নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

আমার বড় কন্যা (ছবি ব্লগ) - ০৫

১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৩


ছবি তোলার স্থান : সোনাকান্দা দূর্গ, বন্দর, নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১২/২০১৭ ইং

আমার বড় কন্যা সাইয়ারা নাজিবা সোহেন বেশশান্ত আর লক্ষী মেয়ে ছিলো ছোট বেলায়, এখনো আছে। দেখতে দেখতে বড় হয়ে গেলো। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান শাখার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আমার মতোই বেড়াতে পছন্দ করে। সেই ছোট বেলা থেকেই আমার সাথে নানান যায়গায় বেরিয়েছে। আরো বেরাবে ইনশাআল্লাহ।


২। মাধবকুন্ড ঝর্ণার সামনে সাইয়ারা

ছবি তোলার স্থান : মাধবকুন্ড ঝর্ণা, মৌলভীবাজার, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৯/১০/২০১৪ ইং



৩। দান

ছবি তোলার স্থান : হযরত শাহজালাল মাজার, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০/১০/২০১৪ ইং



৪। জাফলং-এ সাইয়ারা

ছবি তোলার স্থান : জাফলং, সিলেট, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৫/১০/২০১৪ ইং



৫। চুনাখোলা মসজিদের সামনে সাইয়ারা

ছবি তোলার স্থান : বাগেরহাট, খুলনা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৪/১১/২০১৪ইং

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: কন্যারা বড়ই সৌন্দর্য এবং দেখতে দেখতে বড় হয়ে যাচছে।
তাদের জীবনের সর্বাংগীণ মংগল ও সুখ-সাফল্যের জন্য রইলো দোয়া।

** ভাইজান, কানে কানে একটা কথা কই।

আমার সেই সুযোগ নেই (কারন, আমার দুটাই বদ আর আপনার হলো লক্ষী) যা এখন আপনার সামনে হাতছানি দিচছে।
দুই কন্যা ভাইজান , আপনার সামনে মহা সুযোগ,তাদের জন্য আরেকটা ছোট পুতুল নিয়ে আসার এবং সাথে সাথে নিজের জন্য সুযোগ -----------------

ভাইজান , নিবেন নাকি আরেকবার সেই সুযোগ ?

** ভাইজান অনেক খুশিতে বলেছি ,ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার নিবেদন রইলো। রাগ হলে মুছে ফেলার অনুরোধ রইলো।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
কথাগুলি পরিচিত পরিচিত মনে হচ্ছে, কোথায় দেখেছি?

২| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৫

জুল ভার্ন বলেছেন: অনেক দোয়া। আল্লাহ রাব্বুল আল আমীন হেফাজত করুন।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে প্রিয় জুল ভার্ন ভাই।

৩| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৭

ককচক বলেছেন: ভালো লাগলো। আপনি আমাদের এলাকায় এসেছিলেন।

মাধবকুণ্ড থেকে আমার দাদাবাড়ীর দূরত্ব ২০-২২ মাইল হবে।

আপনার মেয়ের জন্য শুভকামনা

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: অনেক বছর আগে ২০০১-২০০২ সালের দিকে সম্ভবতো প্রথম আমার বন্ধুরা মিলে মাধপকুণ্ড গিয়েছিলাম।
এর পরে ঐ এলাকায় সম্ভবতো আরো দুবার গেছি।
আপনার দাদাবাড়ীর এলাকা খুবই সুন্দর নিশ্চয়।

৪| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

মোঃ মোক্তার হাসান সবুজ বলেছেন: তার জন্য শুভকামনা রইল।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

৫| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫১

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার মেয়ে আপনার পোস্ট পড়ে?

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
না, পড়ে না।
পড়া ও গান শোনা ছাড়া নেট ব্যবহার করার অনুমতি এখনো পায়নি।

৬| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:০২

শেরজা তপন বলেছেন: ভ্রমনের পোকা যেন আজীবন মাথায় থাকে- দুনিয়া দেখার নেশা সবচেয়ে বড় নেশা সাথে বঈ পড়া।
মন্ত্রটা ভাল করে ওর কানে ঢুকিয়ে দিবেন।

সুস্থ্য সুন্দর ও পৃথিবীর যাবতীয় পঙ্কিলতা থেকে দূরে থাকুক আজীবন।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভ্রমণে আসক্তি আছে ছোট বেলা থেকেই, দুই কন্যারই।
বইয়ের প্রতিও বেশ ভালোই আকর্ষ আছে।
আমার বাসায় অল্প কিছু গল্পের বই আছে। ছোটদের বই আছে। বিশেষ করে সেবার ছোটদের বই, তিন গোয়েন্দা। স্কুলে থাকতে যে তিন গোয়েন্দা আমি কিনে পড়েছি সেগুলি এখন আমার মেয়ে পড়া শুরু করেছে। ওর আগে আমার ছোট বোন, ভাগনা ভাগনিরা পড়েছে। প্রতিটি বই ৬-৭ হাতে অন্ততো ২০ বার পড়া হয়েছে। অনেক বই তাই বয়স ও অত্যাচারে জির্ন হয়ে গেছে।
সেদিন বাড়িতে এসে দেখি মেয়ে আর তার মা বইয়ের রেক খুঁজে হয়রান হয়ে গেছে তিন গোয়েন্দার প্রথম ভলিউম না পেয়ে। পরে আমিও খুঁজে পেলাম না। নিশ্চই ভাগনিরা কেউ নিয়েছে পড়তে।

৭| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৩

পোড়া বেগুন বলেছেন:
সোহেন এর জন্য অনেক অনেক দোয়া।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৯

কামাল৮০ বলেছেন: খুব ভাল লাগল মেয়েদের সাথে নিয়ে ঘোরাঘুরি করছেন।আপনার মেয়ের সাফল্য কামনা করি।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

৯| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক স্নেহ ও দোয়া রইল। ♥️

১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ১৯ শে আগস্ট, ২০২২ রাত ১:৫৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুইট সাইয়ারার জন্য অনেক অনেক স্নেহ ও শুভেচ্ছা রইল।

১৯ শে আগস্ট, ২০২২ রাত ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
অশেষ ধন্যবাদ আপনাকে।

১১| ১৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:২৭

মেহবুবা বলেছেন: বেশ ভাল একজন ভ্রমণসঙ্গী পেয়ে গিয়েছেন!
আল্লাহ্ সাইয়ারাকে কল্যাণ দান করুক।

১৯ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তবের জন্য।
এখনকার বাচ্চারা স্কুল, পড়া নিয়ে এতো ব্যস্ত থাকে যে বেরাবার সুযোগই পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.