নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ঈদের ছয়খানি হাদিস

০৩ রা মে, ২০২২ রাত ১:৩২



০১। ঈদের দিন খেলাধুলা
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
ঈদের দিন সুদানীরা বর্শা ও ঢালের দ্বারা খেলা করত। আমি নিজে (একবার) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কছে আরয করেছিলাম অথবা তিনি নিজেই বলেছিলেন, তুমি কি তাদের খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ, তারপর তিনি আমাকে তাঁর পিছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে, আমার গাল ছিল তার গালের সাথে লাগান। তিনি তাদের বললেন, তোমরা যা করতে ছিলে তা করতে থাক, হে বনু আরফিদা। পরিশেষে আমি যখন ক্লান্ত হয়ে পড়লাম, তথন তিনি আমাকে বললেন, তোমার কি দেখা শেষ হয়েছে? আমি বললাম, হ্যাঁ, তিনি বললেন, তা হলে চলে যাও।
সহীহ বুখারী : ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৯০২, আন্তর্জাতিক নাম্বারঃ ৯৪৯ - ৯৫০



০২। ঈদের দিন আনন্দ উৎসব
আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
একদিন আমার ঘরে আবূ বকর (রাঃ) এলেন তখন আমার নিকট আনসার দু’টি মেয়ে বু’আস যুদ্ধের দিন আনসারীগণ পরস্পর যা বলেছিলেন সে সম্পর্কে কবিতা আবৃত্তি করছিল। তিনি বলেন, তারা কোন পেশাগত গায়িকা ছিল না। আবূ বকর (রাঃ) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে শয়তানী বাদ্যযন্ত্র। আর এটি ছিল ঈদের দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবূ বকর! প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে আর এ হল আমাদের আনন্দ।
সহীহ বুখারী : ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৯০৪, আন্তর্জাতিক নাম্বারঃ ৯৫২



০৩। ঈদুল ফিতরের দিন খেজুর খাওয়া
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। তিনি তা বেজোড় সংখ্যক খেতেন।
সহীহ বুখারী : ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৯০৫, আন্তর্জাতিক নাম্বারঃ ৯৫৩



০৪। ঈদ গাহে যাওয়ার ও আসার সময় ভিন্ন ভিন্ন পথে হাঁটা
জাবির (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন (বাড়ী ফেরার সময়) ভিন্ন পথে আসতেন।
সহীহ বুখারী : ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৯৩৪, আন্তর্জাতিক নাম্বারঃ ৯৮৬



০৫। ঈদের সালাতের আগে পরে আর কোনো সালাত নেই
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল (রাঃ) কে সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের দিন বের হয়ে দু’রাকাত সালাত আদায় করেন। তিনি এর আগে ও পরে কোন সালাত আদায় করেননি।
সহীহ বুখারী : ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৯৩৬, আন্তর্জাতিক নাম্বারঃ ৯৮৯



০৬। ঈদের দিন রোজা রাখা নিষেধ
আবূ সা‘ঈদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন-
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন এবং কুরবানীর ঈদের দিন সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করা থেকে, ‘সাম্মা ’ ধরনের কাপড় পরিধান করতে, এক কাপড় পরিধানরত অবস্থায় দুই হাঁটু তুলে নিতম্বের উপর বসতে (কেননা এত সতর প্রকাশ পাওয়ার আশংকা রয়েছে) এবং ফজর ও ‘আসরের পরে সালাত (নামায/নামাজ) আদায় করতে নিষেধ করেছেন।
সহীহ বুখারী : ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ১৮৬৮, আন্তর্জাতিক নাম্বারঃ ১৯৯১ - ১৯৯২


আপনাদের সকলকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

হাদিস গুলি সংগ্রহ করেছি hadithbd থেকে।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২২ রাত ৩:৩১

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লেখা
...................।

ঈদ মোবারক,আসসালামু ওয়ালাইকুম
নাকি !
আসসালামু ওয়ালাইকুম, ঈদ মোবারক।
.........


ঈদ মোবারক বা
ঈদ অভিনন্দন
বিষয়টা একই !

০৩ রা মে, ২০২২ সকাল ৯:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আগে সালাম হওয়ার কথা।

ঈদ মোবারক বা ঈদ অভিনন্দন সম্পর্কে কোনো ধারনা নাই।

২| ০৩ রা মে, ২০২২ ভোর ৬:০০

এম ডি মুসা বলেছেন: খুউব উপকারি কথা,, ইদ মোবারক

০৩ রা মে, ২০২২ সকাল ৯:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকেও জানাই ঈদের শুভেচ্ছা

৩| ০৩ রা মে, ২০২২ ভোর ৬:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

:প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে আর এ হল আমাদের আনন্দ।

- তিনি কি বুঝিয়েছেন? মুসলিম জাতি নাকি আরব জাতি?

০৩ রা মে, ২০২২ সকাল ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: মুসলিম জাতী বুঝিয়েছেন। আরব জাতীর জন্য আরো কিছু ঈদ আছে।

৪| ০৩ রা মে, ২০২২ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক।

০৩ রা মে, ২০২২ সকাল ১০:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ঈদ মোবারক।

৫| ০৩ রা মে, ২০২২ সকাল ১০:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ইদ মুবারক ভাই। ♥️

০৩ রা মে, ২০২২ বিকাল ৩:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌ঈদ মোবারক আপনাকেও জানই।
ভালো আছেন তো?

৬| ০৩ রা মে, ২০২২ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: বাহ! নতুন কিছু জানলাম।

ঈদ মোবারক দস্যু।

০৩ রা মে, ২০২২ বিকাল ৩:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার জন্যই রইলো ঈদের শুভেচ্ছা

৭| ০৩ রা মে, ২০২২ দুপুর ১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হাদিসগুলো সবার জানা থাকা দরকার।
ঈদের শুভেচ্ছা ভাই।

০৩ রা মে, ২০২২ বিকাল ৩:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম দুটিতে ঈদের আনন্দের ধরন বলা আছে খেলা-ধুলা গান-বাজনায়।
মাঝের দুটিতে খুব সহজ দুটি সুন্নত পালনে বিষয়।
শেষ দুটিতে ঈদের দিন কি করা যাবেনা তা বলা হয়েছে।

জানা থাকলে মানাটা সহজ হয়।
ঈদ মোবারক।

৮| ০৩ রা মে, ২০২২ বিকাল ৫:০৭

সোনাগাজী বলেছেন:



এই ৬টা হাদিসের ব্যাখ্যা দিন নিজ ভাষায়। এগুলো কোনভাবে আমাদের জাতীয় ও সামাজিক জীবনকে কোনভাবে সাহায্য করতে পারে? রাষ্ট্র কি এগুলোকে কাজে লাগাতে পারবে, শাসনতন্ত্রে এগুলো যোগ করার দরকার আছে?

০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি আতি আতেলের মতো মাঝে মাঝে বেফাস মন্তব করেন।
আমি পরিষ্কার বলেছি এগুলি ঈদ সংক্রান্ত হাদিস। আপনি মুর্খের মতো এর সাথে জাতীয়-সামাজ-রাষ্ট্র-দেশ-শাসনতন্ত্রকে টেনে আনার চেষ্টা করছেন।

৯| ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৪২

ঢুকিচেপা বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
খেজুরের বিষয়টা জানতাম না, আপনার পোস্ট থেকে জানার পর ঈদের নামাজে আবার শুনলাম।

০৩ রা মে, ২০২২ রাত ৮:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিও আগে জানতাম মিষ্টান্ন খেতে হয়। পরে দেখলাম নবীজী খেঁজুর খেতেন। এইবার তাই আমিও মিষ্টান্ন বাদ দিয়ে খেঁজুর খেয়ে বেরহয়েছিলাম।

১০| ০৩ রা মে, ২০২২ রাত ৮:৩৯

মাস্টারদা বলেছেন: ঈদ মোবারক

০৩ রা মে, ২০২২ রাত ৮:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ঈদ মোবারক

১১| ০৩ রা মে, ২০২২ রাত ১০:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার মনে হয় না জাতি মানে মুসলিম জাতি। জাত এর সাথে জেনেটিক্স এর সম্পর্ক আছে।
কিন্তু মুসলিমের সাথে তো জেনেটিক্স এর সম্পর্ক কি সেটা বুঝেতে পারছি না।

সেই হিসাবে জাতি হিসাবে আরব বুঝানোই বেশি যৌক্তিক।

০৪ ঠা মে, ২০২২ রাত ১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য ও মতামতের জন্য।
আরবী সম্পর্কে আমার জ্ঞান শূন্য। আমি অনুবাদ থেকে এই হাদিস গুলি কপি করেছি। তাই প্রকৃত আরবিতে কি ছিলো এবং সেটিতে এই জেনেটিক্স বিষয়টি যায় কিনা আমার জানা নেই।

তবে, আমার মনে হয় -
প্রত্যেক জাতির জন্যই আনন্দ উৎসব রয়েছে
এই অংশে জাতি বলতে শুধু আরব নয় বরং পৃথিবীর প্রতিটি আলাদা আলাদা জাতি-গোষ্টির কথা বুঝানো হয়েছে।

আর এ হল আমাদের আনন্দ।
এই আংশে আমাদের বলতে শুধু মুসলিম জাতিকে বুঝানো হয়েছে।

অবশ্য আমার বুঝায় ভুলও হতে পারে।

১২| ০৫ ই মে, ২০২২ রাত ১২:৫৯

রেজাউল৯৬ বলেছেন: হাদিসে আসা মূল আরবি শব্দ ছিল কওম । এর অর্থ জাতি (nation)। পৌরনীতি বইতে লেখা সংগা অনুসারে কমন কিছু বৈশিষ্ট শেয়ার হলে এক নেশন হয়- যেমন এক দেশ ( বাংলাদেশি জাতি ) , এক ধর্ম (হিন্দু, ইহুদি, মুসলমান জাতি), এক ভাষা (চাইনিজ জাতি, বাংগালি জাতি)।

রেস বলতে কেহ কেহ লিনিয়েজ বুঝান । এর আরবি আল নসব বা এরকম কিছু হবে।

জাতি /nation এর সাথে জেনেটিক্সের কোন সম্পর্ক নাই।

০৫ ই মে, ২০২২ রাত ১:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর আলোচনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.