নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাক-পাখালি - ২০

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৮

বাংলাদেশের পাখির তালিকায় মোট ৭৪৪টি পাখি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাখিদের ছবি তোলার মতো উপযুক্ত যন্ত্রপাতি আমার নাই। তবুও মাঝে মাঝে অতি কমন কিছু পাখির ছবি তোলার সুযোগ হয়। আমার হিসাবে বাংলাদেশের সবচেয়ে কমন পাখি হচ্ছে কাক। আজ রইলে কাকেদের ছবি।



কাক

অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতিকাক, কাউয়া
Common Name : Crow, House Crow
Binomial name : Corvus splendens

ছবি তোলার স্থান : টেকনাফ-মায়ানমার ট্রেন্জিট জেটি, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




কাক

অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতিকাক, কাউয়া
Common Name : Crow, House Crow
Binomial name : Corvus splendens

ছবি তোলার স্থান : টেকনাফ-মায়ানমার ট্রেন্জিট জেটি, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




কাক

অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতিকাক, কাউয়া
Common Name : Crow, House Crow
Binomial name : Corvus splendens

ছবি তোলার স্থান : টেকনাফ-মায়ানমার ট্রেন্জিট জেটি, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




কাক

অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতিকাক, কাউয়া
Common Name : Crow, House Crow
Binomial name : Corvus splendens

ছবি তোলার স্থান : টেকনাফ-মায়ানমার ট্রেন্জিট জেটি, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং




কাক

অন্যান্য ও আঞ্চলিক নাম : পাতিকাক, কাউয়া
Common Name : Crow, House Crow
Binomial name : Corvus splendens

ছবি তোলার স্থান : টেকনাফ-মায়ানমার ট্রেন্জিট জেটি, টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং






=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাক-পাখালি - ০১
পাক-পাখালি - ০২
পাক-পাখালি - ০৩
পাক-পাখালি - ০৪
পাক-পাখালি - ০৫ : পায়রা
পাক-পাখালি - ০৬
পাক-পাখালি - ০৭ : চড়াই
পাক-পাখালি - ০৮ : ফিঙ্গে
পাক-পাখালি - ০৯ : সবুজ বাঁশপাতি
পাক-পাখালি - ১০ : চড়াই
পাক-পাখালি - ১১ : বন বাটান
পাক-পাখালি - ১২
পাক-পাখালি - ১৩
পাক-পাখালি - ১৪
পাক-পাখালি - ১৫ : পায়রা
পাক-পাখালি - ১৬ : চড়াই
পাক-পাখালি - ১৭ : গাংচিল
পাক-পাখালি - ১৮ : সাদা ময়ূর
পাক-পাখালি - ১৯
পাক-পাখালি - ২০ : কাক
পাক-পাখালি - ২১

=================================================================

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এগ্লা কাউয়া সব

পাখি মানেই ভালো লাগে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এতো কাক একসাথে আর কোথাও আমি দেখিনি।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা কাক !!!!!!!!!!! শুধুই কাক !!!!!!!!!!!!!!!!!!!!!!!

ব্যাপোক কাক !!!!!!!!!!!!!!!!!!!!!

বাংলায় :P কাউয়া !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! মানে ------------------কা --- কা ------------কা ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: হা হা হা শুধুই কা কা কা

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের ব্যাংকের কাছে বাসার কাছে এমন কাকের ভিড় লেগেই থাকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: তা হয়তো অনেক যায়গাতেই কাকেদের ভিড় লাগে, কিন্তু শেষ ছবিটাতে দেখেন। আকাশ ছেয়ে গেছে কাকে। এবং সেখানেই শেষ নয়, ওতোটুতু শুধু ক্যামেরার ফ্রেমে এসেছে। ফ্রেমের বাইরের অংশের পুরো পশ্চিমাকাশ ছেয়ে গিয়েছিলো কাকে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলায় কাকের যন্ত্রণা যে কী বিরক্তিকর ছিল বলে বোঝানো যাবে না। ধান সিদ্ধ করে দুয়ারে শুকানোর জন্য রোদে দেয়া হতো। কাকেরা সেখানে ঝাঁপিয়ে পড়তো। তখন খেলাধুলা কামাই দিয়ে কোটা হাতে কাক তাড়ানোর জন্য দাঁড়িয়ে থাকা ছিল আমার উপর ন্যাস্ত মহান দায়িত্ব। একটু চোখ সরাইলেই ওরা আবার ঝাঁপিয়ে পড়তো।

তবে ময়লা আবর্জনা পরিষ্কার করায় কাকেদের জুড়ি নাই।

ছবিগুলো ভালো লেগেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যে স্মৃতির ঝুলি খুলে ধরার জন্য।
ছোটে বেলায় আমি বেশ দুষ্টুপ্রকৃতির ছিলাম। দুষ্টুইর একটি পার্ট ছিলো বছরের নির্দিষ্ট সময়ে কাকেদের বাসা ভেঙ্গগে দেখে সেখানে কি কি আছে। তবে কাকেরাও ছেড়ে কথা কইতো না।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৪

জুল ভার্ন বলেছেন: আজ সারাদিন মোবাইল ফোনে ব্রাউজ করছি....ছোট স্ক্রিনের জন্য কোনো লেখাই স্বাভাবিক ভাবে দেখতে পারছিনা- তাই পোস্ট সম্পর্কে মন্তব্য করতে পারিনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: তারপরেও ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবগুলো ছবিই সুন্দর

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মতামতের জন্য।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কাকদের কখনোই পাখি বলে মনে হয় না
এই পাখিদের কাক নামে আলাদা জাতি মনে হয় ।

জলদস্যু ভাইয়া ... টেকনাফ মায়ানমার ট্রানজিট জেটিতে এরা কি করছিলো , জানা গিয়েছিল কিছু ? ;) (ধারণা : ময়লা পরিস্কার, ২০২০ সালে গ্যালো ,অনেকদিন হয়ে গেছে কিন্তু )

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ওদের পাখি বলেই মনে করি আর কিছু না।

ঐখানে বা আশেপাশে সম্ভবতো সাগর থেকে ফেরা মাছ ধরার ট্রলারে ওদের জন্য প্রচুর খাবারের ব্যবস্থা হয়ে যায়। তাই হয়তো জড়ো হয় সেখানে। অথবা অন্য কোনো কারণও থাকতে পারে।

হুম, দেখতে দেখতেই সময় চলে যায়।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৫

ইসিয়াক বলেছেন: ছবিগুলো সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: আজকে দেখি কাউয়াময় ছবি ব্লগ ....

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: পূর্বে সাদা ময়ূরের ছবি ব্লগ দিয়া ছিলাম, এবার কালা কাউয়া হইলো।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২০

নেওয়াজ আলি বলেছেন: প্রথমে কাউয়ার ছবি দিলেন :)

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সবগুলাই কাউয়ার ছবি।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: কাককে কি পাখি হিসেবে ধরা হয়? চিংড়িকে তো মাছ হিসেবে ধরা হয় না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: চিংড়ি মা না হলেও কাক শতভাগ খাঁটি পাখি। কাককে পাখি না ধরে কোনো উপায় নেই।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: কাক কে যারা কাউয়া বলে তাদের আমার ভালো লাগে না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: মাঝে মাঝে আমি কাউয়া বলি। কাউয়া আমাদের এলাকার আঞ্চলিক ডাক। আরো অনেক এলাকেতেই কাকের আঞ্চলিক নাম কাউয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.