নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০৩

২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:২০



১। বিবাহিত সৈন্যদের জন্য
রাশিয়ার এই যুদ্ধের সময় একজন প্রৌঢ়া মহিলার ইচ্ছে হল যুদ্ধের সময় সৈন্যদের কিছু জিনিস উপহার দিবেন।
উনি নিজের হাতে ৩০০ উলের আণ্ডারওয়ার সেলাই করে প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিলেন।
কয়েকদিন পর সেনাদপ্তর থেকে চিঠি এল, “প্রিয় মহাশয়া, আপনার সহৃদয় উপহারের জন্য ধন্যবাদ। কিন্তু আপনি একটা ভুল করে ফেলেছেন। আণ্ডারওয়ারের সামনের দিকে প্রয়ােজনীয় ‘ওপেনিং’ রাখতে ভুলে গেছেন।”
ভদ্রমহিলা জবাব লিখে পাঠালেন — “ওগুলো অবিবাহিত সৈন্যদের ব্যবহার করতে দিলে হয় না?”


২। GRILLS না GIRLS
ছেলেদের কলেজের দেয়ালে লেখা ছিল — I Love Old Dhaka's GRILLS.
পুরান ঢাকার এক মেয়ে সেই লেখাটা দেখে নিচে লিখে দিল— NOT GRILLS, YOU STUPID, GIRLS.


৩। নির্দেশনা
একটা কারখানার দেয়ালে কিছু নির্দেশনা লেখা আছে -
মহিলা কর্মচারীদের জন্য :
আপনারা যদি ঢিলে শাড়ি পরেন তবে মেশিন থেকে সাবধান থাকবেন।
আর আপনারা যদি আঁটো শাড়ি পরেন তবে মেকানিকদের থেকে সাবধান থাকবেন।


৪ ব্যাস্ত নার্স
ডাক্তারের চেম্বারে বেশ ভিড়।
নার্স : নেক্সট।
এক ভদ্রলােক এসে বললেন - দেখুন, আমি এসেছিলাম........
নার্স : কথা বলে সময় নষ্ট করবেন না। কাপড়-চোপড় খুলে এখানে শুয়ে পড়ুন।
ভদ্রলোক : কিন্তু আমি এসেছিলাম..........
নার্স : বললাম কাপড় খুলুন। ভিড় দেখছেন না ? চটপট খুলে ফেলুন।
নার্স আর কথা না বলতে দিয়ে ভদ্রলােককে নগ্ন করে বিছানায় শুইয়ে দিলেন। তারপর ডাক্তারবাবু এলেন।
ডাক্তার : বলুন কি কমপ্লেন ?
ভদ্রলােক : স্যার, আমি আপনার টেলিফোন ঠিক করতে এসেছিলাম।



৫। বয়স
পনেরাে থেকে কুড়ি বছরের মেয়েরা ভারতবর্ষের মতো - রহস্যময়, আকর্ষণীয়।
কুড়ি থেকে পঁচিশ বছরের মেয়েরা ইউরোপের মতাে - উপােভাগ্য, আনন্দময়, চঞ্চল, উজ্জ্বল।
পঁচিশ থেকে ত্রিশ বছরের মেয়েরা আমেরিকার মতাে - অভিজ্ঞ, বস্তুতান্ত্রিক, ব্যবসাবুদ্ধিসম্পন্ন।
ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছরের মেয়েরা ব্রিটেনের মতাে - গম্ভীর, ঐতিহ্যবাহী, স্মৃতিভারাক্রান্ত।
পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মেয়েরা আফগানিস্তানের মতো - সবাই জানে আফগানিস্তান কোথায়, কিন্তু কেউই সেখানে যেতে বিন্দু মাত্র উৎসাহী নয়?



জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০১
জোগাড় করা অল্প একটু দুষ্টু চুটকি - ০২
সূত্র: শচীন ভৌমিক এর লেখা থেকে সংগৃহীতো।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৩৭

নতুন বলেছেন: B-)) =p~

২৬ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: B-)

২| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৩:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


ছবিগুলো কালেক্ট করেন কোথথেকে?

২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
চুটকি লিখে সার্চ দিলেই পাওয়া যায়।

৩| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৪

জুল ভার্ন বলেছেন: চারটা জোকস আগেও পড়েছিলাম.... সব কয়টাই ভালো লেগেছে।

২৬ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
৪টাই কমন পড়লো!!

৪| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৭

হাসান রাজু বলেছেন: আহা চুটকি ! মুড ভাল থাকলে অনেকবার শুনা চুটকি ও নতুন করে ভাল লাগে।

নার্স ব্যাতিত সবই নতুন আমার কাছে।

২৬ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
কথা সত্য।
জানা চুটকিও ভালো লাগে সময় ফেরে।

৫| ২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই, শচীন ভৌমিককে আমি পড়েছি!
এবার আমি একটা
চুটকি কই? যদিও সংগৃহীত!

রক্ত পরীক্ষার পর নার্স আবুলের আঙ্গুল মুখে নিয়ে চুষে দিচ্ছে (রক্ত বন্ধের জন্য)।
তা দেখে আবুলের খুশীতে লম্ফ দেয়া শুরু।
নার্সঃ কি হইছে,এত খুশী কেন?
আবুলঃ পরেরটা ইউরিন টেস্ট !! তাই !!

২৬ শে জুলাই, ২০২২ রাত ৮:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
কমন পড়ছে, কমন।
তারপরেও ..... :-B

৬| ২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:


ব্লগিং'এর কোন শাকাহায় আপনি নেই?

২৬ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
অনেক শাখাতেই নেই।


গল্প লিখি না,
উপন্যাস লিখি না
রাজনৈতিক পোস্ট লিখিনা
ধর্ম পালন সম্পর্কিত কোনো পোস্ট লিখি না
উপদেশমূলক পোস্ট লিখি না
উদ্দেশ্যমূলক কোনো পোস্ট লিখি না
কোনো ব্লগার সম্পর্কিত কোনো পোষ্ট লিখি না (প্রথম পাতায় একাধিক পোস্ট করা নিয়ে একটি পোস্ট ব্যাতিক্রম।)
কবিতা লিখি না (তিনটি ব্যাতিতো)
অর্থনৈতিক বিষয়ক পোস্ট লিখিনা
চলমান সংকট নিয়ে কোনো পোস্ট লিখি না
কে বই পড়লো, কে পড়লোনা সেটা নিয়ে পোস্ট লিখি না

৭| ২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

২৬ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
জানা রইলো।

৮| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:২৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: আসলেই আফগানিস্তান কেউ যেতে চায় না...

২৬ শে জুলাই, ২০২২ রাত ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেইটাই, কেউই যেতে যায় না।

৯| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:৫৮

স্প্যানকড বলেছেন: নুরু ভাই এর ইউরিন টেস্ট সেইরম লাগছে। আপনার গুলিও জবরদস্ত ! ভালো থাকবেন।

২৬ শে জুলাই, ২০২২ রাত ১০:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
স্বাগতম, আপনিও ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

১০| ২৭ শে জুলাই, ২০২২ রাত ৩:০৯

অপু তানভীর বলেছেন: প্রথমটা কেমন যেন মনে হল ! মাথার উপর দিয়ে গেল মনে ! :D

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
দুই একটা মাথার উপর দিয়ে গেলে যেতে দন।
যেগুলি হাতের নাগালে আসে সেগুলির মাজা নেন।

১১| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৮

মিরোরডডল বলেছেন:




হাজব্যান্ড : আমাকে বিয়ে করলে কেনো ?
স্ত্রী: কারণ তুমি খুব মজার :)
হাজব্যান্ড: আমি ভেবেছিলাম কারণ আই’ম গুড ইন বেড B:-)
স্ত্রী: সি !!! হাউ ফানি ইউ আর !!! =p~

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
তাহলে বিয়ের আগেই বেড পারফর্মেন্স টেস্ট হয়ে গেছিলো!! ;)

১২| ২৭ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: মজার ছিল।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৩| ২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৭

রানার ব্লগ বলেছেন: আপনার জোকস গুলা মজার কিন্তু মিররডলের জোকস কিঞ্চিৎ খোচা সমৃদ্ধ ইংগিতপুর্ন।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
তই নাকি!!
আমিতো খোঁচার ব্যথা অনুভব করতে পারলাম না! :P

১৪| ২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চুটকি আমার পছন্দের বিষয়, সেমাই হলেও!

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
চুটকি সেমাইটা আমারও বেশ পছন্দ।

১৫| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৭

মিরোরডডল বলেছেন:




সেকি !!! রানা এটা কি বললো :||
জোকস হচ্ছে জোকস, জাস্ট ফর ফান ।

ওকে, রানার জন্য একটা সিম্পল জোক দিয়ে গেলাম ।
নো খোঁচা, নো ইংগিত :)

কেন ঈশ্বর মাত্র 5% পুরুষকে স্বর্গে যেতে দিবেন ?

কারণ ঈশ্বর যদি বেশী ঢুকতে দেন, তাহলে সেটা নরকে পরিণত হবে ।





২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
না না না
আমরা এটা মানি না।

১৬| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:




দস্যু, এই জোক যে ব্যাটা লিখেছে, সে মনে হয় খোঁজ পায়নি যে ৯৯% জাহান্নাম নারী দিয়ে পূর্ণ করা হবে । :)

২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
এইটাও আমরা মানি না।

১৭| ২৭ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

মিরোরডডল বলেছেন:

5% পুরুষ আর 1% নারী, এই 6% স্বর্গে যাবে বুঝলাম, বাকি 94% তাহলে কি জিন থাকবে ? :)

২৭ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
পার্সেন্টিস এতো কম হলে আমাদের চান্স কমে যাচ্ছে সেইটাই চিন্তার বিষয়। B:-)

১৮| ২৭ শে জুলাই, ২০২২ রাত ১১:১৩

রানার ব্লগ বলেছেন: আমি নারী পুরুষ শতভাগ বেহেশতে চাচ্ছি।

২৭ শে জুলাই, ২০২২ রাত ১১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
এইটা সবচে মজার চুটকি হইছে। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.