নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাঁচ খানি কবিতা - ০১

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:৩৮


আমি ময়নামতীর শাড়ি দেবো, চলো আমার বাড়ি
ওগো ভিনগেরামের নারী
তোরে সোনাল ফুলের বাজু দেবো চুড়ি বেলোয়ারি।।
তোরে বৈঁচী ফুলের পৈঁচী দেবো কলমিলতার বালা,
রক্ত-শালুক দিবো পায়ে, পরবে আলতা তা'রি।।
হলুদ-চাঁপার বরণ কন্যা এসো আমার নায়
সরষে ফুলের সোনার রেণু মাখাবো ওই গায়!
ঠোঁটে দিবো রাঙা পলাশ মহুয়া ফুলের মউ,
বকুল-ডালে ডাকবে পাখি, 'বউ গো কথা কও!'
আমি সব দিবো গো, যা পারি আর যা দিতে না পারি।।



অনেকেই জানেন ফুল আমার খুবই প্রিয়। ফুল কার না প্রিয়! সকলেই ফুল ভালোবাসে। আমি ফুলের ছবি তুলতে পছন্দ করি। ফুলের নাম জানতে চেষ্টা কবরি। এইটুকুই হয়তো ব্যাতিক্রম। আমি যেমনি ভাবে ফুল ভারোবাসি তেমনি ভাবে কবিতাকেও ভালোবাসি এটা বলা যাবে না। বলা যায় আমার সবচেয়ে কম পছন্দের বিষয় হচ্ছে এই কবিতা। কবিতা আমি একেবারেই পড়ি না, তা না। আমি কবিতা পড়ি। ইদানিং আগের চেয়ে বেশীই পড়ছি। সম্ভবতো বয়স বাড়ার সাথে সাথে পড়ার রুচি পালটাচ্ছে। বেশীরভাগ সময় কবিতার অর্থ বুঝতে পারি না বলে কবিতা এড়িয়ে চলি। বিশেষ করে আধুনিক কবিতা। মনে হয় যেনো কঠিন কিছু শব্দের এলোমেলো সমাবেশ, যে যার মতো যেখানে খুশী বসে আছে অর্থের পরোয়া না করেই। আমার পছন্দ কঠিন শব্দের সহজ-সরল কবিতা। আমার পছন্দ নরীর রূপ বর্ননার কবিতা, আমার পছন্দ ফুল-পাখি-প্রকৃতির কবিতা, আমার প্রছন্দ প্রেমের কবিতা, আমার পছন্দ .... কঠিন শব্দে সরল অর্থের কবিতা।

আজ আমার পছন্দের কাজী নজরুল ইসলামের পাঁচ খানি কবিতা রইলো।

-২-
বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল।।
গোলাপ বড় গরবী এনে দাও করবী
চাইতে যূথী আন টগর — কি ভুল।।
কি হবে কেয়া, দেয়া নাই গগনে;
আনো সন্ধ্যামালতী গোধূলি-লগনে।
গিরি-মল্লিকা কই’ চামেলি পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।।




-৩-
নিশি জেগে আমি গান শোনাবো
বন বিহগ যদি মাগে বিদায়
আমার অন্তর মধু পিয়াবো
পিয়াল ফুলের পিয়ালায়।।
বেল ফুল যদি যায় ঝরে
প্রেম ফুল দেব ডালি ভ’রে
মাধবী কুঞ্জ রচিব হিয়ায়
ফাল্গুন যদি ফিরে যায়।।
যদি নাহি বয় দখিনা বাতাস
আমার আছে অঞ্চল আছে কেশ পাশ।
যায় ডুবে যাক আকাশে চাঁদ
মোর চাঁদ যেন নাহি ডুবে যায়।।




-৪-
অয়ি চঞ্চল-লীলায়িত-দেহা চির-চেনা
ফোটাও মনের বনে তুমি বকুল হেনা।।
যৌবন-মদ গর্বিতা তন্বী
আননে জ্যোৎস্না, নয়নে বহ্নি,
তব চরণের পরশ বিনা অশোক তরু মুঞ্জরে না।।
নন্দন-নন্দিনী তুমি দয়িতা চির-আনন্দিতা,
প্রথম কবির প্রথম লেখা তুমি কবিতা।
নৃত্য শেষের তব নুপুরগুলি হায়
রয়েছে ছড়ানো আকাশের তারকায়
সুর-লোক-উর্বশী হে বসন্ত-সেনা ! চির-চেনা।।




-৫-

অমন করে হাসিসনে আর রাই লো।
তুই পোড়ার মুখে হাসিসনে আর রাই লো।।
ছি ছি রঙ্গ করিস অঙ্গে মেখে কৃষ্ণ কালির ছাই লো।।
বাঁশি হাতে গাছে চড়া, কয়লা-বরণ গয়লা ছোঁড়া সে লো
সেই নাটের গুরু নষ্টের গোড়া তোর প্রেমের গোঁসাই লো।।
ঐ গো-রাখা রাখালের সনে তোর নিন্দা শুনি বৃন্দাবনে রাই লো
ছি ছি কেষ্ট ছাড়া ইষ্ট কি আর ত্রিভুবনে নাই লো।।
ঐ অমাবস্যার কৃষ্ণ-চাঁদে, বাসলি ভালো কোন সুবাদে তুই লো
তুই দিন-কানা হয়েছিস রাধে ভাবিয়া কানাই লো।।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ঘরানার ব্যতিক্রমে পোস্ট।
তবে কাজী নজরুল ইসলামের কবিতাগুলো পড়া হয়নি। আপনার সৌজন্যে পাঠ করতে পারলাম। ধন্যবাদ আপনাকে।।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: কিছুটা ব্যতিক্রমতো বটেই।
তবে এর আগেও কিন্তু আমি কবিতা ও কবাতাংশ নিয়ে অনেক পোস্ট করেছি।

নজরুলের কবিতা গুলি কেমন লাগলো তাতো বললেন না!

২| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


বাহ!!এই নজরুলই বিদ্রোহী কবিতা লিখেছে।

০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
একই অঙ্গে বহুরূপ।
আরো চমৎকার চমৎকার কবিতা আছে।

৩| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১০:৫৮

শেরজা তপন বলেছেন: প্রথম ছবিটা চমৎকার!
কার আঁকা জানেন কি?

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১২:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছবিটি কার আকা সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য আমার জানে নেই।
ছবিটি একটি তেলুগু ম্যাগাজিনের কভার পেজ হয়েছিলো।
হয়তো কোনো পাঞ্জাবী অথবা তেলুগু শিল্পীর আঁকা হতে পারে, আবার নাও হতো পারে।

৪| ০৩ রা আগস্ট, ২০২২ রাত ১১:৪৪

কামাল৮০ বলেছেন: দুটি কবিতা পড়েছি।প্রথম কবিতার সাথে ছবির মিল অপূর্ব।

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
দুটি পড়েছেন, ভালো লাগেই নাই বলে বাকি গুলি পড়েন নাই?

৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আচ্ছা! এবার তা হলে কবিতা?
তাও একটা নয় দু'টো নয়; পাঁচ
পাঁচটা !

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
মন্তব্য করার আগে পোস্টটা পড়ে দেখে।
শুধু শিরনাম পড়ে মন্তব্য করলে চলবে?

৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:২৪

কামাল৮০ বলেছেন: আমি এতোটাই সংক্ষেপে লিখি যে,আমিই পরে বুঝি না।দুটি কবিতা আগে পড়েছি।বাকিগুলো আগে পড়া না।

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
এইবার পরিস্কার বুঝেছি কি বলতে চেয়েছেন।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:১০

ককচক বলেছেন: কবিতা আমিও পড়ি। কবিতা আমারও ভালো লাগে।

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
জেনে ভালো লাগলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৮| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
কবিতার ছন্দ মিলেছে ভাল, তবে এত কষ্টের কবিতা একটা একটা করে দিলেই ভাল হোত।
তবে প্রথম ছবিতে মুগ্ধ!

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ২:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন:
ইন্নালিল্লাহা!!
এই কবিতাগুলি কাজী নজরুল ইলামের লেখা।

৯| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৩:১২

স্প্যানকড বলেছেন: প্রথম ছবির প্রেমে পড়ে গেছি। এতো সরল সহজ ভেজাল মুক্ত। ভালো লাগছে খুব। ভালো থাকবেন সব সময়।

০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১০:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছবিটা প্রেমে পড়ার মতোই।
শুভকামনা আপনার জন্যও।

১০| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ৮:৪৭

শেরজা তপন বলেছেন: পোশাকে বলে তামিল মেয়ে- তেলেগু শিল্পিরই হবে। তবে নায়িকা দীপিকার মত লাগছে

০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১০:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ভালো।
তবে আমার কাছে দীপিকার মতো লাগছে না।

১১| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ৯:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দারুন দারুন

০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১০:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
শুকরিয়া

১২| ০৪ ঠা আগস্ট, ২০২২ সকাল ১১:৪২

জুল ভার্ন বলেছেন: চমতকার পোস্ট! +

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: আমি অনেক কিছু পড়েছি । এখনও নিয়মিত পড়ছি । বলা চলে ইন্টারেস্টিং লাগে এমন সব কিছুই আমি পড়তে ভালোবাসি । গল্প ইতিহাস ধর্ম সব কিছু । তবে কবিতা আসলে আমারও সব চেয়ে পছন্দের একটা ব্যাপার । তবে আমি ছড়া পড়তে পছন্দ করি । অনিক খানের নাম শুনেছেন নিশ্চয়ই ? তার কয়েকটা ছড়ার বই আমার কাছে আছে । মজার সব ছড়া । পড়ে দেখতে পারেন !

নজরুলের কবিতা আমার কেন জানি কোন কালেই খুব একটা টানে নি । নজরুল গীতিও আমার ঠিক পছন্দ না । আমি এদিক দিয়ে বরীন্দ্রনাথ ভক্ত বলা চলে !

আপনি ইদানীং কবিতা পড়ছেন । ব্যাপারটা ইন্টারেস্টিং !

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতা পড়াটা সম্ভবতো বয়সের দোষে শুরু হচ্ছে।
আগেও অল্প কিছু কবিতা পড়েছি। এখনযে সবার কবিতা পড়ছি তাও না।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ

১৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:১৪

কেকোবেদ বলেছেন: ছবিগুলো আঁকিয়েছেন কে?

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছবিগুলি কার আকা সেই সম্পর্কে সঠিক কোনো তথ্য আমার জানে নেই।
প্রথম ছবিটি একটি তেলুগু ম্যাগাজিনের কভার পেজ হয়েছিলো।
হয়তো কোনো পাঞ্জাবী অথবা তেলুগু শিল্পীর আঁকা হতে পারে, আবার নাও হতো পারে

১৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:২৮

কেকোবেদ বলেছেন: ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০২২ দুপুর ১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বাগতম আপনাকে

১৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
মন্তব্য করার আগে পোস্টটা পড়ে দেখে।
শুধু শিরনাম পড়ে মন্তব্য করলে চলবে।

দস্যু ভাই প্রথমেই নারীর রণরঙ্গিনী চিত্র
দেখলাম তাতে আর ভীতরে যাবার সাহস
পেলাম না।

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ১০:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
এবং তাতেই ভুল করে ভেবে নিলেন কবিতাগুলি আমি লিখেছি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.