নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : বাদুড় ফুল

১৬ ই মে, ২০২২ রাত ২:২১

বাদুর ফুল



অন্যান্য ও আঞ্চলিক নাম : বাদুর-মুখো ফুল
Common Name : Bat Flower, Cat's Whiskers, Devil Flower, Black Bat Flower.
Scientific Name : Tacca chantrieri.



বাদুড় ফুল যেমন নাম তেমনি দেখতে। প্রকৃতিতে কালো ফুলের দেখা খুব বেশি মেলে না। তাই কালো ফুলের আলাদা একটা কদর আছে সব সময়ই। তবে এই বাদুর ফুলের হিসাবটা আলাদা। অনেকেই মনে করনে এটি দেখতে বিদগুটে। কেউ কেউ বলেন এটির নাম হওয়া উচিত এ্যালিয়েন ফুল। এর ইংরেজি নাম (Bat Flower, Cat's Whiskers, Devil Flower, Black Bat Flower) গুলির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় বাদুড় ফুল, বিড়ালের গোঁফ ফুল, শয়তান ফুল, কালো বাদুড় ফুল ইত্যাদি। অবশ্য এরা কালো ছাড়া সাদা রঙেরও হয়ে থাকে, সেগুলিকে সাদা বাদুর ফুল বলে। এদের অন্তত ১৬টি প্রজাতি রয়েছে। যাদের মধ্যে অন্তত ১৩টি এই এশিয়ার স্থানীয়।



ফুলের পাশে দিয়ে যে কেশর গুলি বের হয় সেগুলি দেখতে বিরালের গোঁফের মতো মনে হয় বলে Cat's Whiskers Flower নামেও ডাকা হয় একে। এই ফুলের ফরাসি নাম “Moustaches de tigre” যার অর্থ “বাঘের গোঁফ”।

অনেকের মতেই অস্বাভাবিক কালো ফুলগুলি বিড়ালের লম্বা গোঁফ যুক্ত ডানা মেলা কালো বাদুড়ের মতো দেখায়। তবে আমার কাছে একে দেখতে খারাপ বা বিদঘুটে লাগেনি। বরং এদের আশ্চর্যজনক সৌন্দর্য, মন্ত্রমুগ্ধ করেছে। সুযোগ হলে এদের অবশ্যই আমি আমার বাগানে বিশেষ স্থান দিবো। কারণ এটি একটি বিরল এবং রং এর জন্য অস্বাভাবিক উদ্ভিদ বলা চলে। ফুলের কোনও উল্লেখযোগ্য সুগন্ধ নেই। অনেকে বলেন তারা একটা বাজে গন্ধ পান, তবে সেটা তাদের কল্পনাপ্রসূত হতে পারে।



এরা কন্দযুক্ত বহুবর্ষজীবী হয়। কন্দ ও শিকড় থেকে বংশ বিস্তার করে। কন্দের ঔষধী গুণ রয়েছে। জাপান ও চীনে অনেক আগে থেকে এদের চাষ করা হয়।

সরাসরি কন্দের সাথে সংযুক্ত দীর্ঘায়িত, সরল পাতাগুলি সোজা উপরের দিকে উঠে যায়। তাদের মাঝখানে একটি দীর্ঘ দণ্ডের চূড়ায় ফুলটি ফোটে। উদ্ভিদের সবচেয়ে দর্শনীয় অংশটি নিঃসন্দেহে এই ডানা মেলে থাকা কালো ফুলটি।



ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং





=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩, রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গ্লুকাস ক্যাসিয়া-২, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২, দাদমর্দন-২
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বিড়াল নখা-২,
মাধবীলতা-২
রুদ্রপলাশ-২, রাজ অশোক-২, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩,
লতা পারুল-২, লতা পারুল-৩
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২২ সকাল ১০:২০

গেঁয়ো ভূত বলেছেন: অনেক সুন্দর !

১৬ ই মে, ২০২২ দুপুর ১:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৬ ই মে, ২০২২ সকাল ১১:০২

জুল ভার্ন বলেছেন: আল্লাহর দুনিয়ায় কতো যে ফুল ফল, গাছ আর প্রাণী আছে!

১৬ ই মে, ২০২২ দুপুর ১:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমাদের চারপাশেই এতো এতো নমুনা ছড়িয়ে আছে যা দেখে অবাক হতে হয়।

৩| ১৬ ই মে, ২০২২ সকাল ১১:৪৫

প্রতিদিন বাংলা বলেছেন: মানানসই নাম

১৬ ই মে, ২০২২ দুপুর ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেকেই একে এ্যালিয়েন ফুল বলতে পছন্দ করেন।

৪| ১৬ ই মে, ২০২২ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ফুল দেখছি বলে মনে হয় না। থ্যাংকিউ

১৬ ই মে, ২০২২ দুপুর ২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আমি একবারই দেখেছি।
ওয়েলকাম।

৫| ১৬ ই মে, ২০২২ দুপুর ২:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

এ ফুল দেখিনি ;ভেষজ চিকিৎসায় বাংলাদেশ বেশ পিছিয়ে?

১৬ ই মে, ২০২২ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আদিতে কি ভেষজ চিকিৎসায় বাংলাদেশ ভারত বেশ এগিয়ছিলো।
আমিও এই ফুল একবারই দেখেছি।

৬| ১৬ ই মে, ২০২২ বিকাল ৩:৩৭

জগতারন বলেছেন:
অনেকের মতেই অস্বাভাবিক কালো ফুলগুলি বিড়ালের লম্বা গোঁফ যুক্ত ডানা মেলা কালো বাদুড়ের মতো দেখায়।
তবে আমার কাছে একে দেখতে খারাপ বা বিদঘুটে লাগেনি।
বরং এদের আশ্চর্যজনক সৌন্দর্য, মন্ত্রমুগ্ধ করেছে।
সুযোগ হলে এদের অবশ্যই আমি আমার বাগানে বিশেষ স্থান দিবো।
কারণ এটি একটি বিরল এবং রং এর জন্য অস্বাভাবিক উদ্ভিদ বলা চলে।
ফুলের কোনও উল্লেখযোগ্য সুগন্ধ নেই।
অনেকে বলেন তারা একটা বাজে গন্ধ পান, তবে সেটা তাদের কল্পনাপ্রসূত হতে পারে।


এই ফুলের বর্ননা মনমুগ্ধকর।
আমি এক সময়ে গ্রামের ছেলে ছিলাম, আমি ক্খনও এমন ফুল দেখি নি।
যাইহোক এই ব্লগ লেখককে আমার সুভেচ্ছা এমন একটি বিরল ফুলের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য।

১৬ ই মে, ২০২২ বিকাল ৩:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
আমিও এই ফুল কেবল একবারই দেখেছি। মোটামুটি বিরল বলাই চলে।

৭| ১৬ ই মে, ২০২২ বিকাল ৩:৪২

জুন বলেছেন: বাদুর ফুল না হয়ে এর নাম হওয়া উচিত ছিল ভুত ফুল :-&
ক্যাট হুইসকার্স মানে বিড়ালের গোফ ফুল কিন্ত এইরকম জলদস্যু ;)

১৬ ই মে, ২০২২ বিকাল ৪:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
বিভিন্ন ফুলের একই কমন নাম থাকাটা মোটামুটি কমন একটা জিনিস। ক্যাট হুইসকার্স এর ক্ষেত্রেও তাই হয়েছে মনে হয়।
ভুত ফুল নামে আবার অন্য আরেকটি ফুল আছে।

wikimedia

৮| ১৬ ই মে, ২০২২ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: অদ্ভুত নাম। অদ্ভুত ফুল।

১৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুটা অদ্ভূততো বটেই।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ১৬ ই মে, ২০২২ রাত ৯:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! কি সুন্দর বাদুড় ফুল।

১৬ ই মে, ২০২২ রাত ১০:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: একটু অদ্ভূত, তবে আমার কাছে বেশ কার্ষণীয় মনে হয়েছে।

১০| ১৭ ই মে, ২০২২ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কিছুটা অদ্ভূততো বটেই।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

বাদুড়ের মাংস কি খাওয়া যায়? মানে ইসলামে জায়েজ আছে?

১৭ ই মে, ২০২২ রাত ১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শ্বদন্ত মানে মুখের দুই পাশে দুটি তীক্ষণ দাঁতবিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি হারাম।
এই হিসেবে বাদুড়ের মাংস ইসলামে জায়েজ নেই, হারাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.