নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : নাগলিঙ্গম

০৩ রা মে, ২০২২ রাত ১০:০৫

ফুলের নাম : নাগলিঙ্গম

অন্যান্য ও আঞ্চলিক নাম : হাতি জোলাপ, কামান গোলা, তোপ গোলা, শিবলিঙ্গম, শিবফুল।
Common Name : Cannonball Tree
Scientific Name : Couroupita guianensis


শোনা যায়,
নাগলিঙ্গম গাছে যখন ফুল ফোটে তখন ফুল হতে অদ্ভুত মাদকতাময় গন্ধ বের হয়। সেই গন্ধে নাগিনীর গায়ের ন্যায় কাম গন্ধ খুঁজে পায় নাগ। কামের নেশায় মত্ত হয়ে তখন নাগ ফনা তোলা নাগিনীর মতো দেখতে ফুলের কাছে ছুটে আসে। সাপুড়েরা তাই এই গাছের নাম দিয়েছেন নাগলিঙ্গম। উপমহাদেশে কালক্রমে এই নামটিই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে।
আসলে এই গল্পটি সঠিক নয়। নাগ+লিঙ্গ থেকে নাগলিঙ্গম নামকরণ। মূলত নাগলিঙ্গম ফুলের মাঝে থাকা পরাগচক্র দেখতে সাপের জননাঙ্গের সাথে হুবহু মিলে যায় বলেই এর নাম নাগলিঙ্গম রাখা হয়েছে।



নাগলিঙ্গম ফুলের পরাগচক্র ও সাপের জননাঙ্গের তুলানা


নাগলিঙ্গম ফুলের নাম অনেকে জানলেও অনেকেই আছেন যারা ফুলটিকে চিনেন না। আবার অনেকেই আছেন যারা ফুলটিকে ভুল চিনেন। মূলতো তিনটি ফুলকে অনেকেই গুলিয়ে ফেলেন। সমস্যাটা দেখা দেয় ফুলগুলির নামের সাথে নাগ শব্দটি আছে বলেই। ফুল তিনটি হচ্ছে নাগলিঙ্গম, নাগেশ্বর ও নাগকেশর। নিচের ছবিতে পাশাপাশি তিনটি ফুলের ছবি ও তথ্য দিয়ে দিলাম।

নাগলিঙ্গম, নাগেশ্বর ও নাগকেশর


নাগলিঙ্গমের আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চল।
ফ্রান্সের একজন উদ্ভিদ বিজ্ঞানী জে এফ আবলেট ১৭৫৫ খ্রিস্টাব্দে এর নামকরণ করেন।
নাগলিঙ্গম গাছ ৩৫ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। গুচ্ছ পাতাগুলো খুব লম্বা, সাধারণ ভাবে ৮ থেকে ৩১ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। বছরের প্রায় সব ঋতুতেই এই গাছের পাতা ঝরে এবং কয়েকদিনের মধ্যে আবার নতুন পাতা গজায়।
ভেষজ গুণসম্পন্ন নাগলিঙ্গম গাছের ফুল, পাতা ও বাকলের নির্যাস থেকে বিভিন্ন ধরনের ওষুধ হয়।



অনেক আগে থেকেই গাছটি ভারত উপমহাদেশে একটি পবিত্র উদ্ভিদ বলে বিবেচিত হয়ে আসছে। হিন্দু ধর্মাবলম্বীরা শিব ও সর্প পূজায় নাগলিঙ্গম ফুল ব্যবহার করেন। ভারতে নাগলিঙ্গমকে ‘শিব কামান’ নামে ডাকা হয়।

বৌদ্ধদের মন্দিরেও এই ফুলের যথেষ্ট কদর রয়েছে। এ কারণে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমারের বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে নাগলিঙ্গম গাছ বেশি দেখা যায়।



একটি মঞ্জরিতে ১০ থেকে ২০টি ফুল ক্রমান্বয়ে ফুটে

দ্রুত বর্ধনশীল নাগলিঙ্গম গাছে চারা রোপণের ১২ থেকে ১৪ বছর পর গাছে ফুল ধরে। গ্রীষ্মকাল এবং বর্ষাকালে ফুল ফোটে। গাছের কাণ্ড ভেদ করে বেরিয়ে আসে প্রায় ৭ ইঞ্চি দীর্ঘ অসংখ্য মঞ্জুরি। এক একটি মঞ্জরিতে ১০ থেকে ২০টি ফুল ক্রমান্বয়ে ফুটতে থাকে। মঞ্জরির একদিকে নতুন ফুল ফোটে অন্যদিকে পুরাতন ফুল ঝরে পড়ে। ফুলের রং অনেকটা লালচে কমলা বা লালচে গোলাপী হয়ে থাকে। ফুলে ৬টি মাংশল পুরু পাপড়ী থাকে। ফুলের মাঝে থাকে নাগের জননাঙ্গের আকৃতির পরাগচক্র। ধারনা করা হয় এর কারণেই এই ফুলের নাম হয়েছে নাগলিঙ্গম



এই গাছে ফুল ধরার পর বেলের মতো গোল গোল ফল ধরে।
এগুলি দেখতে কামানের গোলার মত বলে এদের ইংরেজি নাম Cannonball Tree.
আবার এই ফল গুলি হাতির খুবই প্রিয় খাবার বলে এই অঞ্চলে এর নাম হাতি জোলাপ গাছ
ফলগুলো চকলেট রঙের। যার ব্যাস প্রায় ১৫ থেকে ২৪ সেন্টিমিটার হয়ে থাকে। ফল পরিপক্ব হতে প্রায় এক বছর সময় নেয়। পরিপক্ব ফল মাটিতে পড়লে ফেটে যায়। বাতাসে খানিকটা ঝাঁঝালো গন্ধ সৃষ্টি হয়। ফল মূলত পশু পাখির খাবার। মানুষের জন্য এ ফল অখাদ্য। একটি ফলে ২০০ থেকে ৩০০ বীজ থাকে।


নাগলিঙ্গম ফল

বাংলাদেশে নাগলিঙ্গম আছে বেশ কিছু। পাহাড়ি অঞ্জলে নিজে থেকেই আছে। তাছাড়া আমি নিজে দেখেছি রমনা উদ্যানে আছে কয়েকটি গাছ, ফুল ফুটছে এখন। বলধা বাগানে দেখেছি কয়েকটিতে ফুল ফুটতে। আছে মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে কয়েকটি গাছ ফুল দেয়া অবস্থায়। জাতীয় ঈদগাহে আছে অনেকগুলি গাছ। কার্জন হলে আছে। ময়মনসিংহের মুক্তাগাছা রাজবাড়িতে দুটি গাছ রয়েছে। ময়মনসিংহের শশীলজের পিছনে পুকুর পাড়ে আছে। ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেনে দেখেছি। টোকে দেখেছি দুটি গাছ সুধন দার বাড়িতে। এছাড়াও সরকারি ভাবে এর চারা তৈরি করে নানান যায়গা ছড়িয়ে দেয়া হয়েছে।



ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা, বাংলাদেশ এবং আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেন, কলকাতা, ভারত।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং ও ২৩/০৫/২০১৫ ইং


সূত্র : নেট, ফুলগুলি যেন কথা, উদ্ভিদ সংহিতা, অন্তজাল, নিজ।




=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩,
রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, লতা পারুল-২
গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, ঝুমকোলতা, শিমুল গাছে আগুন, কদম ফুলের ১০টি ছবি, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভোমড়, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================
বিভিন্ন দেশের জাতীয় ফুল
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০১, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০২, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৩
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৪, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৫, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৬
বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৭, বিভিন্ন দেশের জাতীয় ফুল - ০৮

=================================================================
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০২, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৩
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৪, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৫, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৬
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৭, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৮, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ০৯
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১০, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১১, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১২
বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৩, বিভিন্ন প্রজাতীর গোলাপ ফুল : পর্ব ১৪


=================================================================
১০টি ফুলের ছবি
১০টি ফুলের ছবি : পর্ব - ০১ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০২ , - , পর্ব - ০৪ , - , পর্ব - ০৫
১০টি ফুলের ছবি : পর্ব - ০৬ , - , পর্ব - ০৭ , - , পর্ব - ০৮ , - , পর্ব - ০৯ , - , পর্ব - ১০
১০টি ফুলের ছবি : পর্ব - ১১ , - , পর্ব - ১২ , - , পর্ব - ১৩ , - , পর্ব - ১৪ , - , পর্ব - ১৫
১০টি ফুলের ছবি : পর্ব - ১৬ , - , পর্ব - ১৭ , - , পর্ব - ১৮ , - , পর্ব - ১৯ , - , পর্ব - ২০
১০টি ফুলের ছবি : পর্ব - ২১ , - , পর্ব - ২২ , - , পর্ব - ২৩ , - , পর্ব - ২৪ , - , পর্ব - ২৫
১০টি ফুলের ছবি : পর্ব - ২৬ , - , পর্ব - ২৭ , - , পর্ব - ২৮ , - , পর্ব - ২৯ , - , পর্ব - ৩০
১০টি ফুলের ছবি : পর্ব - ৩১

=================================================================
গাছ-গাছালি; লতা-পাতা
গাছ-গাছালি; লতা-পাতা - ০১, গাছ-গাছালি; লতা-পাতা - ০২, গাছ-গাছালি; লতা-পাতা - ০৩, গাছ-গাছালি; লতা-পাতা - ০৪, গাছ-গাছালি; লতা-পাতা - ০৫, গাছ-গাছালি; লতা-পাতা - ০৬
=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২২ রাত ১০:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক কিছু নতুন জানা হলো :)

অফিসে একটা নাগলিঙ্গম গাছ আছে।
যেদনি প্রথম ফুল ফুটলো অবাক হয়ে দেখছিলাম। দারুন সুন্দর!
অনেকেই ছবি তুলছিল। আমিও মোবাইলে ধরে রেখেছিলাম স্মৃতি

+++

০৪ ঠা মে, ২০২২ রাত ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মনে হয় নাগলিঙ্গম গাছের বয়স বাড়ার সাথে সাথে এদের ফুলে ফুটার পরিমানও বাড়তে থাকে।
মন্তব্যে স্মৃতিচারণের জন্য ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০২২ রাত ১০:১৮

বিজন রয় বলেছেন: নাগালিঙ্গম নিয়ে আগেও ব্লগে কোন পোস্ট পড়েছি।

আপনার উপস্থাপনা দারুন আকর্ষণীয়, ছবিতে আর বর্ণনায়।

অনেক আগে ব্লগার রাজামশাই ফল নিয়ে পোস্ট দিতেন।
দুর্ভাগ্যক্রমে আমরা তাকে চিরতরে হারিয়ে ফেলেছি।

০৪ ঠা মে, ২০২২ রাত ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: নাগলিঙ্গম নিয়ে আমি করেছি সামুতি ৩টি পোস্ট
নাগলিঙ্গম-১
নাগলিঙ্গম-২
নাগলিঙ্গম-৩
এছাড়া আরো দুটি পোস্ট পেয়েছি-
নাগলিঙ্গমঃ পরিচিতি আর কিছু ভ্রান্তিকর তথ্য
ফুল পরিচিতি : নাগলিংগম
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

রাজামশাই সাহেবের কথা আমার মনে আছে।

৩| ০৩ রা মে, ২০২২ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:


ফল কোন কাজে লাগে?

০৪ ঠা মে, ২০২২ রাত ১:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ফল হাতির প্রিয় খাবার, তবে মানুষের খাওয়ার অযোগ্য।
ফলের কিছু ভেজষ গুণাগুণ রয়েছে, বিস্তারিতো আমার জানা নেই।
তবে শুনেছিলাম, কেউ তেউ এই ফলের বীজ ডায়বিটিসের ঔষধ হিসেবে খাওয়ার চেষ্টা করে মুখের ১২টা বাজিয়ে ফেলেছিলেন।

৪| ০৩ রা মে, ২০২২ রাত ১০:৪৫

শূন্য সারমর্ম বলেছেন:


সাপুড়িরা এ ফুলকে কাজে লাগিয়ে ব্যবসা করে?

০৪ ঠা মে, ২০২২ রাত ১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মনে হয় না, তেমন কিছু কখনো শুনি নি।

৫| ০৪ ঠা মে, ২০২২ রাত ১২:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: মহিলাদের কানের গহনা র মতো

০৪ ঠা মে, ২০২২ রাত ১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌বাহ! বেশ বলেছেন।

৬| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো।

০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যে ভালো লাগার কথা জানানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.