নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আকাশ জুড়ে মেঘের খেলা - ০৫

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৮

মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি...

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং





আকাশে মেঘের স্বপ্ন দোলে
বাতাসে বজ্রের ধ্বনি তুলে -
আকাশেরা বুকে বৃষ্টির জল
ঝর্ণা ধারার মতো বয় চঞ্চল ।
আকাশের চোখে বৃষ্টি ঝরিয়ে -
কোথায় হারায় মেঘের দল -?

----- রুবিনা মজুমদার -----

ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং




আদি অন্ত হারিয়ে ফেলে
সাদা কালো আসন মেলে
​​ পড়ে আছে আকাশটা খোশ-খেয়ালি,
আমরা যে সব রাশি রাশি
মেঘের পুঞ্জ ভেসে আসি,
​​ আমার তারি খেয়াল, তারি হেঁয়ালি।
মোদের কিছু ঠিক-ঠিকানা নাই,
আমরা আসি, আমরা চলে যাই।

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----

ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং





কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা।

----- সুকুমার রায় -----

মোবাইল ক্লিক
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৮/০৮/২০১৮ ইং





আলোর চুমায় এই পৃথিবীর হৃদয়ের জ্বর
ক’মে যায়; -তাই নীল আকাশের স্বাদ- স্বচ্ছলতা-
পূর্ণ ক’রে দিয়ে যায় পৃথিবীর ক্ষুদির গহ্বর;
মানুষের অন্তরের অবসাদ – মৃত্যুর জড়তা
সমুদ্র ভাঙিয়া যায়; - নক্ষত্রের সাথে কয় কথা
যখন নক্ষত্র তবু আকাশের অন্ধকার রাতে-
তখন হৃদয়ে জাগে নতুন যে এক অধীরতা ,
তাই ল’য়ে সেই উষ্ণ –আকাশের চাই যে জড়াতে
গোধূলির মেঘে মেঘ, নক্ষত্রের মতো র’বো নক্ষত্রের সাথে!

----- জীবনানন্দ দাশ -----

ছবি তোলার স্থান : বেরাইদ, ইছাপুরা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৯/০৭/২০১১ ইং




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
আকাশ জুড়ে মেঘের খেলা - ০১, আকাশ জুড়ে মেঘের খেলা - ০২, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৩, আকাশ জুড়ে মেঘের খেলা - ০৪
আকাশ জুড়ে মেঘের খেলা - ০৫

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আকাশের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও আকাশ পছন্দ করি। সেটা দিনের যেমন, তারচেয়েও বেশী রাতের আকাশ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবি ও কবিতাগুলো (রুবিনা মজুমদারের অতি দুর্বল কবিতাটা ছাড়া) অসাধারণ।

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে মতামত ও পোস্টে + এর জন্য।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১১

জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!

১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এই আকাশ সুন্দর যদিও আমার উইন্ডোস এক্সপির ডেক্সটপের আকাশটা বেশি পছন্দের । :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। আমি তো রোজই আকাশ তুলি । আকাশ ভালোবাসি

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও আকাশ ভালোবাসি। আজ দেখেন আকাশে চাঁদের জোছনার বান ডেকেছে।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: আকাশের ছবি তোলার জন্য শরৎকাল বেস্ট।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ঠিক বলছেন।
তবে সব সময়ই কিছু কিছু ছবি তোলা যায়। শরৎতের তুলনা হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.