নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দক্ষিণ সাহাবাজপুর খ্রিষ্টান কবরস্থান

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৮

গত জানুয়ারি মাসের ২ তারিখে গিয়েছিলাম উত্তরবঙ্গ ভ্রমণে বিবি-বাচ্চাদের নিয়ে। ৩ তারিখ সকালে বিরামপুরের কাছেই রতনপুরে গিয়েছিলাম রতনপুর জমিদার বাড়ি বা রখুনি কান্ত জমিদার বাড়ি দেখতে। জমিদার বাড়ি দেখা শেষে গ্রামের ভিতর দিয়ে একটি শটকাট পথ ধরেছিলাম স্বপ্নপুরীতে যাওয়ার জন্য।


শটকাট পথের সন্ধানের তালে পরে জমিদার বাড়ির থেকে ২ কিলোটিমার দূরে ধনজুরি ক্যাথলিক চার্চ এর কথা গেছি ভুলে। চার্চটি দেখা হয়নি, তবে যাবার পথে হঠাত করে সামনে পরে যায় একটি খ্রিষ্টান কবরস্থান (Christian Cemetery)। খ্রিষ্টান কবরস্থানটির নাম দক্ষিণ সাহাবাজপুর খ্রিষ্টান কবরস্থান। পথের ধারেই বড় একটি খেলার মাঠের শেষ প্রান্তে খ্রিষ্টান কবরস্থানটির অবস্থান। সিএনজি থেকে মেনে পায়ে পায়ে এগিয়ে গেছি খ্রিষ্টান কবরস্থানের কাছে। সম্ভবতো কিছুদিন আগেই বড়দিন চলে যাওয়ার খ্রিষ্টান কবরস্থানটিতে যত্নের ছাপ স্পষ্ট হয়ে আছে। কয়েকটি ছবি তুলে আবার পথ ধরেছিলাম স্বপ্নপুরীর।


[img|https://i.ibb.co/BTg8P8H/UBV-02-12.jpg























মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: পরিচ্ছন্ন

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক তাই

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:

বেশ সুন্দর পরিপাটি খ্রিস্টান সমাধিক্ষেত্রটি ।
ছবি খুব সুন্দর হয়েছে ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৮

নেওয়াজ আলি বলেছেন: চট্টগ্রাম মেহেদি বাগ একটা আছে দেখেছি । খুবই পরিচ্ছন্ন ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও যে কয়টি দেখেছি সবগুলিই পরিচ্ছন্ন এবং গোছানো।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৩৫

সোবুজ বলেছেন: আমাদের বনানী কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন।ঢাকায় থাকতে মাঝে মাঝে যেতে হতো।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বনানী কবরস্থান কখনো যাওয়া হয়নি, দরকার পরেনি। আজিমপুরেও যাইনি কখনো।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৪০

সোবুজ বলেছেন: যারা বেঁচে আছে তাঁরাই ভালমতো বাঁচতে পারছে না।মরা মানুষের জন্য এতো টাকা খরচ করার বিপক্ষে আমি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছু কিছু ইয়ম মানতেই হয়।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:০১

সোহানী বলেছেন: যেকোন কবরাস্থান দেখলেই মনটা হুহু করে উঠে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্যি

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কত জায়গায় ঘুরতেছেন কবরস্থানও বাদ যায়নি । আপনার ভাগ্য মাশাআল্লাহ

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি সুযোগ পেলে সুরিখানাতেও হানা দিতে পারি।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো উপর থেকে নিতে পারলে খুব ভালো হতো।

ঢাকার নারিন্দাতে একটা খ্রিস্টানদের কবরস্থান আছে। গেছেন কখনও? আমি গিয়েছি।
আপনি কি জানেন আপনাদের বাড্ডা এলাকায় খ্রিস্টান ও বৌদ্ধ দের সংখ্যা অনেক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: উপর থেকে ছবি নেয়ার ড্রোন আমার নেই।
নারিন্দা কবরস্থানে যাওয়ার ইচ্ছে থাকলেও যাই যাই করে এখনো যাওয়া হয়ে উঠেনি।

বাড্ডা অনেক বড় এলাকা, এখানে নানা ধর্মের লোক থাকবে এটাই স্বাভাবিক। খ্রিস্টান ও বৌদ্ধ নয়, এর সাথে বেশ কিছু
পাহাড়ি আদিবাসীদের বসবাস আছে বাড্ডায়। সেই সাথে আছে বেশ কিছু নিগ্রো।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৩

মনিরা সুলতানা বলেছেন: এখানের নির্জনতাই আমাকে বেশি টানে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও লখ্যকরেছি, খ্রিষ্টান কবরস্থান গুলিতে অন্যরকম নিরবতা থাকে আর গুছানো একটা ভাব। আমি আরো কয়েকটি খ্রিষ্টান কবরস্থানের গিয়েছি, ছবি তুলেছি। সেখানেও একই নিরবতা।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৩

জ্যাকেল বলেছেন: দেখার মত কিছু যদি দুনিয়ায় থাকে তবে ইহা কবরস্থানই। মানুষের মৃত্যুর পরের জন্য সবচেয়ে বেশি ভাবনা থাকা উচিত। মিশরের ফারাও'রা একদম সঠিক কাজ করে গিয়েছিল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: মৃত্যুর ভাবনা মাথায় থাকলে মনটা বেশ নরম থাকে। দুনিয়াতে চলার পথে সবটাই সমান গুরুত্ব বহন করেনা সত্যি। তবে পথ চলতে গিয়ে আমরা মৃত্যেকে ভুলে যাই। তাতে এক ধরনের ভালো থাকা যায়। মৃত্যর কথা স্মরণে থাকলে অন্য ধরনের ভালো থাকা যায়।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: ভাই সাহেব ড্রোন এঁর কথা বলি নাই। ড্রোন এ ঝামেলা আছে। শান্তি নাই। বিরাট দিকদারি।
গাছের উপর উঠলে ভালো ছবি পাওয়া যেত। আরাম করে ভালো ছবি পাওয়া যায় না। কষ্ট করতে হয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: গাছে উঠে ছবি তোলার মতো ফটগ্রাফার আমি নই।
গাছে উঠে আপনার তোলা ছবি থাকলে শেয়ার করবেন, দেখবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.