুল ধারনা আছে। অনেকেই মনে করেন লাল রং এর ফুল গুলি কৃষ্ণচূড়া আর হলুদ গুলি রাধাচূড়া। আসলে তা নয়, বরং রাধাচূড়া লালচে কমলা ও হলুদ হতে পারে। তাছাড়া গোলাপী রঙের রাধাচূড়াও হয়, তবে তা খুব রেয়ার।




যত সুন্দরীই হোকনা কেনো এই রাধাচূড়া কিন্তু সুগন্ধি হীন। তবুও প্রজাপতি ও ছোট পতঙ্গ এর আকর্ষণে ছোটে ছুটে আসে।

রাধাচূড়ার ফল দেখতে শিমের মতো চ্যাপ্টা। বীজ থেকে খুব সহজেই চারা জন্মে এবং বছর না ঘুরতেই গাছে ফুল দেখা দেয়।



মালী বলেছিল। সেই মতো
টবে লাগিয়েছি রাধাচূড়া।
এতটুকু টবে এতটা গাছ ?
সে কি হতে পারে ? মালী বলে :
হতে পারে যদি ঠিক জানো
কীভাবে বানায় গাছপালা।

খুব যদি বাড় বেড়ে ওঠে
দাও ছেঁটে দাও সব মাথা
কিছুতে কোরো না সীমাছাড়া
থেকে যাবে ঠিক ঠাণ্ডা, চুপ
ঘরেরও দিব্যি শোভা হবে
লোকেও বলবে রাধাচূড়া।

সবই বলেছিল ঠিক, শুধু
মালী যা বলে নি সেটা হলো
সেই বাড় নীচে ছারিয়ে যায়
শিকড়ে শিকড়ে মাথা খোঁড়ে আর
এখানে-ওখানে মাটি ফুঁড়ে
হয়ে ওঠে এক অন্য গাছ।

এমন কী সেই মরশুমি টব
ইতস্ততের চোরা চাপে
বড়ো মাথা ছেড়ে খুদে মাথায়
কাতারে কাতারে ঝেঁপে আসায়
ফেটে যেতে পারে হঠাৎ যে
সে কথা কি মালী বলেছিল ?

মালী তা বলেনি, রাধাচূড়া !
----- শঙ্খ ঘোষ -----



রাধাচূড়া বার্বাডোস এর জাতীয় ফুল।
গাছটির পাতা, ফুল, ছাল মূল সব অংশেই ঔষধিগুণ বিদ্যমান।

রাধাচূড়ার নাম শোনেননি এমন লোক খুব কমই আছেন। তবে রাধাচূড়া ও কৃষ্ণচূড়া ফুল চেনা নিয়ে অনেকোই সমস্যায় পড়ে যায়। তাদের অনেকেই কৃষ্ণচূড়া ও রাধাচূড়া ফুল দুটিকে গুলিয়ে ফেলেন।
কেউ কেউ মনে করেন - “যে কৃষ্ণচূড়া ফুলের রং লাল সেটির নাম কৃষ্ণচূড়া”, আর “যে কৃষ্ণচূড়া ফুলের রং হলুদ সেটির নাম রাধাচূড়া”। আবার অনেকে কনকচূড়াকে মনে করেন রাধাচূড়া। এই সমস্যা দূর করতে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক নামে একটি পোস্ট করেছিলাম।

নিচের ছবিটিতে পাশাপাশি কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়ার ছবি ও তথ্য দিয়ে দিলাম।


বিভিন্ন সময় ঢাকার হাতিরঝিলে, উত্তর বাড্ডায় আমার বাসার ছাদে, কক্সবাজারের রামুতে, ইত্যাদি বিভিন্ন যায়গায় ছবি গুলি তুলেছি আমি।


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৪

গরল বলেছেন: রাধাচুড়া ও কৃষ্ণচুড়া নিয়ে আমার সময়ই একটা কনফিউশন ছিলো, আপনার ছবি দেখে সেটা দুর হল। খুবই সুন্দর হয়েছে ছবিগুলো।

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: যাক আপনার কনফিউশন দূর হয়েছে জেনে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

২| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ফুল সুন্দর, সুন্দরের দিকে তাকিয়ে থাকলে মন সুন্দর হয়।

গন্ধে বিমুদ্ধ হতে হলে কবিতা লেখার জন্য গাছের নিচে বসতে হবে।

১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছে, সঠিক বলেছেন ভাইজান।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৯

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




সুগন্ধ না থাকলেও রাধাচূড়ার রূপ দেখে কৃষ্ণ প্রজাপতি আর পতঙ্গেরা তো আসবেই!!!!!!!
কবিতাটি সুন্দর।

১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০১

সোবুজ বলেছেন: বাহারী সব ছবি।দেখলেও মন ভরে যায়।

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ফুলের ছবিগুলো এতো চমৎকার সত্যিই অসাধারণ সেই সংগে কবিতাও।

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৫

বিটপি বলেছেন: আমার খুব প্রিয় ফুল গাছ। আচ্ছা, রাধাচূড়া আর সোনালু গাছের পার্থক্য কি বলতে পারবেন?

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: রাধাচূড়া আপনার প্রিয়, জানতে পেরে ভালো লাগলো। আমিও বেশ পছন্দ করি।


রাধাচূড়া আর সোনালু গাছ বা ফুলের সাথে কোনো মিল নেই, সবটাই পর্থক্য।
রাধাচূড়ার গাছ ছোট-খাটো।
সোনালুর গাছ বেশ বড়।
রাধাচূড়ার পাতা ঝিরিঝিরি।
সোনালুর পাতা মাঝারি আকারের।
রাধাচূড়া ফুল নানান রং এর হয়।
সোনালু ফুল শুধু হলুদ হয়।
রাধাচূড়া ফুল প্যাগডার মতো চূড়ার দিকে উঠে।
সোনালু ফুল ঝুমকার মতো নিচের দিকে ঝুলে থাকে।
আরো অনেক পার্থক্য আছে।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট

ও ভাই কবিতা পোস্ট করুইন না ক্যারে

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ পোস্টে ভালো লাগা জানানোর জন্য।
কবিতা পোস্ট করেছিতো - যখন দিন রাত মিলেমিশে একাকার

৮| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১২

কামরুন নাহার বীথি বলেছেন: খুব ভালো লাগলো ভাই আপনার লেখা পড়তে।
কবিতাটি চমৎকার।

১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে পোস্টে ভালো লাগা জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.