নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আহা!! ই-পাসপোর্ট !!

২৬ শে মে, ২০২২ সকাল ১০:৫২



আমার সর্বশেষ এমআরপি পাসপোর্টটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে ১৬ই ডিসেম্বর ২০১৭ইং তারিখে।
তারপরে নানার কারণে (মূলত আলসেমী ও প্রয়োজন না থাকা এবং শেষে করনার উসিলায়) আর পাসপোর্ট তৈরি করা হয়নি। বেশ কিছু দিন আগে। আসলে বেশ কয়েক মাস আগে ই-পাসপোর্ট করবো বলে অনলাইনে e passport এর সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে একটা এ্যাকাউন্ট খুলে ফেলি। ফরম ফিলাপ করে জমা দেয়ার ডেটও নিয়ে ফেলি। কিন্তু আবারও নানান কারণে (মূলত আলসেমি ও প্রয়োজন না থাকা) জমা দেয়া হয়নি। ডেট পেরিয়ে গেলে আবার ডেট নেই। সেই ডেটও পেরিয়ে যায়। ফাইনালি কিছুদিন আগে ২৫-০৫-২০২২ তারিখের ডেট পাই। ২৪ তারিখে গিয়ে ব্যাংক জমা দিয়ে আসি।

রাতেই অনলাইন থেকে ফিলাপ করা ফরম, সিডিউল ফরম, ডাউনলোড করে প্রিন্ট করিয়ে রাখি।
ন্যাশনাল আইডির ফটোকপি
ওয়াশা বিলের ফটোকপি
পুরনো পাসপোর্টের ইফরমেশন পাতার ফটোকপি
এবং উপরের সবগুলির অর্জিনাল কপি ও
ব্যাংক চালানের কপি রেডি করে রাখি।


আমারসিডিউল টাইম ছিলো ১২টা ৩০ মিনিট। আমি সকালে ৯ টায় ছোট মেয়েকে স্কুলে দিয়ে পাশের রেস্টুরেন্টে সকালের নাস্তা করে সাড়ে নয়টার আগে আগে রওনা হয় উত্তরার পাসপোর্ট অফিসের দিকে। ৩০ মিনিরে মধ্যেই পৌছে যাই সম্ভবতো। দেখলাম কোনো দালালের দৌরাত্য নেই। তবে লাইন ছাড়া অনেক কাজ হচ্ছে দেখতে পেলাম।

প্রথমে ভিতরে ঢুকে জানতে পারলাম ফরম জমা দেয়ার জন্য যেতে হবে ৩ তালায়। সেখানে গিয়ে দেখি লাইনে তেমন লোক নেই। পৌছেই সিরিয়াল পেয়ে গেলাম ফরম জমা দেয়ার। মিনিট ২০-২৫ পরে আমার ডাক পরলো। ফরম ফেরত দিয়ে দিলো। সেটি নাকি এক্সপায়াড হয়ে গেছে!!! আবার নতুন করে ফরম ফিলাম করতে হবে। নানান প্রশ্ন করার পরে বুঝতে পারলাম এখন আবার ফরম ফিলাপ করে সেটি প্রিন্ট করে নিয়ে আসতে হবে। সেটির সিডিউল ডেট অন্যদিন হলেও সমস্যা নেই।

রাগে বেরিয়ে এলাম, ভাবলাম বাসায় ফিরে আসবো। পরে কি মনে করে আশপাশে কোনো সাইবারক্যাফে আছে কিনা খুঁজতে শুরু করলাম। নেই, নেই, নেই। কোথাও নেই। ঘন্টা খানেক খোঁজা খুঁজি করে শেষে একটি বাড়ির দোতালায় উবারের একটি অফিসে গিয়ে ফরম ফিলাপের সুযোগ পেলাম। ২০০ টাকা দিতে হবে। কোনো উপায় নেই, রাজি হতেই হলো। এদিকে পাসওয়ার্ড গেছি ভুলে (আসলে কখনো মনেই রাখি নাই, আমার হয়ে গুগলগক্রোমই মনে রেখে দিতো)। ‌এবার পাসওয়ার্ড রিসেট দিলাম। ফরম ফিলাপ করা হওয়ার শেষ পর্যায়ে দেখা গেলো আমার এনআইডি তে আগের ফরমটি ফিলাপ করা আছে বলে নতুনটি নিবে না। অন্য দিকে পুরনোটি মুছে ফেলার কোনো অপশন নেই! ৯০ দিন পরে নাকি মোছার অপশন আসবে।

যে ছেলেটি ফরম ফিলাপ করছিলো সে বললো এমন ওরা হরহামেশাই পায়। এখন আমার এনআইডির শেষ সংখাটি ৫ এর পরিবর্তে ৬ দিয়ে দিলে ফরম সাবমিট হবে। ফরম জমা দেয়ার সময় ওখানে বললেই ওরা আবার সেটি ঠিক করে দিবে। নানান দ্বিধা দন্দের মধ্যে আমি রাজি হয়ে গেলাম। প্রিন্ট করিয়ে আবার গিয়ে হাজির হলাম পাসপোর্ট অফিসে। গিয়ে দেখি বিশাল লাইন। বিদ্যুৎ নাই আধাঘন্টা ধরে, তাই কাজ বন্ধ। বেশ কিছুক্ষণ পরে বিদ্যুৎ এলে ফরম জমা দিলাম। এবার যেতে হবে পাশের ৩০৩ রুমে। সেখানে স্কেনিং আর বায়োমেট্রিক্স হবে। বিশাল লাইন!!

এতো বড় লাইন দেখে সেখান থেকে অর্ধেক লোক উপরের তালায় নেয়া হলো। কিন্তু উল্টোপাল্টা হয়ে যাওয়ার কারণে আমি পরে গেলাম মেলা পিছনে। এদিকে সেখানে কেউ কাজ করছে না। আমরা এমনি এমনি লাইনে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে একজন এসে স্কেনিং শুরু করলেন। আমি যখন তার সামনে পৌছেছি তখন ২টা বাজতে ৬ মিনিট বাকি। তিনি ঘোষণা দিলেন ২টার সময় লাঞ্চ ব্রেক হবে। বুঝলাম এই দফায় আমার কাজে শেষ হলেও বায়োমেট্রিক্সে আটকে যাবো। হলোও ঠিক তাই। ২ টা বাজতেই সকলে কাজ গুটিয়ে চলে গেলো। সকালে তিনটা নানরুটি আর নেহেরি দিয়ে নাস্তা করেছি, ক্ষুধার সমস্যা আমার নেই। দেখতে দেখতে আড়াইটা বাজলো। আবার শুরু হলো কাজ। এবার বেশ ঝটপটই কাজ শেষ হয়ে গেলো। আমার পালা যখন এলো তখন আমি তাকে আমার এনআইডির শেষ সংখ্যাটার বিষয় বুঝিয়ে বললাম। বুঝা গেলো এমন কেস তিনি হরহামেসাই পান। অল্পতেই বুঝে নিয়ে সব ঠিক করে ফেললেন। কাজ শেষ করে যখন বেরিয়ে এসেছি তখন ঘড়ির কাটা প্রায় ৩টার ঘরে।
এবার অপেক্ষার পালা, দেখি কবে পাই ই-পাসপোর্ট। যদিও আগামী মাসের ১৫ তারিখে ডেট দেয়া আছে, তবে আমার ধারনা তার আগেই পেয়ে যাবো।

মন্তব্য ৪২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২২ সকাল ১১:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কি হয় পরে জানাবেন আমাকেও করতে হবে।

২৬ শে মে, ২০২২ দুপুর ১২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার কাছে ঝামেলা হীন বেশ সহজই মনে হয়েছে। শুধু যদি আমার পথম ফরম এক্সপায়ার্ড না হতো তাহলে আমি ১ ঘন্টার মধ্যেই কাজ শেষ করতে পারতাম।

অনলাইনে সতর্কতার সাথে ফরম পুরন করুন।
ফিলাপ করা ফরম, সিডিউল ফরম, ডাউনলোড করে প্রিন্ট করুন।
ন্যাশনাল আইডির ফটোকপি
বিদ্যুৎ বা ওয়াশা বিলের ফটোকপি
পুরনো পাসপোর্টের ইফরমেশন পাতার ফটোকপি
এবং উপরের সবগুলির অর্জিনাল কপি
ব্যাংক চালানের কপি।
চাকুরি করলে এনওসি লাগবে।


কোনো কিছুই সত্যায়িত করতে হবে না।
ওয়েবসাইটে আরো পরিষ্কার সব কিছু জানতে পারবেন।
শুভকামনা রইলো।

২| ২৬ শে মে, ২০২২ সকাল ১১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

এমআর.পি বদলে সবাই ই-পাসপোর্ট করে নাকি? টাকা কত যায়? দালালের উপদ্রব এখন নেই?

২৬ শে মে, ২০২২ দুপুর ১২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন পাসপোর্ট করলেই ই-পাসপোর্ট পাবেন।
দালালের উপদ্রব নেই।



৩| ২৬ শে মে, ২০২২ সকাল ১১:১৩

রানার ব্লগ বলেছেন: দালাল কে দুই পয়সা বেশি দিয়ে করিয়ে নেব। এরা ইচ্ছা করেই জটিলতা করে যাতে তাদের নিয়জিত দালালের কাছে গিয়ে কাজ সারেন তাই আমিও স্রোতে গা ভাসিয়ে দালাল কে ধরে করে নেব কাজ।

২৬ শে মে, ২০২২ দুপুর ১২:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন দেখলাম দালাল নেই।
জটিলতাটাও আমার তরফ থেকেই। ওরা করেনি।

৪| ২৬ শে মে, ২০২২ সকাল ১১:৩৭

জুল ভার্ন বলেছেন: আমি একজন পাসপোর্ট হীন নাগরিক!

২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: একটি করে রাখে, কখন কি দরকারে পরে।

৫| ২৬ শে মে, ২০২২ সকাল ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: বাঙ্গালী ডিজিটাল কে পুরাই ডিজি ------- টাল বানায়া ফেলছে । পি সি সাপোর্ট এর জন্য পয়সার বিনিময়ে অফিসেই ব্যাবস্থা রাখতে পারে ।



এইট পাস দিয়া দেশ কেন ঘরও চালানো মুশকিল ।

২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো বলেছেন।
এমন একটা গুরুত্বপূর্ণ অফিস, যেখানে সবটাই হচ্ছে কম্পিউটারে, অনলাইনে। সেখানে জেনারেটারের ব্যবস্থা নাই। ভাবতে পারেন!! তারা আবার রাখবে পিসি সাপোর্ট!! হবে হয়তো কোনো দিন। তবে সেটা কত দিন ভালো থাকবে সেটাই প্রশ্ন।

৬| ২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৩৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অনেকের কাজে লাগবে ।

২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কাজে লাগলে খুবই ভালো।

৭| ২৬ শে মে, ২০২২ দুপুর ১:০৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: দরকারী পোস্ট , আর তাই রইলো +++

কামলা খাটতে এসে ২০১৮ সালে শেষ রিনিউ করতে (বাংলাদেশ দূতাবাস থেকে) গিয়ে পেয়েছিনু ৫ বছর মেয়াদী (এমআরপি) পাসপোর্ট, যার মেয়াদ শেষ হবে ২০২৩ সালের এপ্রিলে।

আপনার লেখা পড়ে মনে আশা জাগছে হয়ত আমিও পামু মামুরে ( ই ;) স পাসপোর্ট) যদি বাইচা থাহি। তয় ইহানে এত সব বিলের কপি পামু :(( কেমনে ভাবতেই মাথা আউলা-ঝাউলা ঐ যাইতাছে।

মোগ লাই (যারা বৈদেশ কামলা খাটে) কি অন্য কোন নিয়ম বা কোন নিয়ম আছে জানাইলে বাধিত থাকতাম।

২৬ শে মে, ২০২২ দুপুর ১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশ থেকে পাসপোর্ট করতে চাইলে এইগুলি নুন্যতম লাগবেই।
তবে যারা বাংলাদেশ দূতাবাস থেকে রিনিউ করেন তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা আছে নিশ্চই।

৮| ২৬ শে মে, ২০২২ দুপুর ১:১৩

জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন: একটি করে রাখে, কখন কি দরকারে পরে।

এশিয়া, ইউরোপ আমেরিকা সহ আমি দুনিয়ার ২২ টা দেশ ভ্রমণ করেছি কিন্তু বর্তমানে আমার পাসপোর্ট নাই। পাসপোর্ট হারানোর আগে আমার পাসপোর্টে আমেরিকা, বৃটিশ এবং চায়নার মাল্টিপল ভিসা ছিলো ....।

২৬ শে মে, ২০২২ দুপুর ১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি মাত্র চারটি দেশে গেছি।
ভারত, সিঙ্গাপুর, মালয়শিয়া, থাইল্যান্ড।
পাসপোর্টে হারালে মেলা ঝামেলা। অনেক দেশই ভিসা দিতে চায় না।

৯| ২৬ শে মে, ২০২২ দুপুর ১:২২

অপু তানভীর বলেছেন: এই ঝামেলার কারণে আমি পাসপোর্ট করাই নাই । আমার অবশ্য অন্য দেশে যাওয়ার কোন ইচ্ছেও নেই । আমার দেশের বাইতে যাওয়াও লাগবে না । আল্লাহ না করুন যদি বড় কোন অসুখ হয় তবুও দেশের বাইরে যাওয়ার ইচ্ছে আমার নেই । আসলে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর টাকাও আমার নেই ! :D

ঘোরাঘুরি আগে দেশে শেষ করে, তারপর কেবল ইন্ডিয়া আর নেপাল যাওয়ার ইচ্ছে আছে । তখন এলাকা থেকে মানে আঞ্চলিক অফিস থেকে করিয়ে নিব।

২৬ শে মে, ২০২২ দুপুর ১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এখনতো ঝামেলা নাই বললেই চলে। আগে অবস্থা আরো অনেক খারাপ ছিলো।
চাকুরি বা ব্যবসার জন্য দেশের বাইরে আমারও যাওয়া হবে না।
আমি আগেও পাসপোর্ট করেছি মূলত বেড়াবার জন্য। অবশ্য ভারতে কয়েকবারই যেতে হয়েছে বড় বোনজামাই ও বাবার চিকিৎসার জন্য।
এবার একটু গুছিয়ে উঠতে পারলে আন্দামান যাওয়ার ইচ্ছে আছে।
কাশ্মির একবার গেছি আবারও যাবো, সিমরা-মানালি আর সিকিম যাওয়ার ইচ্ছেও আছে।
সব ঠিকঠাক থাকলে আল্লাহ চাহেতো বছর ২-৩ পরে হজ্বে যাওয়ার ইচ্ছে আছে। তার আগে হয়তো ওমরাহতেও যেতে পারি।

১০| ২৬ শে মে, ২০২২ দুপুর ১:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: কাজ হয়েছে
টাকা ছাড়া ও এক দিনেই কারণ আপনার ধর্যের জন্য।
এটাই বিশ্ব রেকর্ড
বেশির ভাগ আমরা -
ডেট এক্সপয়ার শুনেই হয় ঘাউরামি বা স্যার ঘুষ দিয়েই শুরু হতো কাজ
ফলে অফিস সংশোধন হয় না

২৬ শে মে, ২০২২ দুপুর ১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ডেট এক্সপয়ার্ডের বিষয়টা ওরা ঘুষ খেয়েও সমাধান করতে পারবো না। কারণ ওটি ওয়েবসাইটে দেখাচ্ছিলো না। ফলে নতুন করে করা ছাড়া কোনো উপায় ছিলো না। হে তবে ঘুষ দিয়ে লাইনে না দাঁড়িয়ে করিয়ে ফেলা যেতো। আমার সময়ের অভাব ছিলো না, অভাব ছিলো টাকার। তাই সময় ব্যয় করেছি, টাকা নয়। তাছাড়া ছবি পরিবর্তণ না করতে চাইলে ঘরে বসে থেকেই কিছুটা ঘুষ দিয়ে করিয়ে ফেলা যা।

১১| ২৬ শে মে, ২০২২ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: পাসপোর্ট করে ফেলেছি। এখন আর কোনো চিন্তা নাই। বাসার সবাই ই পাসপোর্ট হয়ে গেছে।

২৬ শে মে, ২০২২ দুপুর ১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বিবি-বাচ্চার পাসপোর্টও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
ঈদের পরে ওদের ৩ জনেরটাও করিয়ে ফেলবো।

১২| ২৬ শে মে, ২০২২ দুপুর ১:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: পাসপোর্ট রিনিউ করতে এখন কতদিন সময় লাগে ?

২৬ শে মে, ২০২২ দুপুর ২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন রিনিউ বলে কিছু নাই।
মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আবার নতুন করে এ্যাপলাই করতে হয়। নতুন বই পাওয়া যায়।

পাসপোর্ট করার ৩টি অপশন আছে।
সাধারণ : বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ১৫ কর্মদিবস /২১ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে।
জরুরী : বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ৭ কর্মদিবস / ১০ দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে।
অতীব জরুরী : বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়া যাবে।

সরকারি চাকরিজীবি যাদের এনওসি(NOC) /অবসর সনদ (PRL) রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরী সুবিধা পাবেন।

১৩| ২৬ শে মে, ২০২২ দুপুর ২:৫৪

জোবাইর বলেছেন: ভালো একটি অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। অনেকের কাজে আসবে। কিছুটা ঝামেলা হলেও কেউ ঘুষ/বকশিস চাইনি - এটাই বড় কথা। সবকিছু ডিজিটিলাইজ করে অনলাইন সার্ভিসে আনতে পারলে মানুষ উপকৃত হবে।

২৬ শে মে, ২০২২ বিকাল ৩:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

সবকিছু ডিজিটিলাইজ করে অনলাইন সার্ভিসে আনতে পারলে মানুষ উপকৃত হবে।
অনেকটাই হয়ে গেছে।
তবে ওরা ইচ্ছে করে কিছু সময় নষ্ট করে। এতো বড় দালান নিয়ে বসে আছে, অথচো সার্ভিস দিচ্ছে অতি কম সংখ্যাক লোক। এবং অযথাই ৩ যায়গায় লাইন ধরতে হয়। সেটি ২ যায়গাতেই সম্ভব ছিলো।

১৪| ২৬ শে মে, ২০২২ বিকাল ৩:১৭

লিংকন১১৫ বলেছেন: বেচে গেছেন আগারগা তে যান নি ,
তাহলে জীবন নিয়ে ফিরতে পারতেন না, তিন দিনে এনরোল করতে পেরেছিলাম ,
সার্ভার নাই,বিদ্যুৎ নাই, আরও কতো কিছু X((
গত কাল সকাল ৯ টায় গিয়ে পাসপোর্ট হাতে পেয়েছি বিকাল ৫ টায় |-)

২৬ শে মে, ২০২২ বিকাল ৩:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: খুবই খারাপ অবস্থা ঐখানে।
অনেক আগে আমাকেও সেখানেই করতে হয়েছিলো প্রথম ২টি পাসপোর্ট। তখন অবস্থা আরো অনেক বেশি খারাপ ছিলো। দাদাল ছাড়া কিছুই করা যেতো না। উত্তরায় হওয়া পরে বেশ সহজ হয়ে গেছে। আমার নিজের দুটি করলাম, বাবার একটা, বিবি বাচ্চার ২টা। তেমন কোনো সমস্যা হয় নাই।

১৫| ২৬ শে মে, ২০২২ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:



নানরুটি ও নেহারী সপ্তাহে কতবার চলে?

২৬ শে মে, ২০২২ বিকাল ৫:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এলাকার কাছাকাছি কোনো রেষ্টুরেন্টেরই টেষ্ট ভালো না।
মেয়ের স্কুলের পাশের রেষ্টুরেন্টেরটির টেষ্ট ভালো ছিলো। গতকাল ভালো লাগেনি অবশ্য।
সকাল ৯টার আগে জয়দেপুর কখনো গেলে সেখানকার একটি রেষ্টুরেন্টে খাই।
সব মিলিয়ে মাসে দুই মাসে ১-২ বার হয়তো।

১৬| ২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,




উত্তরা পাসপোর্ট অফিসের কার্যক্রম নিয়ে জলবৎ তরলং লেখা।

দু'দিন আগে আমিও গিয়েছিলুম উত্তরা পাসপোর্ট অফিসে, আমার মেয়াদ উৎত্তীর্ণ হতে চলা পাসপোর্ট রিনিউয়ালের কাগজপত্র জমা দিতে। হ্যা .... ওখানে আগারগাঁওয়ের মতো নরক গুলজার অবস্থা নেই। দালালদের উৎপাতও চোখে পড়েনি। ঘন্টা দু'একের ভেতরে আমার সব কাজ শেষ। কর্মীরা নিয়মাবলীর আওতার বাইরেও প্রয়োজনে পাসপোর্ট প্রার্থীদের যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করছেন, দেখলুম। এটা প্রশংসার।

আপনার মতো আমিও এখন অপেক্ষায় ................

২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১৭| ২৬ শে মে, ২০২২ রাত ১০:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি ২০১১তে আগারগাঁও থেকে পাসপোর্ট করেছিলাম।
তখন কোন দালাল চোখে পড়েনি। শুধু লাইনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল পরিবারসহ। একাধিক লাইন ছিল কিন্তু কেউ কোনো ঘুষ দাবি করেনি।
২০১৫ তে রিনিউ করতে বরং বেশি ঝামেলা মনে হয়েছে। নতুন পাসপোর্ট করার চেয়েও বেশি কাগজপত্র লেগেছে। সময় বেশী লেগেছে। তখনো দালাল চোখে পড়েনি। আসলে দালাল খোঁজার চেষ্টাও করিনি।

এরপর বিদেশে এসে ২০২১ এ পাসপোর্ট করতে সবচেয়ে কম ঝামেলা পোহাতে হয়েছে।
সবাই শুনি দূতাবাসে যায় সেখান থেকে রিনিউ করে। আমি আমি যায়নি। দূতাবাসের ওয়েবসাইটে গেছি, চরম মান্ধাতা আমলের ওয়েবসাইট। তথ্যগুলো টূকে নিয়ে শুধু ফোন করেছি, তাদের পরামর্শ মতো কাজ করেছি।
সাধারণ ডাকযোগে সাপোর্টিং কাগজপত্র মানি অর্ডার রিটার্ন খাম সহ পুরাতন পাসপোর্ট দূতাবাসে পাঠিয়ে দেওয়ার পর এক মাসের ভিতরে আমার দেওয়া রিটার্ন খামে নতুন পাসপোর্ট পুরাতন পাসপোর্ট সহ পেয়ে যাই। বাসায় বসেই। আমাদের পরিবারের সবাই। এক বিন্দু ঝামেলা হয়নি।

২৬ শে মে, ২০২২ রাত ১০:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: পাসপোর্টের ব্যাপারে আপনার এবং আপনার পরিবারের ভাগ্য অতি-সুপ্রসন্ন মনে হচ্ছে!
আপনাদের জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।

১৮| ২৬ শে মে, ২০২২ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার বিবি-বাচ্চার পাসপোর্টও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।
ঈদের পরে ওদের ৩ জনেরটাও করিয়ে ফেলবো।

দেশের বাইরে যাই না, এদিকে পাসপোর্ট করে বসে আসি। আজিব!! নিজের উপর নিজের রাগ হয়।

২৭ শে মে, ২০২২ রাত ১২:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েক মাস আগেও বলেছেন আপনি আপনার পরিবার বিদেশে পাঠিয়ে দিবেন।

১৯| ২৭ শে মে, ২০২২ বিকাল ৪:৪৩

ইমরোজ৭৫ বলেছেন: আমিও পাসপোর্ট কররা কথা ভাবছিলাম।

২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: করে ফেলেন, এখন বেশ সহজেই হয়ে যাচ্ছে।
সকাল ১০টার সময় হাজির হয়ে যাবেন।

২০| ২৭ শে মে, ২০২২ রাত ১১:৫১

সেতু আমিন বলেছেন: নতুন পাসপোর্টের ক্ষেত্রে ডিবি ভেরিকেশনের রেট কত এখন?

২৮ শে মে, ২০২২ রাত ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: জানা নাই।

২১| ২৮ শে মে, ২০২২ রাত ১১:৫০

ঢুকিচেপা বলেছেন: গত বছর করেছি ১০ বছর মেয়াদী।
নাম নিয়ে একটু ঝামেলা হয়েছিল যেটা আমার ভুল ছিল, তাছাড়া অন্যকোন ঝামেলা পোহাতে হয়নি।
মেইলে নোটিফিকেশন পেতাম, কখন ঢাকা গেল, কবে প্রিন্ট হলো এবং কবে পাসপোর্ট অফিসে পৌঁছাল।

২৮ শে মে, ২০২২ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: হে এখন অনেকটাই সহজ হয়েছে বলেই আমার মনে হয়েছে। নোটিফিকেশন সিসটেমটাও বেশ কয়েক বছর হয় চালু হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.