নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : বন পালং

২৮ শে জুন, ২০২২ রাত ৯:২২

বন পালং ফুল



অন্যান্য ও আঞ্চলিক নাম : মূলাপাতা
Common Name : Wight's Sow-Thistle
Scientific Name : Sonchus wightianus

বন পালং একটি ভেষজ উদ্ভিদ, এরা ২ থেকে ৪ ফুট পর্যন্ত উচু হতে পারে। এরা দেখতে অনেকটাই কুকশিম বা শিয়ালমুতির মতোই। শুধু ফুলের আকার সামান্য বড়।

এর আগে কখনো এই ফুল আমার চোখে পরে নাই, তবে গাছ দেখেছি। আসলে ছবিতে কিন্তু ফুল নেই। আছে কলি আর ফুল ফুটে যাওয়ার পরে বী। এই গাছ হয়তো আপনি দেখেছেন, হয়তো কুকশিমের কোনো প্রজাতি হিসেবে মনে করেছেন।






বন পালং হল ডেইজি পরিবারের মধ্যে ড্যান্ডেলিয়ন গোত্রের একটি এশিয়ান প্রজাতির উদ্ভিদ। এটি এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত, চীন, ভারত, বাংলাদেশ, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এদের পাওয়া পাহাড়ের ঢালে, তৃণভূমিতে, বনের মাঝে, বনের প্রান্তে, ঝোপঝাড়ে, মাঠের পাশে, আর্দ্র জায়গায়, জলের কাছাকাছি, বর্জ্যভূমিতে, নদীর ধারে, নুড়িপাথর এলাকায় এদের দেখা মেলে।






দীর্ঘস্থায়ী জ্বরে গাছটির ব্যবহার আছে। জন্ডিস, কাশি, ব্রঙ্কাইটিস, হাঁপানিতে এর শিকড় কাজ করে। কোথাও ব্যথা পেলে, ফুলে গেলে গাছের পাতা ফোলা উপর প্রয়োগ করা হয়। মূলের নির্যাস পেটের ব্যথা উপশম করে।



ছবি তোলার স্থান : দিনাজপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০৫/০১/২০২২ ইং





=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গাঁদা-৩, গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২
দাঁতরাঙ্গা-২, দাদমর্দন-২, দাদমর্দন-৩
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাগানবিলাস-৩, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪, বিড়াল নখা-২,
মাধবীলতা-২, মাধবীলতা-৩
রুদ্রপলাশ-২, রুদ্রপলাশ-৩, রাজ অশোক-২, রাজ অশোক-৩, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪, রাধাচূড়া-৫
লতা পারুল-২, লতা পারুল-৩, লতা পারুল-৪
শিউলি-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২২ রাত ৯:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগে ছবি বড় আকারে পোস্ট করা আমি আপনার কাছে শিখেছি। আপনাকে অশেষ ধন্যবাদ।

২৮ শে জুন, ২০২২ রাত ১০:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে।

২| ২৮ শে জুন, ২০২২ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:



ইহা খুবই ভালো শাক।

২৮ শে জুন, ২০২২ রাত ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো এটি শাক নয়।

৩| ২৮ শে জুন, ২০২২ রাত ১১:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

ভেষজগুণ সম্পন্ন কিছু দেখতে তেমন আহামরি হয় না।

২৮ শে জুন, ২০২২ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
সব ক্ষেত্রে কথাটি সঠিক নয় অবশ্য।

৪| ২৯ শে জুন, ২০২২ রাত ১২:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন:



ব্লগে ছবি বড় আকারে পোস্ট করা আমি আপনার কাছে শিখেছি। আপনাকে অশেষ ধন্যবাদ।


বড় আকারে কিভাবে আপলোড করে আমাকে শিখান।

২৯ শে জুন, ২০২২ রাত ১২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:



সহজ করে বুঝিয়ে দেই-
https://imgbb.com
প্রথমে আপনাকে কোনো ইমেজ হোস্টিং সাইটে আপনার বড় ছবি আপলোড দিতে হবে।
সেখান থেকে ছবির লিংক কপি করতে হবে।
এবার ছবি পোস্ট করার লিংকের অংশে ছবি


চেষ্টা করেন।
না পারলে বলবেন, আবার বুঝিয়ে দিবো।

৫| ২৯ শে জুন, ২০২২ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: এউ ফুলটা কয়েকবার দেখেছি। কিন্তু নাম জানতাম না।
কি অদ্ভুত নাম বন পালং!!!

২৯ শে জুন, ২০২২ রাত ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
একই রকম দেখতে আরো কয়েকটি ফুল আছে কিন্তু।
বন পালং নামটা আসলেই অদ্ভূত।

৬| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ছবি সবসময়ই দারুণ হয়।

২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: মতামতের জন্য অশেষ ধন্যবাদ প্রিয় মশিউর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.