নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

হিসাবটা কি হলো?

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৮

সিডিএ’র ভুল নকশার মাশুল ১২শ কোটি টাকা সংবাদটি দেখে একটি গল্পের কথা মনে পরে গেলো।




রন্টি গেছে বেড়াতে। রাতে একটি হোটেল কাম রেস্টুরেন্টে গিয়ে হাজির হলো রন্টি।
হোটেলের মালিক জানালো এখানে এক রাত থাকতে হলে সবচেয়ে কম ভাড়ার যে রুমটি আছে সেটির জন্য ৩,৫০০ টাকা দিতে হবে।

রন্টি বললো ঠিক আছে, কিন্তু আগে আমি রুমটা দেখে নিতে চাই। পছন্দ হলে থাকবো, পছন্দ না হলে চলে যাবো।
হোটেল মালিক বললো, আমাদের হোটেলের নিয়ম হচ্ছে আগে রুম দেখতে হলে কাস্টমারকে ৫,০০০ টাকা কাউন্টারে জমা রখতে হয়।

রন্টি ৫,০০০ টাকা কাউন্টারে জমা রেখে বয়ের সাথে রুম দেখতে গেলো। সেই সুযোগে হোটেল মালিক তাঁর হোটেলের পাশের কশাইখানায় গিয়ে রন্টির দেয়া ৫,০০০ টাকা কশাইকে দিয়ে দিলো কশাইয়ের কাছ থেকে বাকিতে কেনা খাশির দাম হিসাবে।

কশাই ৫,০০০ টাকা হাতে পেয়ে সাথে সাথেই পাশের চায়ের দোকানে বসা দু্জন চোরকে সেই টাকাটা দিয়ে দিলো। কারণ কশাই এই চোরদের কাছ থেকেই বাকিতে চুরি করা খাশিটি কিনেছিলো।

এবার চোরেরা হাতে টাকা পেয়েই দৌঁড়ে গেলো সেই হোটেল কাম রেস্টুরেন্টে। হোটেলের মাকিককে চোর দুজন ৫,০০০ টাকা দিলো গত এক মাসে তার রেষ্টুরেন্টে খাওয়ার বকেয়া বিল হিসেবে।

এদিকে এতোক্ষণে রন্টি রুম দেখে ফিরে এসে জানালো তার রুম পছন্দ হয়নি। হোটেল মালিকের কাছ থেকে ৫,০০০ টাকা ফেরত নিয়ে সে অন্য হোটেলে রুম দেখতে চলে গেলো।

হিসেবটা যে কোনদিক দিয়ে কি হয়ে গেলো, তাই বুঝা গেলো না!!

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুণ , শুভ ব্লগিং

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাত্র ১২ শ কোটি

আমজনতার টাকার কমতি নাই ভাইয়অ :(

৩১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: সেইটাই।
শুধু ছাগলের মালিক হিসাবটা বুঝেতে পারে না।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


কাজী ফাতেমা ছবি বলেছেন: মাত্র ১২ শ কোটি।

বাংলাদেশের অবস্থা এখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, জনগণের বিশাল অংশ মনে করে রাস্তাঘাট সরকারের সম্পত্তি, এর নিরাপত্তা সহ যাবতীয় বিষয়াদি সরকারের দায়িত্বে। অল্প যারা বুঝতে পারেন যে সরকারের বলতে কোন সম্পদই নেই! যা ব্যবহার হচ্ছে তার পুরোটাই জনগণের। তারা নিরব থাকেন।

এখানে মূল দায়ি কেবল সরকারই নয়। এই জ্ঞানী লোকগুলোও দায়ী যারা বুঝতে পারেন জনগণের সম্পদ সরকার কর্তৃক নষ্ট হচ্ছে, কিন্তু তবু তারা (এই জ্ঞানীজন) অবচেতনে থাকা জনগনের অংশকে সচেতন করছেন না।

৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: সেই জনগণের অংশ আপনি, সেই জনগণের অংশ আমিও।

৪| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহা! আমার দেশ আমায় তারিয়ে দিয়েছে! তবু দেশের কথা বলি। বা বলার চেষ্টা করি।

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: দেশ কাউকে তাড়িয়ে দেয় না বস।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নকশা চেঞ্জ হবে, সময় বাড়বে, ব্যয় বাড়বে; কানাডার বেগম পাড়ায় বাড়ি হবে, গাড়ী হবে, ব্যবসা প্রতিষ্ঠান হবে সুতরাং এটাইতো স্বাভাবিক বিষয়।





আমাদের উন্নয়নও কেন্দ্রীভুত হবে পদ্মা সেতু, মেট্রোরেল ও অন্যান্য মেগাপ্রজেক্টে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। :(

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: সবটাই সত্যি, সবটাই সঠিক, সবাই সব কিছু বুঝে, শুধু ছাগলের মালিক তার ছাগলটা খুঁজে পায় না।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৬

লিংকন১১৫ বলেছেন: ইহা তৈরি করার সময় মহা ভোগান্তি পোহাচ্ছি :(
ইহা তৈরি হয়ে গেলে নতুন কোন এক অজানা ভোগান্তি তে পরবো X(( অপেক্ষা ছাড়া কোন উপায় নেই ।
আজ ১৫ মিনিটের রাস্তা পেরুতে ৫০ মিনিট লেগে যায় , ( কোন সময় ১ ঘণ্টা ২০ ও লাগে)
আমরা **** জনতার কি আসলো গেলো তাতে সরকারের কি , দিন দিন সব কিছুর দাম বাড়িয়ে **** ফেলছে সরকার ।

প্রতিদিন ধর্ষণ হচ্ছেন , হতেই থাকবেন ,

বেশি কথা বল্লেই দেশদ্রোহী হয়ে যাবেন X((

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: সবটাই জনঅতিসাধারণের ভালোর জন্য করা। কিন্তু সেই ভালোটা জনসাধারণ কখনো ভোগ করতে পারে না। সময়ের সাথে সাথে সেটি শুধু দূরেই সরে যায়।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১

সোবুজ বলেছেন: মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হলে এমনই হবে।

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: তাই নাকি!!!

৮| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:২৫

গরল বলেছেন: সবাই যার যার পাওনা পেল কিন্তু জনগন খাসিটার টাকা কখনই পাবে না, কারন জনগন জানে না কোন জিনিষ নিয়ে লাফাতে হয়। নারায়গঞ্জে একসাথে সাতজন ক্রসফায়ারে খুন হয়ে যায়, হাযার হাযার কোটি টাকা পাচার হলেও জনগনের কিছু যায় আসে না কিন্তু কল্পিত মানুষের কথিত অবমাননার জন্য সেই জনগন জীবন দিয়ে দেয়। অতএব এদের কপালে এর চেয়ে ভালো কি থাকবে।

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন, খুব ভালো বলেছেন।
আসলে আমাদের সময় কাটানোর জন্য একটা করে ইসু চাই। সেটা এমনকি শিল্পী সমিতির নির্বাচন হলেও আমাদের চলে।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: হবু সিঙ্গাপুর মালোশিয়ার বাসিন্দা হয়ে খুচরা হাজার কোটি টাকার ভাবনায় মন খারাপ করলে হবে !

৩১ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: না, মোটেও মন খারাপ করা যাবে না।
আমি শুধু মাস শেষে আমার আয় আর ব্যয়ের হিসাবটা মিলাতে হিমশিম খাই।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৮

নেওয়াজ আলি বলেছেন: খাম্বা নিয়ে যেত কথা শুনি এখন তার চেয়ে কম শুনি কারণ ডর ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্যি বলছেন।

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫০

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




রন্টির হিসেবটা দেখে লগ ইন হতে হলো। দারুন উপমা দিয়েছেন!
এবার ১২শ' কোটি টাকার হিসেবটাও এরকম হবে ------
নকশা চেঞ্জ হবে, সময় বাড়বে, ব্যয় বাড়বে; এই বাড়তি ব্যয় দেখানো টাকা অনেকেরই পকেটে যাবে। সেই পকেট থেকে জমি কেনা হবে, গাড়ী কেনা হবে, ব্যবসা প্রতিষ্ঠান বানানো হবে। যদি ঐ টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ী কেনা হয় তবে হুন্ডিওয়ালাদের পকেট ভরবে, কোনও কোনও ব্যাংকের ইনভয়েসে টাকা জায়গামতো ঢুকবে বা কোনও বা'হাতের খেলওয়ালাদের ষ্টার হোটেলগুলোতে বিনোদনের জন্যে যাবে। জমিওয়ালা, গাড়ীওয়ালা, ব্যাংকওয়ালারা,হোটেলওয়ালারা ঐ টাকা তার পাওনাদারদের ( বাড়ীওয়ালা - মুদিওয়ালা, বাচ্চাদের স্কুল কলেজওয়ালা, সরকারওয়ালা ইত্যাদি) দেবে। পাওনা পেয়ে ঐ সব পাওনাদারেরা আবার বিভিন্ন ভাবে টাকাগুনো ব্যবহার করবে আর সরকারের যাবতীয় ভ্যাট-শুল্ক-আয়কর পরিশোধ করবে। সরকার আবার সেই আয় থেকে সিডিএ'র ভুল নকশা সংশোধনে ঢালবে।
মাঝখান থেকে খাসি পাবলিকেরা টেরই পাবেনা, মানে হিসেবটা জানবেনা জবাইটা কখন, কিভাবে হলো। :D
সুতরাং চিন্তা নেই........ ১২শ' কোটি টাকা কোনও টাকাই না! :||

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এক্কেবারে সহি বাত।
পাবপলিক সর্বদাই নিজ গলা প্রস্তুত রাখে জবেহ হওয়ার জন্য, এ ছাড়া অন্য কোনো উপায় নেই। এই জবেহর সিস্টেম সেই আদি থেকে চালু আছে, আগামীতেও চলবে।
মানি ইস নো প্রব্লেম।

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫৩

বিটপি বলেছেন: ৪০ টাকা লিটার হিসেবে আমদানি করা সয়াবিন তেলে শুল্ক, আবগারী শুল্ক এবং ভ্যাট বাবদ মোট ৭০ টাকা প্রতি লিটার সরকার নিয়ে নেয়। ক্রুড তেলকে রিফাইন করার খরচ ২০ টাকা। প্রতি লিটার ১০ টাকা লাভ রেখে তেল কোম্পানিগুলো ১৬০ টাকা প্রতি লিটার বাজারে বিক্রি করে। সরকারের তো সমস্যা নেই। মানুষ সয়াবিন তেল খাবে আর সরকারকে উড়ানোর জন্য পয়সা দিয়ে যাবে। আপনি ফোনে কথা বলে প্রতি মিনিট ৮০ পয়সা দেন, তার ৩০ পয়সাই সরকার নিয়ে যায় এসব অপকর্ম করার জন্য।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: করার কিছু নাই।
সিস্টেমেটিক ভাবে আমাদের চেপে ধরা আছে। এই সিস্টেম যার হাতে যাবে সে এসেই চাপবে। সমস্যা হচ্ছে মাঝে মাঝেই এই চাপটা সহ্যসীমার বাইরে চলে যাই, যাচ্ছে।

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: হিসাবটা কিন্তু জটিল ছিল।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব হিসাব জটিলই হয়।

১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৮

নীল আকাশ বলেছেন: এইসব রাজনৈতিক লুটপাট। এই নিয়ে কিছু বললে আপনি তকমা পাবেন রাজাকার এবং রাষ্ট্রদ্রোহীতার।

০১ লা ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি বা আমরা কিছু বলি না। চুপ থাকি, আমাদের অভ্যাস হয়ে গেছে।

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: যোগ্যতার চেয়ে ক্ষমতা বেশি হলে সে ক্ষমতা নিজেরই বিপদ ডেকে আনে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.