নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আপনার তিতাস গ্যাসের সমস্ত তথ্য দেখুন ঘরে বসেই

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০২

আপনি যদি তিতাসের গ্যাস ব্যবহার করেন তাহলে আপনি সামান্য কয়েকটি পদক্ষেপ নিলেই ঘরে বসে আপনার তিতাস একাউন্টের যাবতীয় সমস্ত তথ্য এক নিমিশেই কয়েক ক্লিকে দেখে নিতে পারবেন। তাহলে আসুন নিচের ছবির মাধ্যে দেখেনেই কি করে আপনি আপনার তিতাস এ্যকাউন্টের তথ্য ঘরে বসে দেখতে পারবেন।



প্রথমেই আপনাকে তিতাস গ্যাসে সরকারী পেইজে যেতে হবে। সেখানে গ্রাহবেসা ট্যাব থেকে গ্রাহক পোর্টাল-এ ঢুকতে হবে। অনলাইন পোর্টাল ও এসএমএস সেবার জন্য পাতার নিচের দিকে একটি ফর্ম ডাউনলোড করে সেটি ফিলাপ করে তিতাসের অফিসে জমা দিতে হবে। সেখান থেকে আপনার একাউন্ট এ্যাক্টিভ করে দিবে।












এরপর আপনি গ্রাহক পোর্টালে ঢুকে নন মিটার (আবাসিক) গ্রাহক অপশনে ক্লিক করে Registered Customer অংশে আপনার একাউন্ট নাম্বারমোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করুন।



আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে প্রবেশ করার পরে আপনি আপনার প্রফাইলের বাম পাশে অনেকগুলি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Customer Profile-এ আপনার তথ্য দেখতে পাবেন।



Transaction অপশনে আপনি আপনার সমস্ত বিলের তথ্য দেখতে পাবেন।




Appliances অপশনে আপনি আপনার লাইন এ্যাক্টিভ করার তারিখ দেখতে পাবেন।




Payment Slip অপশন থেকে চাইলে আপনি বিল জমা দেয়ার রশিদ প্রিন্ট করিয়ে নিতে পারবেন।




Arrear Certificate অপশন থেকে আপনি আপনার বর্তমান বকেয়া বিলের নোটিশ দেখতে পাবেন।




সব শেষে আছে লগ আউট অপশন।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


ভালো তথ্য।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: আমাদের বাসার এসব বিষয় দেখাশোনা করে মা।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: তুমি যতই ফুল, ফল আর নৌকা নিয়ে থাকো-
তবু আমি বলব তোমার কিছু সমস্যা আছে। তোমার আসল সমস্যা তুমি নিরপেক্ষ লোক নও। নিরপেক্ষ হয়ে তারপর পাকনামি করো। বাংলাদেশে ফটোগ্রাফী না যেনেও ফটোগ্রাফী করা যায়। কারন, বাংলাদেশ মগজহীনদের দেশ। হবু গবুর দেশ। তবে তোমাকে আমি স্নেহ করি। কারন, তুমি হুমায়ূন আহমেদের বই পড়ো এবং রিভিউ দাও বলে। আবার তোমার উপর আমার রাগ হয়, তুমি ফালতু মুভি বেশি দেখো। সময়ের অপচয় করো। যাইহোক, ময়মুরুব্বীদের সম্মান করো। ইহাই তোমার প্রতি আমার আহবান। আর একটা কথা শোনো, একজন জ্ঞানী আমাকে বলেছিলেন, বয়সের আগেই যারা দাঁড়ি রাখে তাদের বিষয়ে সাবধান।


সম্ভতো এটি আমাকে উদ্দেশ্য করে লেখা।
লেখাটি রুচিহীন হয়েছে।
আপনার জন্য শুভকামনা রইলো।

৩| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩০

আরইউ বলেছেন:



এটা ভালো। ঝক্কি ঝামেলা কম। তবে এই ফর্ম ডাউনলোড করে ফিলাপের পর জমা দেয়ার বিষয়টাও অনলাইনে করা গেলে আরো ভালো হত। অবশ্য যতটুকু হয়েছে তাতেই খুশি; ভবিষ্যতে আরো সহজ হবে।

আলি সাহেবের কোড নাম্বার, ফোন নাম্বার সবই তো দেখতে পাচ্ছি হে জলদস্যু!

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
প্রথমে রেজিষ্ট্রেশনটি অনলাইনেই করা যেতো। এখন এই জমা দেয়ার ঝামেলা নিয়ে এসেছে করেছে।

ইনফোগুলি দেখা গেলেও তেমন কিছু এসে যায় না। সবই আমার ইনফো, কেউ আপত্তি করতে পারবে না। ওমর আলী আমার পিতার নাম।

৪| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৭

আরইউ বলেছেন:



যাক, তাহলে তো কোন সমস্যা নেই। জনাব ওমর আলীকে সালাম।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
না, সমস্যা নেই।
আমার বাবা কয়েক বছর আগে মারা গেছেন।
অশেষ ধন্যবাদ আপনাকে।

৫| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুড ইনফরমেশন।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৯

মোগল সম্রাট বলেছেন: উপকারী পোষ্ট।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সকাল থেকে টিপটিপ করে চুলা জ্বলে । দুই ঘন্টায় এক পাতিল পানি গরম হয় না অথচ দাম বাড়ানো হু হু করে । আর খবর রেখে কি হবে ভাই ।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমাদের আশপাশের এলাকাগুলিতেও একই অভিযোগ শুনতে পাই।
যদিও আমার এলাকায় এখনো মোটামুটি গ্যাসের চাপ ভালোই থাকে।

৮| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৭

অপু তানভীর বলেছেন: যেভাবে মোবাইল নম্বর হাইড করলেন সবই দেখা যাইতেছে ! :D

এমাউনন্টে দেখা যাচ্ছে ৭৭৫০ আর ব্যালেন্স দেখা যাচ্ছে ৭৮৭৬৭ । এইটা ঠিক বুঝলাম না ।
মে মাসে ৭৭৫০ আর মে পর্যন্ত যত বিল দেওয়া হয়েছে তা মিলিয়ে ৭৮৭৬৭ । এটা ?

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
মোবাইল নাম্বার দেখা গেলে যাক। তেমন কিছু এসে যায় না। সবই আমার ইনফো, কেউ আপত্তি করতে পারবে না।
ওমর আলী আমার পিতার নাম।

আমার মোট ২টি রাইজারে ১২টি চুলা।
এখানে যেটির ইনফো আছে ছবিতে সেটিতে ১টি সিংগেল ও ৭টি ডবল চুলার প্রতিমাসের বিল ৭৭৫০ দেখাচ্ছে। ঐ ছবি নেয়ার সময় মে মাস পর্যন্ত আমার সর্বমোট বকেয়া ছিলো ৭৮,৭৬৭ টাকা। যদিও ২০২২ সালের জুন মাস পর্যন্ত সমস্ত বিল ঈদের ঠিক আগে পরিশোধ করে দিয়েছি, তবে এখনো তা আপডেট হয়নি।

৯| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৫

কামাল৮০ বলেছেন: আলো পোষ্ট।উপকার হবে অনেকের।

১৮ ই জুলাই, ২০২২ রাত ৮:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনিকে মন্তব্যের জন্য।

১০| ১৮ ই জুলাই, ২০২২ রাত ৯:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
স্বাগতম।
ব্যাস্ত ছিলেন নাকি গত কয়েকদিন? ব্লগে দেখিনি।

১১| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: মাদার ইন ল সিক।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আহা!
উনার জন্য শুভকামনা রইলো, নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

১২| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৪

জ্যাকেল বলেছেন: ভালো করেছেন এই টিউটরিয়াল দিয়ে। B-)

১৮ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
অনেকদিন পরে এলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.