নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

মুখচ্ছবি - ০৯

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:১৩

চলতিপথে চেনা-অচেনা জনের তোলা কিছু ছবি, যা তোলার সময় অনুমতি নেয়া হয়নি বেশীরভাগ সময়। কেউ বুঝতে পেরেছে ছবিতোলার বিষয়টা, কেউবা জানতেই পায়নি। আবার কেউকেউ ছবি তোলার জন্য নিজেই আগ্রহী হয়ে এসেছেন।

১। চিরন্তন

জানুযারি মাস প্রায় শেষের পথে হলেও টেকনাফ থেকে নাফ নদী হয়ে সমূদ্র পারি দিয়ে সেন্টমার্টিনে যাওয়ার পথে শীত প্রায় সকলকেই কাবু করে দিয়েছিলো সেদিন।

ছবি তোলার স্থান : নাফ নদী, টেকনাফ, কক্সবাজার, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৬/০১/২০১২ ইং




২। আহা কি আনন্দ

সিলেটে বেড়াতে গিয়ে আমরা ছিলাম একটি সরকারী বাংলোতে। সাকালে হাঁটতে বেড়িয়ে দেখি পাশের এক বাড়িতে জাম্বুরা গাছে প্রচুর জাম্বুরা ধরে আছে। আমাদের ড্রাইভার গানি গিয়ে সেখানে থেকে ২টি চেয়ে নিয়ে এসেছে। অজাচিত এই প্রাপ্তিতে সে বিশাল আন্দন্দিত।

ছবি তোলার স্থান : সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/০৯/২০১১ ইং




৩। গান-আড্ডা

ছোট একটি ট্ররিস্ট ট্রলারে করে আমরা যাচ্ছিলাম সাতক্ষীরার সুন্দরবন অংশে। অনুমতি নেয়ার ঝামেলায় অনেকটা সময় বসে থাকতে হয়ে ছিলো। তাই রোদ ঝলমলে সকাই শুরু হয় গান।

ছবি তোলার স্থান : নীলডুমুর, সাতক্ষীরা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০/৩/২০১৫ ইং




৪। খোঁজ-দ্য সার্চ!!

যদিও আমরা সকলেই খালি চোখেই ১০ হাত সামনে বানর দেখতে পারছিলাম। উনি হয়তো বিশেষ কিছু খোঁজ-দ্য সার্চ করছিলেন।

ছবি তোলার স্থান : কলাগাছিয়া, সাতক্ষীরা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০/৩/২০১৫ ইং




৫। আদান-প্রদান

ছবি তোলার স্থান : লালন শাহ সেতু, ভেড়ামারা, কুষ্টিয়া, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০১/২০১২ ইং



=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
মুখচ্ছবি - ০১, মুখচ্ছবি - ০২, মুখচ্ছবি - ০৩, মুখচ্ছবি - ০৪, মুখচ্ছবি - ০৫, মুখচ্ছবি - ০৬
মুখচ্ছবি - ০৭, মুখচ্ছবি - ০৮

=================================================================

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে। এর মধ্যে আপনি কি আছেন?

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
আমার নিজের তোলা ছবিতে আমি নিজে কি করে থাকবো?
অবশ্য সেলফি বা ট্রাইপডে রেখে টাইমার বা রিমোট দিয়ে তুললে নিজের তোলা ছবিতে নিজে থাকা যায়।
না, উপরের কোনো ছবিতেই আমি নেই।

২| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: কত সুন্দর।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুকরিয়া

৩| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৯

শেরজা তপন বলেছেন: প্রথম ছবিটা কি ইনানী না টেকনাফে?
ছবির কোয়ালিটি ভালো ভালো হয়েছে।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম ছবির স্থানের নাম ভুল লিখেছি। আসলে ছবিটি তুলেছি সেন্টমার্টিন যাবার পথে জাহাজে। ফলে এটি টেকনাফে হবে।
ভুলটি ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

৪| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শেষের ছবিটা !! বুকের ভেতর আনচান করে খুব।

০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌
আমি একবারই গেছি ঐ এলাকায়।

৫| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হুম , রাসেল তো তুরস্কের নাগরিক এখন।

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার সাথে ঠিক যোগাযোগ নেই।
উনার জন্য শুভকামনা রইলো।
তুরস্ক খুবই চমৎকার একটি দেশ বেড়াবার জন্য।
কখনো যাওয়ার সুযোগ হবে কি না কে জানে।

৬| ০৩ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৭

জুল ভার্ন বলেছেন: ছবি ভালো হয়েছে। তবে কারোর অজ্ঞাত সারে সরাসরি ছবি তোলা ঠিক নয়।

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কথা সত্য বলেছেন।
তবে মাঝে মাঝে লোভ সামলানো যায় না।
যেমন প্রথেম ছবিটা। অনুমতি নিয়ে এই ছবি তোলা সম্ভব না।
বাকিগুলি কোনো সমস্যা নেই।

৭| ০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৯

কামাল৮০ বলেছেন: সেই সময় হিমুদের জয় জয়কার।

০৩ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
‌উহা টিওডির দেয়া টিশার্ট।

৮| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রথম দু'টো ছবিই ভালো লেগেছে। ধন্যবাদ।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:২১

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ জানাই মন্তব্য ও মতামতের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.