নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় মুভি Predator 2

০২ রা জুলাই, ২০২২ সকাল ১১:৪৫

দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি হল একটি বৈজ্ঞানীক কল্পকাহিনী নির্ভর অ্যাকশন মুভি সিরিজ।
আমার পছন্দের সাই-ফাই সিরিজের মধ্যে দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজি একটি। ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণীদের নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ।



দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজিটি ১৯৮৭ সালে Predator (প্রিডেটর) মুভিটি দিয়ে শুরু হয়েছিল এবং এই সিরিজে এখন পর্যন্ত ৪টি মুভি রিজিল হয়েছে।
১। Predator (1987)
২। Predator 2 (1990)
৩। Predators (2010)
৪। The Predator (2018)

এই বছর এই এই প্রিডেটর সিরিজের পঞ্চম মুভি রিলিজ হবে-
৫। Prey (2022) (আপ কামিং....)

এছাড়াও এই সিরিজের সাথে ক্রসওভার আরো একটি সিরিজ আছে। সেটি হচ্ছে Alien vs. Predator সিরিজ। এই সিরিজেও অলরেডি ২টি মুভি মুক্তি পেয়েছে।
১। Alien vs. Predator (2004)
২। Aliens vs. Predator: Requiem (2007)




প্রিডেটর হচ্ছে এক ধরনের ভয়ংঙ্কর মহাজাগতিক ভিনগ্রহী প্রাণী যারা টেকনোলোজিতে মানুষদের চেয়ে অনেক অনেক এগিয়ে আছে। বিভিন্ন সময় তার বিভিন্ন গ্রহে গিয়ে একটি প্রতিযোগীতামূলক শিকার করার খেলায় অংশ নেয়। শিকার করার এই খেলাটি মূলত প্রিডেটরদের যোদ্ধা হিসেবে সম্মাননার স্বীকৃতি পাওয়ার একটি অনুষ্ঠান। একটা নির্দিষ্ট সময় পরপর প্রিডেটরদের কোনো একজন সদস্য সম্মাননার স্বীকৃতি পাওয়ার এই শিকার করার খেলায় নামে। তারা মানুষ সহ অন্যান্য বিপজ্জনক জীবকে শিকার করে। শিকার করা প্রণীটিকে হত্যা করে তার শিরদাঁড়া সহ মাথার খুলিটি পুরস্কার হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। আজ আমি ১৯৯০ সালে রিলিজ হওয়া Predator 2 মুভিটির কাহিনী সংক্ষেপ এখানে তুলে ধরবো।

২। Predator 2 (1990)

LAPD-এর লেফটেন্যান্ট হ্যারিগান (ড্যানি গ্লোভার) এবং তার পার্টনার জেরি ল্যাম্বার্ট লখ্য রাখছে জ্যামাইকান গ্যাং এবং কলম্বিয়ান ড্রাগ কার্টেলের মধ্যে রক্তাক্ত লড়াইয়ে। তাদের অলখ্যে প্রিডেটর কলম্বিয়ানদের উপর হামলা চালায়। পরে জ্যামাইকানরা কলম্বিয়ান ড্রাগ লর্ডের পেন্টহাউসে প্রবেশ করে এবং তাকে হত্যা করে। কিন্তু তারপরে প্রিডেটর তাদের করে হত্য করে। হ্যারিগান মনে করে এটা দুই প্রতিপক্ষের লড়াইয়ের ফল। কিন্তু এফবিআই স্পেশাল এজেন্ট কিজ (গ্যারি বুসি) জানেন এদের হত্যাকারী একটি ভয়ঙ্কর বহির্জাগতিক প্রিডেটর যার নিজেকে অদৃশ্য রাখার ক্ষমতা আছে। এফবিআই স্পেশাল এজেন্ট তখন হ্যারিগান এবং তার পার্টনারকে এই কেস থেকে দূরে থাকতে বলে।



হ্যারিগানের পার্টনার তদন্ত করার জন্য পরে একা একা আবার সেখানে যায় এবং প্রিডেটরের একটি অস্ত্রের অংশ খুঁজে পায়া। ঠিক তখন প্রিডেটরটি তাকে হত্যা করে। ক্ষুব্ধ হ্যারিগান তার সহকারীর হত্যাকারীকে ধরার জন্য গোপনে তদন্ত শুরু করে। ফরেনসিক বিশ্লেষণ জানা যায় অস্ত্রের অংশটি এমন এক উপাদান দিয়ে তৈরি তার অস্তিত্ব পৃথিবীতে নেই।



একসময় হ্যারিগান প্রিডেটরটিকে খুঁজে বের করে এবং তার পিছু নিয়ে একটি ভূগর্ভস্থ চেম্বারে একটি মহাকাশযান খুঁজে পায়। সেখানে হ্যারিগান আর প্রিডেটরটির মধ্যে একটি চূড়ান্ত লড়াই হয়। লড়াই করার সময় হ্যারিগান প্রিডেটরের একটি নিক্ষেপকারী চাকতি হাতে পায় এবং সেটি দিয়ে প্রিডেটরটিকে হত্যা করে। তখন প্রিডেটরদের একটি পুরো দল সেখানে হাজির হয় এবং মৃত প্রিডেটরের দেহ নিয়ে চলে যাবার আগে প্রিডেটরদের একজন হ্যারিগানকে একটি অ্যান্টিক ফ্লিন্টলক পিস্তল উপহার দেয় সম্মাননা হিসেবে।




=================================================================
সিনেমা নিয়ে আমার আরো কিছু পোস্ট -
আমার দেখা হলিউড মুভি - ০১
আমার দেখা হলিউড মুভি - ০২
আমার দেখা হলিউড মুভি - ০৩

আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ১
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ২
আমার দেখা অসাধারন একটি সিনেমা : ফরেস্ট গাম্প ৩
জনি ডেপের সিনেমা "Nick of Time"

সাই-ফাই মুভি সিরিজ Alien
দ্য প্রিডেটর ফ্র্যাঞ্চাইজির প্রথম মুভি Predator

The Invisible Guest
টাইম-লুপ নিয়ে হিন্দি সিনেমা Looop Lapeta
আইনি ড্রামা সিনেমা - জয় ভীম (Jai Bhim)
২০২১ সালের বলিউডের যে হিন্দি সিনেমা গুলি দেখেছি

=================================================================

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২২ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: এখন এসব মুভি দেখি না।

মনস্তাতিক সিনেমা দেখি।

০২ রা জুলাই, ২০২২ দুপুর ১:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি রোমান্টিক, হরর, ড্রামা ছাড়া অনেক মুভিই দেখি।
আপনার দেখা মনস্তাত্ত্বিক কিছু সিনেমা নাম দেনতো, দেখবোনে আমিও।

২| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৪৯

অপু তানভীর বলেছেন: এই সিকুয়্যালটা আমার কাছে প্রথমটার মত কেন জানি অতখানি আকর্ষনীয় মনে হয় নি । প্রথমটাই সেরা ছিল !

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমারও তাই মনে হয়। প্রথমটাই সেরা ছিলো। ২য় টা সবচেয়ে দূর্বল।

৩| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ছবি অতিরিক্ত বড় হওয়ায় চোখে লাগসে। মিডিয়াম সাইজের করার কোন সিস্টেম কি আছে ?

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
কোন কোন ছবি অতিরিক্ত বড় হয়েছে?
আপনি চাইলে যেকোনো সাইজে ছবি রিসাইজ করে নিয়ে পোস্ট করতে পারবেন।

৪| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্ট ভালো লাগলো।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ ভালো লাগা জানানোর জন্য।

৫| ০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ১ নং ও ২ নং ।

০২ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
২ নং ছবিটি আসলেই বড়।
১ নং তো ঠিকই থাকার কথা।
যাইহোক, আগামীতে মনে রাখার চেষ্টা করবো।

৬| ০২ রা জুলাই, ২০২২ রাত ৯:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: নতুন আপকামিং যেটি আসবে, দেখে রিভিউ লিখবেন আশা করি।

০২ রা জুলাই, ২০২২ রাত ৯:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
দেখার ইচ্ছে আছে। রিভিউও লিখবো হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.