নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

রিয়া (সাময়িক)

০৯ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৫


ছবি : ফেসবুক

আজ ফেসবুকে লিখেছিলাম-

নিশ্চয়ই আল্লাহ কোরবানীর পশুর ছবি ফেসবুকে দেখিতেছেন, তই সকলে কোরবানীর পশুর ছবি ফেসবুকে দিয়া আল্লাহকে কবুল করিতে অনুরোধ করিতেছেন।

এখন পর্যন্ত তিন রকম রিয়েক্ট দেখা গেছে -
- অতি অল্প পরিমান লাইক। (বেশীর ভাগ লোকেরই কথাটা পছন্দ হয় নাই।)
- কিছু সংখ্যাক সেড। (এরা অলরেডি ছবি দিয়ে ফেলেছে ফেসবুকে এবং আমি তা দেখেছি সেটাও বুঝেছে।)
- অনেকেই হা হা। (এরা প্রায় সকলেই পশু কিনে ছবি দিয়েছে ফেসবুকে।)

উনারা বেশীরভাগ লোকেই বুঝতে পারছেন না যে এই কোরবানীর পশু কিনে তার ছবি ফেসবুকে দিয়ে আলহামদুল্লিলাহ বলা আর আল্লাহকে কবুল করার অনুরোধ করার মধ্য দিয়ে তাদের কুরবানীটি রিয়া হয়ে যাচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য : আপনি যদি কোরবানী অপছন্দ করেন তাহলে এই পোস্ট এরিয়ে যান।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

রিয়ায় ডাইভার্ট হয়ে যাচ্ছে 'ইবাদাত।

০৯ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা অনেক আগে থেকেই এই লাইনে আছি, ইদানিং সেটি চরম আকার ধারন করেছে।

২| ০৯ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৩

ইমরোজ৭৫ বলেছেন: রিয়া আমার সাবেক বউ এর নাম ছিলো

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: তরকারি সাহেবের সাবেক বউ এর নাম কি ছিলো?

৩| ০৯ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৯

দ্বীপ ১৭৯২ বলেছেন: সহমত

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশে কোরবানি অনেক ক্ষেত্রেই লোক দেখানো। ফরজ কাজের খবর নাই, হারাম কাজ করছে নির্দ্বিধায়। কিন্তু কোরবানির এই ওয়াজিব বা সুন্নত নিয়ে ফেইসবুকে এবং অন্যত্র বাড়াবাড়ি করা হয়।

হজের এজেন্সির এক জনের কাছে শুনেছিলাম, তার মতে ৬০% হজ্জ করা হয় বিভিন্ন পার্থিব কারণে। যদিও এটা তার ব্যক্তিগত মতামত। তারপরেও কথাটা একদম ভুল বলেন নি মনে হয়েছে।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
জ্বী, সঠিক বলেছেন আপনি।
আমরা কেউ ই এর বাইরে না।
আমাদের সকলের উচিত নিজেদের শুধরে নেয়ার চেষ্টা করা।

৫| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১০

জুল ভার্ন বলেছেন: লোক দেখানো কোরবানির দরকার নাই।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
আসলে দরকার আছে।
ধনীরা লোক দেখানো ১০-১৫টা বিশাল গরু কোরবানী দিলে দরিদ্রেরা কিছুটা বেশি গোস্ত পাবে।
তাতে অবশ্য ধনীদের লাভ লস কিছুই হবে না।
আমাদের মতো স্বল্প সামর্থের লোকেদের লোক দেখানো উচিত না। তাতে আমাদেরই লস।

৬| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
পবিত্র কুরআনে বলা হয়েছে- "আর আমরা ভবিষ্যতের উম্মতের মধ্যে ইব্রাহিমের এই সুন্নাতকে স্মরণীয় করে রাখলাম "। (সুরা সাফ্ফাত আয়াত-১০৮)।'

কবি নজরুল বলেছেন- মনের পশুরে কর জবাই/পশুরাও বাঁচে, বাঁচে সবাই। মনের পশু ও আমিত্বকে জবাই করাই হলো কোরবানীর মূল উদ্দেশ্য। কিন্তু এ কাজটি করেন কজন! সবাই তো পশু জবাইয়ে ব্যস্ত। এতে কোরবানির যে মূল উদ্দেশ্য তা থেকে সরে যাচ্ছি আমরা।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

৭| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩০

সোনাগাজী বলেছেন:


রিয়া মিয়া কিছু হচ্ছে না; যাদের টাকা আছে, তারা গরু কিনেছে; গরু কিনতে পারা যে সামর্থের ব্যাপার ইহা মানুষ প্রকাশ করছে; আমরা গরীব জাতি, সবাই গরু ছাগল কিনতে পারবে না, সেজন্য ইহা সামর্থের ব্যাপার, এটা বলে বেড়ানোর মতো ব্যাপার। তাজা গরুর মাংস খাওয়া একটা উৎসব।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনাকে এই পোস্ট এরিয়ে যেতে বলা হয়েছিলো গুরুজী।

৮| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪২

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ আমাদের সকলকে রীয়া মুক্ত রাখুন আমিন। ঈদ মুবারক । আপনি ও আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক।

০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
সকলের উপর শান্তি বর্ষিত হোক।

৯| ০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

খায়রুল আহসান বলেছেন: রিয়া সম্বন্ধে আমাদের সকলের অবশ্যই সতর্ক হওয়া উচিত। এখন যা চলছে, তা কুরুচিপূর্ণ।
পোস্ট পড়ে যদি কেউ এ ব্যাপারে সাবধান হন, তবেই আপনার এ পোস্ট লেখা সার্থক হবে।

০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আশা করা যায় কেউ কেউ সতর্ক হবেন।

১০| ০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৫

নীল আকাশ বলেছেন: অনেক মানুষ না জেনেও এই ভুল করে ফেলে। রিয়ার ব্যাখ্যা নিয়ে ভালো মতো একটা পোস্ট কেউ দিতে পারলে অনেকেরই উপকার হতো।
আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আমাদের নেক নিয়তগুলি কবুল করে নিন। আমীন।
ঈদ মোবারক।

০৯ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
খুব ভালো বলেছেন আপনি।
আমার ধারনা বেশীরভাগ মানুষ, বিশেষ করে অল্প বয়সীরা রিয়ার বিষয়টি একেবারেই না জেনে না বুঝে ছবি দিচ্ছে।

১১| ০৯ ই জুলাই, ২০২২ রাত ৮:৩০

সোনাগাজী বলেছেন:



আল্লাহের দোয়া করে দেন, আগামী কোরবাণীতে উনি যেন সকল গরীবকে কোরবাণী করার মত টাকা পয়সা দেন।

০৯ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি প্রায় পীর পর্যায়ের পৌছনে ওয়ালা আদমি, আপনার দোওয়ায় কাজ হতেও পারে। দোয়া করে ফেলেন।

১২| ০৯ ই জুলাই, ২০২২ রাত ১০:২২

কামাল৮০ বলেছেন: আমি কোরবানী পছন্দ করি না তাই এড়িয়ে গেলাম।

০৯ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে এরিয়ে যাওয়ার জন্য।

১৩| ১০ ই জুলাই, ২০২২ রাত ৩:১০

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক ভাইসাহেব।

১০ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঈদ মোবারক

১৪| ১০ ই জুলাই, ২০২২ সকাল ৭:১৬

নূর আলম হিরণ বলেছেন: আবার এক গ্রূপ দেখলাম এই ব্যাপারটিকে রিয়া হিসেবে দেখছে না। তারা বলছে এটা গরুকে যারা মাতা মনে করে তাদের প্রচারণা। যেনো তাদের মায়ের এমন করুন পরিণতি না দেখতে হয় তাদের।
তারা বলছে বেশি বেশি ছবি শেয়ার করতে, নিজের গরুর ছবি দিলে যদি রিয়া হয় তাহলে প্রতিবেশীর গরুর ছবি দিতে।

১০ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
তাই নাকি?

১৫| ১০ ই জুলাই, ২০২২ দুপুর ১:১০

জ্যাকেল বলেছেন: যাহারা ফেসবুকে গরুর ছবি দিয়ে নিজে ইসলাম প্রতিষ্টার গুরুত্বপুর্ণ কাজ করতেছেন তাদের জন্য দুঃসংবাদ। কারণ এটা ফিতনা বৃদ্ধি করবে বৈ কিছুই না। আর ফিতনা হচ্ছে হত্যার চেয়ে জঘন্য অপরাধ।

১০ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
আসলেই ফিতনা।
সরাসরি রিয়া বলাটাও ঠিক যুক্তিসংগতো নয়। কারণ যারা এটা করছেন তারা রিয়া হয়ে যাওয়ার বিষয়টা হয়তো সেই ভাবে জানেনও না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.