নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ফল ফলাদি - ০৯

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৫

ত্বীণ ফল

অন্যান্য ও আঞ্চলিক নাম : মিশরি ডুমুর, আঞ্জির ফল
Common Name : Fig
Scientific Name : Ficus carica
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।

জাম, জামরুল, কদবেল। আতা, কাঠাল, নারকেল। তাল, তরমুজ, আমড়া।
কামরাঙা, বেল, পেয়ারা। পেপে, ডালিম, জলপাই। বরই দিলাম আর কি চাই?

এই লেখাটি ধার করা, বলছি যেটা বাদ পরা।
আম, আনারস, লিচু চাই। মিষ্টি তেঁতুল কোথায় পাই?
পাকা নারকেল কচি ডাব। কমলা, কলা, মিষ্টি গাব।
খেঁজুর, চুকাই, চালতা। জাম্বুরা আর মাল্টা।
ডেউয়া, ডুমুর, দুরিয়ান। ড্রাগনফল আর রামবুটান।
বৈঁচি, বাঙ্গী, করমচা। লটকন, লেবু, ফলসা।
নামটি যাহার বেদানা, তার ভেতরেই সব দানা।
নাসপাতি, পিচ, স্ট্রবেরী। কি-উয়ি, চেরী, ব্লাকবেরী।
আঙ্গুর, আপেল, আমলকী। পঞ্চাশটি ফল হলো কি?
সংগৃহীত








শ্বশুর মশায়ের ছাদ বাগানে একটি মিশরিয় ঢুমুর বা ত্বীণ ফলের গাছ আছে। খুব বেশি বড় নয়, হাফ ড্রামে লাগানো। বেশ কয়েক বছর ধরেই টুকটাক ফল আসছে। সমস্যা হচ্ছে ফল পাঁকার আগেই সেটি পাখিতে খেয়ে ফেলে। মাঝে মাঝে তাই ফল পাঁকার আগেই কয়েকটা পেরে ফেলেন শ্বশুর মশাই। আমি গেলে যদি গাছে ফল থাকে তাহলে সেটি আমার হাতে আসে। মাঝে মাঝে আমার বাড়িতেও পাঠিয়ে দেন। স্বাদ বেশ ভালো। আমি বেশ আগ্রহ নিয়েই খাই।

চাইনিজ টক কমলা

ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ০১/০৬/২০১৯ ইং


তুঁত ফল

অন্যান্য ও আঞ্চলিক নাম : তিত ফল
Common Name : Mulberry, Red Mulberry, Common Mulberry, Silkworm Mulberry
Scientific Name : Morus rubra এবং Morus nigra
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১১/১২/২০২০ ইং
ছবিগুলি মুঠোফোনের ক্যামেরায় তোলা



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
ফল ফলাদি - ০১
ফল ফলাদি - ০২
ফল ফলাদি - ০৩
ফল ফলাদি - ০৪
ফল ফলাদি - ০৫
ফল ফলাদি - ০৬ : তুঁত ফল
ফল ফলাদি - ০৭
ফল ফলাদি - ০৮

=================================================================

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফলসা , সফেদা ??

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: ফলসা আর সফেদা কি সেটি জানতে চাইছেন?

ফলসা



সফেদা


এইদুটি ফল সম্পর্কে আগামীতে বিস্তারিত লিখবো।
ছবি নেট থেকে নেয়া।

২| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০৫

জুল ভার্ন বলেছেন: কদিন আগে এক আত্মীয় ত্বীন ফল গিফট করেছিলেন, আমাদের দেশের বহই/ডুমুর ফলের মতোই স্বাদহীন।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
স্বাদহীন কেনো হলো?
আমি যেটি খাই (শ্বশুরের ছাদ বাগানের) সেটি বেশ সুস্বাদুই লাগে আমার কাছে।

৩| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:০৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: দেশে থাকতে কখনও তুতফল খাওয়া হয়নি। সৌদী এসে প্রচুর খেয়েছি। আগে যে শহরে থাকতাম, সেখানে একটা বাড়ির মধ্যে একটা গাছ ছিলো, প্রচুর তুত ধরে। ওখান থেকে খেয়েছি। সাধারণত মিষ্টিই হয়। একবার পেয়েছিলাম তেতুলের থেকেও টক; সেবার কাঁচা মরিচ আর লবন দিয়ে মাখিয়ে খেয়েছিলাম। দুর্দান্ত লাগে।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
তুতের অনেকগুলি জাত আছে।
যেগুলি ফলের জন্য চাষ হয় সেগুলিতে গাছে প্রচুর ফল হয় এবং খেতেও দারুন হয় শুনেছি।
আমাদের দেশেরগুলি পাঁকলে খেতে দারুন। তবে গাছে অনেক বেশী ফল হয় না। মূলত রেশম পোকার খাবার হিসেবে তুত গাছের পাতার জন্যই এটি চাষ হয় আমাদের দেশে।

৪| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: ফসলা টা কি ফল ছবি দেনতো দেখি চিনতে পারি কিনা ?

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
ফসলা নয় ওটি ফলসা।

ছবি নেট থেকে নেয়া।

৫| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: গতকাল বৈচি খেলাম ঠিক যেন বৈচির মতেই দেখতে।

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বৈচির আকার ফলসার চেয়ে একটু বড়হয়।

৬| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:১৫

শূন্য সারমর্ম বলেছেন:


ত্বীন ফল খেতে কেমন?

০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
আমার কাছে খুবই ভালো লেগেছে।
তবে রসালো, টসটসে, সুমিষ্ট নয়।
সম্পূর্ণ আলাদা একটি স্বাদ।

৭| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ২:৫৩

অপু তানভীর বলেছেন: তুঁত ফলটা দেখতে অদ্ভুত লাগছে । খাইছেন আপনে? স্বাদ কেমন?

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
হে দেখতে কিছুটা অদ্ভূততো বটেই।
খেতে দারুন। যেটি লাল সেটি টক লাগবে। কালোটি পরুপূর্ণ পরিপক্ক হয়েছে। সেটি খেতে অসাধারণ। মিষ্টি আর টকের আভাস, সুস্বাদু, রসালো।

৮| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ ছবি। এবার রমজানের ঈদে গ্রামের বাড়ী গিয়ে ডুমুর ভর্তা খেয়েছি যেন অমৃত।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি কখনো ডুমুর ভর্তা খাইনি, শুনেছি খেতে বেশ হয়।
পাঁকাটা ভর্তা করে? নাকি কাঁচাটা?

৯| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সুরা ত্বীন এর ত্বীন ফল?

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
জ্বী, সঠিক ধরেন। এটিও সেই সূরা ত্বীন এর ত্বীন ফল। এই ফলের কসমই আল্লাহ সূরা ত্বীনে করেছেন। আরো একটি ফলের কসম সূরা ত্বীনে আছে। সেটি হচ্ছে জয়তুন। অনেকে মনে করেন জয়তুন আর জলপাই বুঝি একই ফল। আসলে তা নয়। জয়তুন আর জলপাই আলাদা ফল। জয়তুন গাছের ছবি আছে আমার কাছে। আমার শ্বশুর মশাই তার ছাদে একটি জয়তুন গাছ লাগিয়েছেন বাইরে থেকে আনিয়ে। এখনো ফল আসেনি।

১০| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কাঁচাগুলো।

০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
বেশ, কখনো সুযোগ হলে টেস্ট করে দেখবো।

১১| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৭

ঢাবিয়ান বলেছেন: ্ত্বীন ফলটা খাইনি কখনো

০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমি খেয়েছি শ্বশুরের কল্যাণে।
বাজারে শুকনো ত্বীন বিক্রি হতে দেখি অনেক আগে থেকেই, কিন্তু পাঁকা ত্বীন বিক্রি হতে দেখি নাই।

১২| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:৪১

আরইউ বলেছেন:



ফিগ কিন্তু ভিগান বা ভেজিটিরিয়ান নয়! বলুনতো কেন?

০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০০

মরুভূমির জলদস্যু বলেছেন:
জানি নাতো!!

১৩| ০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

কামাল৮০ বলেছেন: আম জান নারিকেল আতা লেবু কলা।এখানে বিশটি ফলের নাম আছে।এই ছড়াটি ছোটবেলায় পড়তাম।
এই ফলটি দেখেছি কিন্তু খাওয়া হয়নি।শশুর থাকলে অনেক সুবিধা।

০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
২০টি না, আরো কম।

জ্বী, শ্বশুর থাকলে মেলা সুবিধা।
তবে শ্বশুর বাড়ি আমার মতো হাতের কাছেই হতে হয়। আর শ্বশুরের মেয়ের সংখ্যা একটা হতে হয়।
বাবা মারা যাওয়ারা পরে আমার বাসার বাজারটাও শ্বশুর করে দিয়ে যেতো।
কিছু দিন আগ পর্যন্তও মাছ কিনে দিয়ে যেতো শ্বশুর মশাই। কারণ আমি মাছের বাজারে ঢুকতাম না।
কোরবানীর গরু কিনার জন্য এখনো শ্বশুর মশাই হাটে যান।

১৪| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:০৩

আরইউ বলেছেন:



ফিগের জীবনচক্রের সাথে ওয়াসপ নামের একটা পোকা জড়িয়ে আছে। ফিগের ভেতর মেয়ে ওয়াসপ ঢুকে পরে ডিম দেবার জন্য। ঢুকতে গিয়ে ওর পাখা আর শুড় যায় ভেঙে। ও ডিম দেয় ঠিকই কিন্তু আর ফিগের ভেতর থেকে বের হতে পারেনা। ফিগের এনজাইম ওর শরীর হজম করে ফেলে। ডিম থেকে লার্ভা অবস্থায় বের হয়ে আসে ওয়াসপ ফিগের ভেতর থেকে সাথে নিয়ে আসে ফিগ ফুলের রেণু (ফিগের ফুল ফলের ভেতর) এবং এভাবে ফিগের পরাগায়ন ঘটে। যেহেতু ফলে ওয়াসপের বডি মিশে যায় তাই কিছু কিছু ভিগানরা ফিগ খায়না।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
এই বিষয়টা একেবারেই জানা ছিলো না আমার।
অশেষ ধন্যবাদ ও মন্তব্যে + রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.