নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

টাকার ক্রয় ক্ষমতা কি কমেছে?

১০ ই মে, ২০২২ রাত ১০:২১


সাহাদাত উদরাজী ভাই তার শ্রীলংকা ও আমাদের অবস্থান পোস্টে লিখেছেন- আমার ইনকাম আগে যা ছিল এখনো তাই, তা হলেও আমি কেন হারিয়ে যাচ্ছি বা নিন্মে পতিত হচ্ছি! এর কারন এখন আমার আয়ের তুলনায় ব্যয় বেশি।

তখনই আমার মাথায় একটা চিন্তা খেলে গেলো -
আসলে কি ব্যয় বেশি হয়েছে?
আসলে কি আমি আগের চেয়ে ব্যয় বেশি করছি?


কই? আমারতো তা মনে হয়না। আমিতো নতুন কোনো ব্যয় বাড়াইনি। আগে যে যে খাতে ব্যয় করতাম এখন সেই সেই খাতেই ব্যয় করি।
এই কয়েক দিন আগে আমার গিন্নি প্রশ্ন করলেন-
প্রতি ঈদেই তুমি যা যা খরচ করো, এবারও তা তাই খরচ করেছে। তাহলে তোমার হাতে এবার টাকা নেই কেনো? আগেতো এমন হতো না?

বুঝালাম ঈদের আগের মাসে বেড়াতে গিয়ে ১৫ হাজার খারচ করেছি, রোজার আগে পুরাতন এসি ঠিক করা, রমজানে বাজার খরচ, এইসব খরচের কারণে হাত খালি হয়ে গেছে।

এই উত্তরের মধ্যে ফাঁকি আছে। এসির সার্ভিসিং প্রতি বছরই লাগে, এবার কিছু বেশী লেগেছে। বেড়ানোর খরচ সেটা আগেই আলাদা করা ছিল। তাহলে ঈদের মাসে কেনো আমার হাত খালি হয়ে গেলো! কেনো আমি যাকে যাকে যতটুক দেয়ার কথা, যা বিগত ছবর গুলিতে দিয়ে এসেছি তা দিতে পারলাম না। কেনো আমার হাত খালি হয়ে গেলো! কেনো?

রমজানে বাজার খরচ আহামরি কিছু বাড়েনি আমার। কারণ খুব বেশি বাজার আমাকে করতে হয় না। তবুও সামান্য কিছু বেশিতো খরচ হয়েছেই। মেয়েদের স্কুলের বেতন দিতে হয়েছে। সেখানেও বেশ কিছু টাকা বেরেছে খরচ। পানির বিল-গ্যাস বিল- বিদ্যুৎ বিল বেড়েছে আগের চেয়ে অনেকটাই বেশি। ইনকাম বেড়েনি মোটেও।

আমিতো নতুন কোনো ব্যয় বাড়াইনি! তারপরও ব্যয় বাড়লো কোথায়?
আসলে ব্যয় বাড়াইনি সত্যি। মূল সমস্যা হচ্ছে আমার হাতে যে টাকাটি আছে সেটির ক্রয় ক্ষমতা কমে গেছে।
আয় আমার সেই একই পরিমান থাকার পরেও শুধু টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণেই এখন আমি আর ব্যয় মিটিয়ে উঠতে পারছি না।

আপনাদের কি অবস্থা?

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২২ রাত ১০:২৫

জ্যাকেল বলেছেন: টাকার ক্রয় ক্ষমা কি কমেছে? = টাকার ক্রয় ক্ষমতা কি কমেছে?

আমাদের আর অবস্থা। খাই দাই আর সরকারের গুণগান করি। =p~

১০ ই মে, ২০২২ রাত ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ভুল সংশোধনের আগেই আপনি মন্তব্য করে ফেলেছেন।
সংশোধন করে নিয়েছি। ধন্যবাদ।
গুণগান করা ছাড়া আর কোনো উপায় নাই।

২| ১০ ই মে, ২০২২ রাত ১০:৩৯

নিমো বলেছেন: ' আসি যাই , মাইনে পাই , কাজ করলে উপরি পাই ' ।

১০ ই মে, ২০২২ রাত ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: যা পাই তাই চাই, তার বেশি চাওয়া-পাওয়া নাই।

৩| ১০ ই মে, ২০২২ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



করোনা ও যুদ্ধে মিলে, ডলারের ক্রয় ক্ষমতা কমে গেছে, টাকা তো কাগজ।

১০ ই মে, ২০২২ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরাতো কাজগের নৌকাতেই চড়ে বসে আছি! কি আর করার!!

৪| ১০ ই মে, ২০২২ রাত ১১:১১

প্রতিদিন বাংলা বলেছেন: রিজার্ভ বাড়ে সোরকারের দেশি বিদেশী ঋণ বাড়ে, মাথাপিছু আয় বাড়ে, দ্রব্য মূল্য বাড়ে ,টাকার মান কমে,
উৎপাদন ও কর্ম সংস্থান বাড়েনা (সামান্য ) । পদ্মা সেতু ,কর্ণফুলী টানেল ,মেট্রো রেল ,ফ্লাই ওভার (এবার বিভিন্ন হাওরেও হবে ) যা হবে হয়েছে তার বেশি ঋণ করেছে,সরকারি বন্ড থেকেও ঋণ নিয়েছে সরকার।
সার্বভৌম বন্ড বা ঋণ নিয়েও আলোচনা চলছে. সার্বভৌম বন্ড একটি বিশেষ ধরণের বন্ড যা সার্বভৌম রাষ্ট্রগুলো আন্তর্জাতিক পুঁজিবাজারে বিক্রি করে। সরকারের আয়ের চাইতে ব্যয় বেশি হয়ে গেলে অনেক দেশ সার্বভৌম বন্ড ইস্যু করে এর মাধ্যমে অতিরিক্ত ব্যয়ের অর্থ যোগায়। আবার রিজার্ভের অলস অর্থ দেশের উন্নয়নে বা মেগা প্রকল্প বাস্তবায়নের ব্যবহৃত হয়।


রিজার্ভ বাড়ছে কারণ ১কোটি প্রবাসীর রেমিটেন্স এর টাকা খরচ করে পরিবারের ৪-৫ কোটি সদস্য। এই টাকা বায়ে ,আরো ৪-৫বা ২-৩ কোটি বা ২ কোটি লোকের কর্ম সংস্থান হয় ২০ লক্ষ (পরিবারের সদস্য কোটি )সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুন,.প্রত্যেক সরকারি অফিসে দালাল এর পরিমান সরকারি কর্মচারীদের সমান (২০ লক্ষ ) বা বেশি। সকারী কর্মচারীদের উপরি দিয়ে সারা দেশে অবৈধ স্থাপনা ,ও ফুটপাত হকার দোকানে জড়িত ১কোটি লোক (পরিবারের সদস্য ৪-৬ কোটি ) আর থাকে কৃষক দিন মজুর মগার্মেন্ট শ্রমিক রিকশা ভ্যান চালক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক কর্মচারী

১০ ই মে, ২০২২ রাত ১১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ পর্যন্ত আমরা এটি থেকে কি বুঝে নিবো?

৫| ১০ ই মে, ২০২২ রাত ১১:২৪

নূর আলম হিরণ বলেছেন: সরকার বড় বড় প্রজেক্ট বাস্তবায়ন করছে, অদরকারী ব্যয় করছে, মনোপলি ব্যবসার রমরমা অবস্থা, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো যায় কারনে অবশ্যই টাকার ক্রয়ক্ষমতা কমেছে।

১০ ই মে, ২০২২ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমারও তাই মনে হয়। টাকার ক্রয় ক্ষমতা কমেছে।

৬| ১১ ই মে, ২০২২ রাত ১২:১৪

প্রতিদিন বাংলা বলেছেন: লেখক বলেছেন: শেষ পর্যন্ত আমরা এটি থেকে কি বুঝে নিবো?
বাস্তবতা যদি তাই হয় তবে-নিজের মতো বুঝতে হবে।
সহজ একটি উদাহরণ হলো -
বিনিময় প্রধান মাধ্যম যতদিন ডলার থাকবে এবং স্বর্ণের বিপরীতে ডলার ম্যান নির্ণয় করবে ততদিন আমেরিকা ধনীই থাকবে। তেমন বাংলাদেশ বা রেমিটেন্স নির্ভর অপরিকল্পিত দেশ কখনোই অরাজগতের বাইরে বেরোতে পারবেনা, দেশ দেউলিয়াও হবেনা

১১ ই মে, ২০২২ রাত ১:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: দেশ দেউলিয়া হওয়অর বিষয়টা তো আগে আমাদের মাথায় ছিলো না। শ্রীলংকার বিষয়টা দেখে মাথায় ঢুকেছে।
দেশ দেউলিয়া হোক বা না হোক, অনেকের অবস্থা কাহিল হয়ে গেছে। তাদের একজন আমি।

৭| ১১ ই মে, ২০২২ রাত ১২:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
টাকার ক্রয় ক্ষমতা মোটেই কমেছে না। পকেটের টাকা না গুনে অন্যন্ন দেশের টাকার সাথে তুলনা করলে বুঝবেন।
পৃথিবীর প্রতিটি দেশেই কমবেশী মুদ্রাস্থিতি হয়। ১ বছর পর মাত্রাটা বোঝা যায়। প্রচলিত অর্থনীতি নিয়ম এমনই।
বাংলাদেশে ৬% ইন্ডিয়াতে ৭% pakistan -16% srilanka - 21% বর্তমানে ৫০%

এ বছর আপনার বেতন যদি না বেড়ে থাকে, বাসা ভাড়া দ্রব্যমুল্য বৃদ্ধিতে আপনার টাকা পকেটে থাকা টাকার মান অবস্যই কমবে।

মুদ্রাস্ফিতি অন্যান্ন দেশের তুলনায় বাংলাদেশে অনেক কম।
কদিন আগেও বাংলাদেশী ২ টাকা লাগতো ১ ভারতিয় রুপি কিনতে বর্তমানে প্রায় সমান.
পাকিস্তানি টাকার মান বাংলাদেশের টাকার চেয়ে সব সময় বেশী ছিল, কিন্তু গত ৫ বছর পাকিস্তানি রুপি তলানিতে, এই দোষে ইমরানখানে চাকরি হারাইলো।

বর্তমানে টাকার মান দেখুন
100 BDT = 92 IR = 217 Pakistani Rupee = 415 Sri Lankan R

১১ ই মে, ২০২২ রাত ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার বক্তব্যে আশ্বস্ত হলাম।
বুঝতে পারলাম দোষ পুরাটাই আমার। কারণ আমার আয় বাড়াতে পারি নাই সময়ের সাথে সাথে।

৮| ১১ ই মে, ২০২২ রাত ১:০৮

রাজীব নুর বলেছেন: এসি সার্ভিসিং আপনি নিজেই করতে পারেন। খুব সহজ। আমাদের বাসার মোট চার টা এসি। আমরা নিজেরাই সাভিসিং করি।

১১ ই মে, ২০২২ রাত ১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাইগো এসি সার্ভিসিং এর অনেক গুলি পর্যায় আছে।
প্রাথমিক পর্যায়ের এসির ইনডোর পরিষ্কার করার জন্য আমিও কখনোই লোক ডাকি না।
দ্বিতীয় পর্যায়ে আউটডোর খুলে করতে হয়। সেইটা আপনার আমার পক্ষ্যে সম্ভব না।
আমার একটি জেনারেল উইন্ডো এসি ছিলো, সম্ভবতো ২২-২৩ বছর ধরে চলেছে। বেডরুমের গ্রি এসিটা চলছে প্রায় ১৬ বছর। ব্যাটা বুড়া হয়ে গেছে। কম্পেসারটা বসে গেছিলো। খুলে ঠিকঠাক করে মেয়ের রুমের সেনারেল সরিয়ে ফেলে সেখানে গ্রি ব্যাটাকে বসিয়ে দিয়েছি। আর বেড রুমের জন্য নিয়েছি চায়না মিডিয়ার এসি। অন্য রুমে একটি এ্যামেরিকান এয়ার নষ্ট হয়ে আছে। দরকার পরেনা বলে ঠিক করাচ্ছি না।

৯| ১১ ই মে, ২০২২ রাত ১:৩১

শ্রাবণধারা বলেছেন: হা, একই জিনিস কিনতে যদি আগের চেয়ে বেশি টাকা গুনতে হয়, তার অর্থ মূল্যস্ফীতি যা টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়াকে নির্দেশ করে। মূল্যস্ফীতি যতখানি বাড়ে টাকার ক্রয় ক্ষমতা ঠিক সেই পরিমানই কমে। যা আপনি আপনার বাজার খরচ, বাড়ি ভাড়া, বিদ্যুত - পানি বিল, বাচ্চার স্কুলের বেতন এসবের বর্তমান খরচ আর একই পরিমান দ্রব্য আর সেবার খরচ তুলনা করে বের করে ফেলতে পারেন।

১১ ই মে, ২০২২ রাত ১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এমনিতেই চিড়া-চ্যাপটা অবস্থা, হিসাব করে বের করলে তখন চিন্তায় চিন্তায় চিন্তামনি হয়ে যেতে পারি। এইবেশ ভালো আছি।

১০| ১১ ই মে, ২০২২ রাত ১:৩৩

রাজীব নুর বলেছেন: ইউ রাইট।

১১ ই মে, ২০২২ রাত ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

১১| ১১ ই মে, ২০২২ রাত ১:৩৩

শ্রাবণধারা বলেছেন: "এক বছর আগে ক্রয় করা" একই পরিমাণ দ্রব্য আর সেবার খরচ তুলনা করে বের করে ফেলতে পারেন।

১১ ই মে, ২০২২ রাত ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: বের করার ইচ্ছা আপাততো নাই। এমনিতেই আমার হাই ব্লাড প্রেসার আছে।

১২| ১১ ই মে, ২০২২ রাত ১:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনি অনেকের সথে সুর মিলায়ে বলছেন যে, আপনার মনে হচ্ছে, টাকার মান কমেছে! প্রতিদিন সংবাদে শুনছেন বিশ্বব্যাপী ইনফ্লেশন, আপনি কেন ইহা বুঝতে পারেননি?

১১ ই মে, ২০২২ রাত ২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমিতো আপনার মতো এতো খুঁজ-খবর রাখিনা বস। সংবাদ পত্র পড়ি না, সংবাদও দেখি না। তাই খবরও পাই না। আমি শুধু আমার অবস্থাটা জানি। তাই যে যা বলে তাতেই সুর মিলাই।
আর আপনিযে বুঝতে পেরেছেন আমি উহা বুঝতে পারিনি সেইটাই অনেক বড় বিষয়।

১৩| ১১ ই মে, ২০২২ সকাল ৯:৩২

গেঁয়ো ভূত বলেছেন:



আজকের পোস্ট এর প্রতিমন্তব্য গুলো আমাকে মুগ্ধ করেছে। শুভকামনা।

১১ ই মে, ২০২২ দুপুর ১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রতিক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ

১৪| ১১ ই মে, ২০২২ সকাল ৯:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: জি আপনার মতোই ভাবছি
ডলারের সাথে ছবির পাথর্ক্য আছে বলে
আমাদের টাকার মান কমেছে---------

১১ ই মে, ২০২২ দুপুর ১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমারও মনে হচ্ছে টাকার মান কমছে। যদিও আমাদের নাকি মাথাপিছু আয় আরো বাড়ছে।

১৫| ১১ ই মে, ২০২২ সকাল ১১:১৭

বিটপি বলেছেন: টাকার ক্ষয় ক্ষমতা কোথায় কোথায় বেড়েছে বলছিঃ
কমোডিটি ২০২১ ২০২২
গরুর মাংস ৪৮০/- ৭০০/-
সয়াবিন তেল ১৩০/- ২০০/-
আটা ৩৫/- ৫৫/-
উবার/পাঠাও ৩৫০/- ৮০০/-
রিকশা ১০/- ২০/-
রুই মাছ ২০০/- ৩৫০/-
চিংড়ি মাছ ৪৮০/- ৯৫০/-

এই জিনিসগুলো আপনার না লাগলে গত বছর আর এই বছরের জীবনযাত্রার ব্যয় প্রায় একই রকম আছে।

১১ ই মে, ২০২২ দুপুর ১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আজকে সব যায়গায় দেখতে পাচ্ছি আমাদের মাথাপিছু আয় নাকি আরো বেড়েগেছে!!
যদিও আমার আয় সেই আগের যায়গাতেই আছে।
আর এইসব তালিকাতে যা যা দেখাইছেন সেগুলা আমার বেশিক্ষণ মনে রাখতে পারি না। গোল্ডফিসের মতো ভুলে যাই।

১৬| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:৪৬

বিজন রয় বলেছেন: হ্যাঁ, টাকার ক্রয়ক্ষমতা কমেছে।
অর্থাৎ টাকার মান কমে গিয়েছে।

১১ ই মে, ২০২২ দুপুর ১:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: কিন্তু আমাদের ক্রয়ক্ষমতা নাকি বেড়েছে। ২০০ টাকায় সয়াবিন তেল কিনতেও আমাদের আপত্তি নাই।

১৭| ১১ ই মে, ২০২২ রাত ১০:৪৮

জ্যাকেল বলেছেন: ভারত
$3.29 trillion জিডিপি
$418 billion এক্সপোর্ট
$610.22 billion ইম্পোর্ট
451.08 গভ স্পেন্ডিং
$74.01 billion ফরেইন ইনভেস্টমেন্ট
529.530 USD কনসাম্পশন

বাংলাদেশ
$350.00 billion জিডিপি
$3.9 এক্সপোর্ট
$7.57 billion ইম্পোর্ট
20.93 গভ স্পেন্ডিং
$1.550 billion ফরেইন ইনভেস্টমেন্ট
286.292 USD কনসাম্পশন

এই হিসাব থেকে কি কিছু বুঝেন?

100 BDT = 219 PAK R = 415 SRI R = 0.89 IND R

মানে টাকার মান ভারতীয় মুদ্রার সাথে পাল্লা দিয়ে পারতেছে না। অথচ ভারতের চেয়ে বাংলাদেশের সো কলড জিডিপি বাড়তেছে। শুভংকরের ফাঁকি নাই তো?

১১ ই মে, ২০২২ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এই সব হিসাব বুঝি না।
তবে শুভংকরের ফাঁকির বিষয়টা কম বেশী সকলেই আনদাজ করতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.