নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঐ দূর পাহাড়ের ধারে.... ১১

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৩

সামান্য ঘুরে বেড়াবার ব্যারাম আছে আমার। বেড়ার সময় সুযোগ মতো স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবিও তুলে রাখি আমি। নানান সময় দেশে বা দেশের বাইরে দুই-একটি পাহাড়ি এলাকায় যাবার সুযোগ হয়েছে। সেই সব পাহাড়ি ছবি থেকে ৫টি ছবি রইলো এখানে।



ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং




নাফ নদীর ঐপারে দূরে মায়ানমারের পাহাড় সারি

ছবি তোলার স্থান : টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং



মেঘের ফাঁকে ফোটে, বাঁকা শশীর চিকন হাসি,
উজান বেয়ে চল, তুমি কি তার চোখে চেয়ে।।
ও-পারে লুকায়ে আঁধার, গভীর ঘন বন-ছায়,
আকাশে হেলান দিয়ে, আলসে পাহাড় ঘুমায়।
----- কাজী নজরুল ইসলাম -----


ছবি তোলার স্থান : টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/১০/২০২০ ইং





খাগড়াছড়ির পাহাড়

ছবি তোলার স্থান : টেকনাফ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০/০১/২০১৪ ইং





ছবি তোলার স্থান : বেতাব ভ্যালি, পেহেলগাম, কাশ্মীর, ভারত।
ছবি তোলার তারিখ : ২৭/০৫/২০১৫ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ঐ দূর পাহাড়ের ধারে.... ০১, ঐ দূর পাহাড়ের ধারে.... ০২, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৩, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৪
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৫, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৬, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৭, ঐ দূর পাহাড়ের ধারে.... ০৮
ঐ দূর পাহাড়ের ধারে.... ০৯, ঐ দূর পাহাড়ের ধারে.... ১০, ঐ দূর পাহাড়ের ধারে.... ১১

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আকর্ষক!

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

এপোলো বলেছেন: ছবিগুলো ভাল লেগেছে। ঘুরাঘুরি করতে আলাদা একটা মন লাগে। আমি জানি কারণ আমার মনে হয় ঐ মন আমার নাই।
ঘুরাঘুরি করতে খুব ভাল লাগে আমার। গত কয়েকবছরে বেশ কিছু জায়গায় গিয়েছিও এইদিকে ঐদিকে। এখন আর পারি না। সময় থাকলেও কেন যেন বের হওয়া হয়ে উঠে না। সেজন্যই বলি, ঘুরাঘুরি করতে আলাদা একটা মন লাগে। আপনার ঐ মন আছে দেখে ভাল লাগল। অন্তত কিছু ছবি দেখতে পারছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ঘুরাঘুরি করতে আলাদা একটা মন লাগে
কথা সত্যি। এবং এই মনের সাথে লাগে সময়-সুযোগ ও অর্থের জোগান। তারপর শুরু করা যায় ঘুরাঘুরি।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
শুভকামনা আপনার জন্য।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



কাশ্মীরে মানুষজন দেখেছিলেন?

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি যখন গিয়েছি তখন কাশ্মিরে শান্তি বিরাজ করছিলো, মানুষজন না দেকার কোনো কারণ নাই।

অ.ট। আপনার পোস্ট প্রথম পায়াত কবে থেকে আসবে?

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২০

জুল ভার্ন বলেছেন: একদা এতো বেশি ঘুরে বেড়িয়েছি- মনে করলেও মাথা ঘোরায়! আর এখন এখন বন্দী কারাগারে.....

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি অল্প-বিস্তর বেড়িয়েছি, এখনো ইচ্ছে অনেক অনেক বেড়াবার।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:




রেজিষ্ট্রেশনের ৩ দিন পর পোস্ট ১ম পাতায় আসার কথা।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এখনোতো এলো না!!!

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: কাশ্মীরের একটা ছবি কেনো। আর দিলেন না যে

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: কাশ্মীরের তো দুইটা ছবি আছে। পরে আরো আসবে।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:২৯

রোবোট বলেছেন: এতো বেড়াবেড়ি করা কি ঠিক হচছে? আমার তো মনে হয় একটু বাড়াবাড়ি হচ্ছে। বরং বাড়ির কাছে একটা বেড়ি বাধ দিয়ে ফেলুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিগুলি দুইহার ১৪, ১৫ ও ২০ সালের। মানে বেশ পুরনো। এখন খোব বেশী বেড়াই নাতো!! খরচে কুলিয়ে উঠতে পারি না। বেড়িবাধ এমনিতেই পরে গেছে।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ছবি।
বাংলাদেশের সব পাহাড় কি আপনার ঘুরা শেষ?

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ।
বাংলাদেশের হাতে গোনা দুই একটা পাহাড় দেখেছি কেবল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.