নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম : শ্বেত অপরাজিতা

১৪ ই জুলাই, ২০২২ রাত ১:৩৩

শ্বেত অপরাজিতা


অন্যান্য ও আঞ্চলিক নাম : শ্বেতস্ত্যন্দা, শ্বেতপুষ্পা, কটভি, গিরিকর্ণিকা, নীলগিরিকর্ণিকা, শ্বেত অপরাজিতা
অন্যান্য ও আঞ্চলিক নাম : শ্বেতস্ত্যন্দা, শ্বেতপুষ্পা, শঙ্খপুষ্প, কটভি, গিরিকর্ণিকা, নীলগিরিকর্ণিকা, সীতাপরাজিতা, শ্বেতা, বিষঘ্নী, মেহনাশিনী, সফেদ কোয়ল, অশ্বখুরা।
Common Name : Butterfly pea, Pea vine, Mussel shell climber, Pigeon wings, Asian pigeonwings, Cordofan pea, Darwin pea.
Scientific Name : Clitoria ternatea



অপরাজিতা একটি বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ। এটি মূলত একটি লতাজাতীয় উদ্ভিদ। এর আদিনিবাস এশিয়াতেই।

এটি শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসাবে পরিচিত। চাষ করার শুরুতে সামান্য যত্নের প্রয়োজন হয়। তোরণ, বাগানের গেট বা বা দেয়ালে বাইয়ে দিলে অল্প দিনেই নিজের বিস্তার ঘটিয়ে দখল করে নেই। তবে এরা আগ্রাসী প্রজাতীর নয়।





আমাদের দেশে বর্তমানে বেশ কয়েক কমের অপরাজিতা আছে। তাদের ভিন্নতা আছে আকারে, রং-এ, পাপড়ির সংখ্যায়।
এদের দেখা যায় আকাশী, সাদা, নীল, বেগুনী, হালকা বেগুনী ইত্যাদি রঙে। ফুলের গঠন আর রঙের বৈচিত্রে সবার মন কাড়ে।

ইদানিং দেখতে পাই নীল অপরাজিতার চা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।





ফুল শেষে গাছে ২-৩ ইঞ্চি লস্বা মটরশুটির মত ফল বা শুঁটি হয়। প্রতিটি ফলে বা শুঁটিতে ছয় থেকে দশটি বীজ থাকে। অল্প কিছু দিনের মধ্যেই ফল বা শুঁটি পরিপক্ক হয়ে শুকিয়ে যায়। তখন বীজ সংগ্রহ করে মাটিতে ফেল সামান্য পানি দিলেই কিছু দিনের মধ্যেই চারা গজায়। দেখতে দেখতেই চারা বড় হয়ে উঠে এবং অল্প দিনের মধ্যেই গাছে ফুল আসে।




ছবি তোলার তারিখ : ২০১৮ ইং থেকে ২০২০ ইং
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।


=================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
ফুলেদের কথা
অশোক, অর্কিড, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অলকানন্দা, আকন্দ, আমরুল,
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা
গাঁদা, গামারি, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া,
ঘোড়া চক্কর
জ্যাকারান্ডা,
ঝুমকোলতা
ডালিয়া
তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দেবকাঞ্চন, দোলনচাঁপা
ধুতুরা
নাগেশ্বর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা,
পপী, পুন্নাগ
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বাদুড় ফুল, বাগানবিলাস, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং
ভাট ফুল
মাধবীলতা, মধুমঞ্জরি
রঙ্গন, রুদ্রপলাশ, রাজ অশোক, রাধাচূড়া, রাণীচূড়া
লতা পারুল
শাপলা (সাদা), শিউলি, শিবজটা, সুলতান চাঁপা
জবা - ১, জবা - ২, সাদা জবা, ঝুমকো জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, গোলাপী জবা


=================================================================
ফুলেদের ছবি
ফুলের রাণী গোলাপ - ০১, ফুলের রাণী গোলাপ - ০২, ফুলের রাণী গোলাপ - ০৩, ফুলের রাণী গোলাপ - ০৪
ফুলের রাণী গোলাপ - ০৫, ফুলের রাণী গোলাপ - ০৬, ফুলের রাণী গোলাপ - ০৭, ফুলের রাণী গোলাপ - ০৮
ফুলের রাণী গোলাপ - ০৯, ফুলের রাণী গোলাপ - ১০, ফুলের রাণী গোলাপ - ১১, ফুলের রাণী গোলাপ - ১২
ফুলের রাণী গোলাপ - ১৩
রাতের গোলাপ - ০১, রাতের গোলাপ - ০২, রাতের গোলাপ - ০৩, রাতের গোলাপ - ০৪

অর্কিড-২, অর্কিড-৩, অর্কিড-৪, অর্কিড-৫, অলকানন্দা (বেগুনী)-২, অলকানন্দা (বেগুনী)-৩, আমরুল-২,
কচুরিপানা ফুল-২, কসমস-২, কসমস-৩, কসমস-৪, কসমস-৫, কসমস-৬, কর্ণফ্লাওয়ার-২,
গাঁদা-২, গাঁদা-৩, গ্লুকাস ক্যাসিয়া-২, গ্লুকাস ক্যাসিয়া-৩, গোলাপি আমরুল-২,
ঝুমকোলতা-২
ডালিয়া-২, ডালিয়া-৩, ডালিয়া-৪,
তারাঝরা- ২
দাঁতরাঙ্গা-২, দাদমর্দন-২, দাদমর্দন-৩, দাদমর্দন-৪
নাগেশ্বর-২, নাগলিঙ্গম-২, নাগলিঙ্গম-৩
পুন্নাগ-২, পপী-২, পপী-৩, পপী-৪, পপী-৫, ফাল্গুনমঞ্জরী-২,
বাগানবিলাস-২, বাগানবিলাস-৩, বাদুড় ফুল-২, বোতল ব্রাশ-২, বোতল ব্রাশ-৩, বোতল ব্রাশ-৪, বিড়াল নখা-২, বোতল ব্রাশ-৪
মাধবীলতা-২, মাধবীলতা-৩
রুদ্রপলাশ-২, রুদ্রপলাশ-৩, রাজ অশোক-২, রাজ অশোক-৩, রাধাচূড়া-২, রাধাচূড়া-৩, রাধাচূড়া-৪, রাধাচূড়া-৫
লতা পারুল-২, লতা পারুল-৩, লতা পারুল-৪
শিউলি-২, সুলতান চাঁপা-২

গামারির হলুদ বন্যা, আরো কিছু গামারি, শিমুল গাছে আগুন, অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল,
=================================================================
গাছেদের কথা
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, চাঁপা নিয়ে চাপাবাজি, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি

=================================================================

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১:৪৪

সোনাগাজী বলেছেন:



বন্য, নাকি বাগানে স্হান পেয়েছে?

১৪ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
এটি বুনো নয়।
লতানো গাছ হওয়ায় একে বেড়ে উঠার জন্য অবলম্বন দিতে হয়।
ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় সোনাগাছী ভাই।

২| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৮:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিগুলো সুন্দর।

১৪ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় মশিউর রহমান ভাই।

৩| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৮:৩৮

জুল ভার্ন বলেছেন: আমার দৃষ্টিতে অপরাজিতা গোত্রের মধ্যে নীল অপরাজিতাই শ্রেষ্ঠ।

১৪ ই জুলাই, ২০২২ সকাল ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
জ্বী একসময় অপরাজীতা বলতে আমার নীল অপরাজিতাকেই বুঝতাম।
ধন্যবাদ মন্তব্যের জন্য প্রিয় জুল ভার্ন ভাই।

৪| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


অপরাজিতা দিয়ে চা কিভাবে?

১৪ ই জুলাই, ২০২২ সকাল ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: https://youtu.be/AYYEn16WPCs

এইখানে রেসিপি আছে।

৫| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২৮

অপু তানভীর বলেছেন: এই সাদার থেকে নীলটা বেশি সুন্দর । আমি একবার স্কুলের কৃষিশিক্ষার ব্যবহারিক পরীক্ষাতে নীল অপরাজিতা নিয়ে গিয়েছিলাম ।

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
আরো অনেকগুলি কালার আছে। বেশ সুন্দর সুন্দর।
আমার ছোটবোনের ছাদে মনে হয় সাত-আট কালারের আছে।

৬| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৩৬

রায়হান চৌঃ বলেছেন: শ্বেত অপরাজিতা কখনো দেখিনাই, তবে নীল টা ভালোলাগে :)

আমি বনসাই করতে পছন্দ করি......... এই বর্ষায় প্রথম ফুল ফুটেছে।

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
সুবহানাল্লাহ!!!
আমি মুগ্ধ!!!
হিজল আমার পছন্দের গাছ-ফুল। বনসায়ে ফুল ফুটিয়েছেন, অসাধারণ!!

৭| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: এই ফুলটা আমি চিনি।
তিন রকমের হয়। সাদা, নীল আর হালকা লাল।

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ফুলটি আপনি চিনেন জেনে আনন্দিত হলাম।
তবে আপনি আমার পোস্টের লেখা পড়েন নি। আমি পোস্টে লিখেছি -
আমাদের দেশে বর্তমানে বেশ কয়েক কমের অপরাজিতা আছে। তাদের ভিন্নতা আছে আকারে, রং-এ, পাপড়ির সংখ্যায়। এদের দেখা যায় আকাশী, সাদা, নীল, বেগুনী, হালকা বেগুনী ইত্যাদি রঙে।

আমার ছোট বোনের ছাদে ৬-৭ রকমের আছে।

৮| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৯

মিরোরডডল বলেছেন:




সাদাটা দেখিনি কখনও কিন্তু নীল অপরাজিতা আমার খুবই পছন্দ ।
ছোটবেলার কথা মনে করায় ।
অপরাজিতা নিয়ে তপনের খুব সুন্দর একটা গান আছে ।






১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

আমি ইউটিউবের ভিডিও শেয়ার দিলেই সেইটা দেখা যায় না। বড়ই দুঃখ।

৯| ১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই,
আপনি সুন্দর ছবি তোলেন
তাতে দিমত নাই।
তবে ছবির বা ফল ফুলের যে
যে বিবরন দেন তা কি আপনার
নিজের না কোথাও থেকে সংগ্রহ
করেন? উইকি নাকি অন্য কোন
মাধ্যম থেকে নাকি নিজের?
অন্য মাধ্যম হলে কুপি পেষ্টুরা
চ্যপ থাকে কেনো?
মন্ত্র পড়া নাকি মোন্তাজের
তাবিজের গুনে চুপ থাকে?
আমাকে একখান তাবিজ দিবেন!

১৪ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার দ্বিমত আছে।
আমি খুব ভালো ছবি তুলতে পারি না। অন্যের চমৎকার ছবির দিকে আমি লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে দেখি। আহা অমন ছবি যদি আমি তুলতে পারতাম!!

আমি নিজেই কপি-পেস্টের বিরুদ্ধে কথা বলি বলেই হয়তো তারা আমাকে ছাড় দিয়ে রেখেছে। ;)
তাদের চুপ রাখার মন্ত্র বা তাবিজ নাই, তবে টিকা আছে।

প্রথমে বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করুন। তারপর সেই সব তথ্য ব্যবহার করে নিজে লিখুন, নিজের মতো করে লিখুন।
যদি নির্দিষ্ট কোনো লেখা থেকে খুব বেশী তথ্য সরাসরি ব্যবহার করেন তাহলে অবশ্যই লেখার শেষে তথ্য সূত্র হিসেবে সেটির নাম দিয়ে দিবেন। (দোলনচাঁপা লেখাটায় যেভাবে দিয়েছি)।

আর যদি সরাসরি কপি-পেস্ট করেন তাহলে সেই লিংকটি সরাসরি যুক্ত করে দিবেন। তবে লিংকে বাংলা লেখা থাকলে সেটি যুক্ত করা যায় না।
যেমন গত ৫ তারিখে শিবের প্রসাদ লেখাটায় দিয়েছি।

আপনার জন্য সুভকামনা রইলো।

ভালো কথা, গাছ বা ফুল নিয়ে লেখা আমার পোস্ট থেকে তথ্য বা কোনো কোনো ক্ষেত্রে সরাসরি লেখা অনেক যায়গায় আমার নাম না উল্লেখ করেই অনেকে শেয়ার করে রেখেছে। মাঝে মাঝে দিধায় পরে যাই।

১০| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ
আমি নিজেই কপি-পেস্টের বিরুদ্ধে কথা বলি বলেই হয়তো তারা আমাকে ছাড় দিয়ে রেখেছে। ;)

হা

১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: এইতো বুঝে গেছেন।

১১| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার দেয়া ফুল বা ফলের ছবির নাম
লিখে অনুসন্ধান করলে উইকিতে বাংলা,
ইংরেজী ও বৈজ্ঞানিক নামের সাথে বিস্তারিত
বন'না পাওয়া যায়। তাতে আমার কোন সমস্যা
নাই, জানলেই হলো, কোথা থেকে জানলাম
"ডাজ নট ম্যাটার!" তবে তেনাদের সমস্যার
কথা চিন্তা করে বলা!
ভালো থাকুন, আরো লিখুন।

১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার বক্তব্য আমার কাছে পরিষ্কার হলো না।
আপনি কি বলতে চাচ্ছেন আমার লেখা গুলির ফুলের নাম দিয়ে সার্চ দিলে যে বর্ননা পাওয়া যায় আর আমি যা লিখেছি তা একই লেখা?

এইটা যদি মিন করে থাকেন তাহলে সেটার প্রমাণ করতে হবে আপনাকেই।

১২| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:২৩

আরইউ বলেছেন:



আমাদের নূরু সাহেব এখনো বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে নিজে নিজের মত করে লেখা (যেটা আপনি করেছেন) আর অন্যের বা অন্যদের লেখা সরাসরি সূত্র উল্লেখ না করে টুকলিফাই করা (যেটা নূরু সাহেব করেন) যে দু‘টো আলাদা জিনিস তা বুঝে উঠতে পারলেননা। বিষয়টা দুঃখজনক ও বিব্রতকর।

অন টপিকঃ অপরাজিতা-শ্বেত শুভ্র হোক বা নীলাম্বরী (আমি যদিও রঙ বুঝাচ্ছি, ঠিক এই নামেই একটা ফুল আছে Malabar Delphinium, আপনি হয়ত জানেন) বা আকাশলীনা বা বেগুনী, অপরাজিতা সব সময়ই সুন্দর!

১৫ ই জুলাই, ২০২২ রাত ১২:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: নূরু ভাইজান উল্লেখিত বিষয় দুটির পার্থক্য বুঝতে পারেন না সেটি আমার মনে হয় না। আমার মনে হয় উনি ইচ্ছা করেই বিষয়টি বুঝেও না বুঝের মতো ব্যবহার করছেন। এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। নূরু ভাইজানের জন্য শুভকামনা রইলো।

নীলাম্বরী নামটির সাথে পরিচয় থাকলেও ফুলটির সাথে আমার সরাসরি পরিচয় নেই। কখনো দেখার সুযোগ হয়নি, ছবিতোলার সুযোগ হয়নি।

ইদানিং অনেক রং এর অপরাজিতা দেখা যায়। আমার ছোটো বোনের ছাদেই ৬-৭ রকমের আছে। তবে নীলটার আবেদন অন্যরকম।

১৩| ১৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: শ্বেত অপরাজিতাঃ (উইকিপিডিয়ার বন'না)

শ্বেত অপরাজিতা (বৈজ্ঞানিক নাম: Clitoria ternatea) (সংস্কৃত: श्वेतां, विष्णूक्रांता, शंखपुष्पी) হচ্ছে ফ্যাবেসি (Fabaceae) প্রজাতির একটি ফুল। ইংরেজিতে Asian pigeonwings,[১] bluebellvine, blue pea, butterfly pea, cordofan pea এবং Darwin pea[২] বলে। ফুলটি গাঢ় নীল রঙের, কিন্তু নিচের দিকটা (এবং ভেতরটা) সাদা, কখনো বা একটু হলদে আভা যুক্ত হয়। সাদা রঙের অপরাজিতাও দেখা যায়। প্রকৃতিতে দুর্লভ প্রজাতির দ্বৈত পাপড়ির (Double Petal) অপরাজিতা ফুল ও দেখতে পাওয়া যায়।

কিছু নারদ আঁছে যারা নিজের নাক কেটে হলেও
পরের যাত্রা ভংগ করার ব্রত নিয়ে মাঠে আছেন!
অন্যের বিষয়ে তাদের নাকটা বাড়িয়ে দেবেনই
তাতে নাক থাকুক বা কাটা পড়ুক! এ নিয়ে নাকানি
চুবানি খেলেও কুছ পরোয়া নেই!

১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
উইকির অংশ টুকু থেকে বুঝা গেলো আমি উইকি থেকে কপি-পেস্ট করি নাই এবং কোনো তথ্য ব্যবহার করি নাই।

১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: মন্তব্যের নিচের অংশের কথা আমরা আর না বাড়াই।

১৪| ১৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫২

আরইউ বলেছেন:




নূরু সাহেব,
আপনি ৯ নং মন্তব্য বলেছেনঃ

“দস্যু ভাই,
আপনি সুন্দর ছবি তোলেন
তাতে দিমত নাই।
তবে ছবির বা ফল ফুলের যে
যে বিবরন দেন তা কি আপনার
নিজের না কোথাও থেকে সংগ্রহ
করেন? উইকি নাকি অন্য কোন
মাধ্যম থেকে নাকি নিজের?
অন্য মাধ্যম হলে কুপি পেষ্টুরা
চ্যপ থাকে কেনো?

মন্ত্র পড়া নাকি মোন্তাজের
তাবিজের গুনে চুপ থাকে?
আমাকে একখান তাবিজ দিবেন!”

আপনি ১১ নং মন্তব্যে আবার বলেছেনঃ

“আপনার দেয়া ফুল বা ফলের ছবির নাম
লিখে অনুসন্ধান করলে উইকিতে বাংলা,
ইংরেজী ও বৈজ্ঞানিক নামের সাথে বিস্তারিত
বন'না পাওয়া যায়। তাতে আমার কোন সমস্যা
নাই, জানলেই হলো, কোথা থেকে জানলাম
"ডাজ নট ম্যাটার!" তবে তেনাদের সমস্যার
কথা চিন্তা করে বলা
!
ভালো থাকুন, আরো লিখুন।”

বুঝতেই পারছেন এই পোস্টে আমি আপনাকে উদ্দেশ্য করে মন্তব্য কেন করেছি। আপনার ছোট লেজেঁ পা দিয়ে ঝগড়া করার আমার কোন ইচ্ছা নেই তবে যেহেতু আপনিই প্রথমে “তেনাদের“ “কপি পেস্টু“দের প্রসংগে কথা বলেছেন সেহেতু আমি মন্তব্য করার প্রয়োজন বোধ করেছি।

১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: এই বিষয়ে কথা আমরা আর না বাড়াই।

১৫| ১৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৫

আরইউ বলেছেন:




জলদস্যু,
না, আমাদের নূরু সাহেব কোনটা কপি-পেস্ট বা লেখা চুরি (যেটা উনি করে থাকেন) আর কোনটা নিজের মত করে লেখা (যেটা আপনি করেছেন) তা বোঝেননা বলেই আমার বিশ্বাস। ওনার ১৩ নং মন্তব্য দেখে আমার এই ধারণা আরো শক্ত হয়েছে।

১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
বিষয়টা এখানে খ্যান্ত থাক।
আপনি বরং এরপরে আমার পোস্টে আমি কিছু কপি পেস্ট করলে সেটি ধরিয়ে দিয়েন। আমি খুশী মনে সেটির সূত্র যোগ করে দিয়ে আপনাকে ধন্যবাদ জানাবো।

১৬| ১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তেনাদের বলতে আমি আপনাকে
গোনায়ই ধরিনা!
পায়ে পাড়া দিয়ে ঝগড়া
করার বদভ্যাস আমার নাই।

১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: এই বিষয়ে কথা আমরা আর না বাড়াই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.